Ajker Patrika

বিশ্বকাপ না খেলার আক্ষেপ লো সেলসোর

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১২: ৩০
বিশ্বকাপ না খেলার আক্ষেপ লো সেলসোর

আর্জেন্টিনার বিশ্বকাপে ৩১ জনের প্রাথমিক দলে ছিলেন জিওভানি লো সেলসো। বিশ্বকাপের মূল দলেও হয়তো ডাক পেয়ে যেতেন তিনি। তবে চোট বিশ্বকাপ থেকে লো সেলসোকে পুরোপুরি ছিটকে দিয়েছে। বিশ্বকাপ না খেলতে পারার আক্ষেপ ঝরেছে আর্জেন্টাইন এই মিডফিল্ডারের কণ্ঠে।

গতকাল নিজের ইনস্টাগ্রাম আইডিতে বিশাল স্ট্যাটাস দিয়েছেন লো সেলসো। বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ নিয়ে আর্জেন্টাইন এই মিডফিল্ডার বলেন, ‘চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে থাকতে হবে।ছোটবেলা থেকে প্রত্যেকেরই  স্বপ্ন থাকে বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টে খেলার। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু হয়নি।’

নিজে না খেলতে পারলেও বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে শুভকামনা জানিয়েছেন লো সেলসো। আর্জেন্টাইন এই মিডফিল্ডার বলেন, ‘দলের জন্য শুভকামনা রইল। আমি সব সময় আর্জেন্টিনাকে সাপোর্ট করে যাব। যাঁরা আমার খোঁজ নিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ৪১ ম্যাচ খেলেছেন লো সেলসো। করেছেন ২ গোল এবং ৮ গোলে করেছেন অ্যাসিস্ট। কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে ২০ নভেম্বর শুরু হচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ। আর ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপের বাকি দুই দল মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে ২৬ ও ৩০ নভেম্বর খেলবে আলবিসেলেস্তেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত