Ajker Patrika

লো সেলসোর ছিটকে যাওয়ায় ব্যথিত মেসিরা

লো সেলসোর ছিটকে যাওয়ায় ব্যথিত মেসিরা

২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু হতে না হতেই চোটে পড়ছেন একগাদা তারকা ফুটবলার। বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন অনেকেই। জিওভানি লো সেলসোর ব্যাপারটাও ঠিক চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার। আর্জেন্টাইন এই মিডফিল্ডারের দুঃখে সমব্যথী হয়েছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা। 

টটেনহাম থেকে ভিয়ারিয়ালে এই মৌসুম ধারে খেলতে গেছেন লো সেলসো। গত ৩০ অক্টোবর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচে চোটে পড়েছিলেন তিনি। তখন থেকেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা কাজ করছিল। অবশেষে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকেই। এরপর গত পরশু নিজের ইনস্টাগ্রাম আইডিতে বিশ্বকাপে না খেলার আক্ষেপ নিয়ে পোস্ট দিয়েছিলেন এই মিডফিল্ডার। তার এই পোস্টে সমবেদনা জানিয়েছেন সতীর্থরা। হার্টের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বলেছেন, ‘ফুটবল সবসময় কোনো না কোনো সুযোগ দেয়।’ 

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ৪১ ম্যাচ খেলেছেন লো সেলসো। করেছেন ২ গোল এবং ৮ গোলে করেছেন অ্যাসিস্ট। কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে ২০ নভেম্বর শুরু হচ্ছে ২২ তম ফুটবল বিশ্বকাপ। আর ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপের বাকি দুই দল মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে ২৬ ও ৩০ নভেম্বর খেলবে আলবিসেলেস্তেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত