২০১৪ বিশ্বকাপের ফাইনালে মারিও গোৎশের গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। এই গোৎশেকে নিয়েই কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছে জার্মানরা। যে গোৎশে পাঁচ বছর পর ফিরলেন জাতীয় দলে। ম্যানুয়েল নয়ারের নেতৃত্বাধীন এই দলে আছেন টমাস মুলারও।
মাঝমাঠে গোৎশের সঙ্গে থাকছেন ইকে গুন্ডোয়ান, জামাল মুসিয়ালা, জোশুয়া কিমিখরা। আর মুলারের সঙ্গে আক্রমণভাগে থাকবেন লিরয় সানে, সার্জ ন্যাবরি, ইউসুফ মৌকোকোরা। মৌকোকো অনূর্ধ্ব-২১ দলের হয়ে পাঁচ ম্যাচ খেলে ৬ গোল করেছেন। রক্ষণভাগে আছেন আন্তোনিও রুডিগার, নিকোলাস সুলারের মতো তারকারা। গোলরক্ষক হিসেবে ম্যানুয়েল নয়্যার তো আছেনই, আরও আছেন মার্ক আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্রাপরা।
তারকা ফুটবলারদের নিয়ে গড়া জার্মানির বিশ্বকাপ দলে সুযোগ হয়নি ম্যাট হামেলস ও মার্কো রয়েসের। চোটে পড়ায় দলে জায়গা করে নিতে পারেননি রয়েস।
এবারের বিশ্বকাপে 'ই' গ্রুপে পড়েছে জার্মানি। ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। ২৭ নভেম্বর স্পেনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে জার্মানি। আর ১ ডিসেম্বর কোস্টারিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
জার্মানি বিশ্বকাপ দল:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা), কেভিন ট্রাপ (ফ্রাঙ্কফুর্ট)।
ডিফেন্ডার: আর্মেল বেলা-কচাপ (সাউদাম্পটন), ম্যাথিয়াস গিন্টার (ফ্রাইবুর্গ), ক্রিস্টিয়ান গুন্টার (ফ্রেইবুর্গ), টিলো কেরার (ওয়েস্ট হাম), লুকাস ক্লসটারমান (আরবি লাইপজিগ), ডেভিড রাউম (আরবি লাইপজিগ), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), নিকো স্লোটারবেক (বরুশিয়া ডর্টমুন্ড), নিকোলাস সুলা (বর্টমুন্ড ডর্টমুন্ড)।
মিডফিল্ডার: ইয়ুলিয়ান ব্রান্ট (বরুশিয়া ডর্টমুন্ড), লিওন গোরেৎসকা (বায়ার্ন মিউনিখ), মারিও গোৎশে (ফ্রাঙ্কফুর্ট), ইকে গুন্ডোয়ান (ম্যানচেস্টার সিটি), ইয়োনাস হফমান (মনশেনগ্লাডবাখ), জোশুয়া কিমিখ (বায়ার্ন), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ)।
ফরোয়ার্ড: করিম আদেয়েমি (ডর্টমুন্ড), নিকলাস ফুলক্রুগ (ব্রেমেন), সার্জ নাবরি (বায়ার্ন), কাই হাভার্টজ (চেলসি), ইউসুফা মুকোকো (ডর্টমুন্ড), টমাস মুলার (বায়ার্ন), লিরয় সানে (বায়ার্ন মিউনিখ)।
২০১৪ বিশ্বকাপের ফাইনালে মারিও গোৎশের গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। এই গোৎশেকে নিয়েই কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছে জার্মানরা। যে গোৎশে পাঁচ বছর পর ফিরলেন জাতীয় দলে। ম্যানুয়েল নয়ারের নেতৃত্বাধীন এই দলে আছেন টমাস মুলারও।
মাঝমাঠে গোৎশের সঙ্গে থাকছেন ইকে গুন্ডোয়ান, জামাল মুসিয়ালা, জোশুয়া কিমিখরা। আর মুলারের সঙ্গে আক্রমণভাগে থাকবেন লিরয় সানে, সার্জ ন্যাবরি, ইউসুফ মৌকোকোরা। মৌকোকো অনূর্ধ্ব-২১ দলের হয়ে পাঁচ ম্যাচ খেলে ৬ গোল করেছেন। রক্ষণভাগে আছেন আন্তোনিও রুডিগার, নিকোলাস সুলারের মতো তারকারা। গোলরক্ষক হিসেবে ম্যানুয়েল নয়্যার তো আছেনই, আরও আছেন মার্ক আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্রাপরা।
তারকা ফুটবলারদের নিয়ে গড়া জার্মানির বিশ্বকাপ দলে সুযোগ হয়নি ম্যাট হামেলস ও মার্কো রয়েসের। চোটে পড়ায় দলে জায়গা করে নিতে পারেননি রয়েস।
এবারের বিশ্বকাপে 'ই' গ্রুপে পড়েছে জার্মানি। ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। ২৭ নভেম্বর স্পেনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে জার্মানি। আর ১ ডিসেম্বর কোস্টারিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
জার্মানি বিশ্বকাপ দল:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা), কেভিন ট্রাপ (ফ্রাঙ্কফুর্ট)।
ডিফেন্ডার: আর্মেল বেলা-কচাপ (সাউদাম্পটন), ম্যাথিয়াস গিন্টার (ফ্রাইবুর্গ), ক্রিস্টিয়ান গুন্টার (ফ্রেইবুর্গ), টিলো কেরার (ওয়েস্ট হাম), লুকাস ক্লসটারমান (আরবি লাইপজিগ), ডেভিড রাউম (আরবি লাইপজিগ), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), নিকো স্লোটারবেক (বরুশিয়া ডর্টমুন্ড), নিকোলাস সুলা (বর্টমুন্ড ডর্টমুন্ড)।
মিডফিল্ডার: ইয়ুলিয়ান ব্রান্ট (বরুশিয়া ডর্টমুন্ড), লিওন গোরেৎসকা (বায়ার্ন মিউনিখ), মারিও গোৎশে (ফ্রাঙ্কফুর্ট), ইকে গুন্ডোয়ান (ম্যানচেস্টার সিটি), ইয়োনাস হফমান (মনশেনগ্লাডবাখ), জোশুয়া কিমিখ (বায়ার্ন), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ)।
ফরোয়ার্ড: করিম আদেয়েমি (ডর্টমুন্ড), নিকলাস ফুলক্রুগ (ব্রেমেন), সার্জ নাবরি (বায়ার্ন), কাই হাভার্টজ (চেলসি), ইউসুফা মুকোকো (ডর্টমুন্ড), টমাস মুলার (বায়ার্ন), লিরয় সানে (বায়ার্ন মিউনিখ)।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন ৭ বছর আগে করা শ্রীলঙ্কার
২১ মিনিট আগেখেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
৩ ঘণ্টা আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
৪ ঘণ্টা আগে