বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই কাতারের নানা সমালোচনা চলছে। শুরুটা হয়েছিল বিশ্বকাপের সময় সূচিতে পরিবর্তন আনা নিয়ে। সাধারণত বিশ্বকাপ হয় জুন-জুলাইয়ে। কিন্তু এ সময় কাতারে আবহাওয়া প্রচণ্ড গরম থাকে বিধায় প্রথমবারের মতো এবার নভেম্বর-ডিসেম্বরে হচ্ছে বিশ্বকাপ।
এ নিয়ে এর আগে অনেক কোচ ও ফুটবল বিশ্লেষকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার বিশ্বকাপের সময় সূচি নিয়ে সমালোচনায় যুক্ত হয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। সেটিও আবার বিশ্বকাপ শুরুর হাত ছোঁয়া দূরত্বে। তাঁর মতে, এবারের বিশ্বকাপ নিয়ে খুশি নয় ফুটবলাররা।
৫ দিন পরেই শুরু হচ্ছে ফুটবল মহারণ। এমন সময়ই সমালোচনা করলেন পর্তুগিজ তারকা ফার্নান্দেজ। ফুলহামের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর তিনি বলেছেন, ‘এই সময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাইনি। মনে করি খেলোয়াড়, দর্শক ও সকলের জন্যই এটা সেরা সময় নয়। বাচ্চারা স্কুলে থাকবে, লোকজন কাজের মধ্যে থাকবে। লোকদের ক্ষেত্রে খেলা দেখার এটা ভালো সময় নয়।’
ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফার্নান্দেজ আরও বলেছেন, ‘আমরা চাই ফুটবল সবার হোক। প্রত্যেকেই বিশ্বকাপের সঙ্গে জড়িত থাকবে। কেননা বিশ্বকাপ তো বিশ্বের সবার জন্য। একটি বিশ্বকাপ ফুটবলের চেয়েও বড় কিছু। সমর্থক, খেলোয়াড়দের জন্য এটি একটি উৎসব। এটি এমন কিছু যা দেখা আনন্দের। তাই আরও ভালো উপায়ে করা উচিত ছিল।’
সূচি সমালোচনার সঙ্গে আবার যুক্ত হয়েছে সমকামী, মানবাধিকার ও অভিবাসী শ্রমিকদের সঙ্গে বিশ্বকাপ আয়োজকদের বৈষম্য। সব মিলিয়ে এবারের বিশ্বকাপটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়া প্রকাশ্যে কাতারের সমালোচনা করেছে। এ ছাড়া অন্যান্য দলও আয়োজক দেশকে নিয়ে খুশি নয়।
কিছুদিন আগে এই সব সমালোচনা বন্ধের জন্য বিশ্বমঞ্চে সুযোগ পাওয়া ৩২ দলকে অনুরোধ করেছিল ফিফা। ফিফা দলগুলোকে অনুরোধ করেছিল, রাজনীতিকে এক পাশে রেখে বিশ্বকাপে মনোযোগ রাখতে। সংস্থাটির অনুরোধের পরও কাতারের সমালোচনা করা থামেনি।
বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই কাতারের নানা সমালোচনা চলছে। শুরুটা হয়েছিল বিশ্বকাপের সময় সূচিতে পরিবর্তন আনা নিয়ে। সাধারণত বিশ্বকাপ হয় জুন-জুলাইয়ে। কিন্তু এ সময় কাতারে আবহাওয়া প্রচণ্ড গরম থাকে বিধায় প্রথমবারের মতো এবার নভেম্বর-ডিসেম্বরে হচ্ছে বিশ্বকাপ।
এ নিয়ে এর আগে অনেক কোচ ও ফুটবল বিশ্লেষকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার বিশ্বকাপের সময় সূচি নিয়ে সমালোচনায় যুক্ত হয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। সেটিও আবার বিশ্বকাপ শুরুর হাত ছোঁয়া দূরত্বে। তাঁর মতে, এবারের বিশ্বকাপ নিয়ে খুশি নয় ফুটবলাররা।
৫ দিন পরেই শুরু হচ্ছে ফুটবল মহারণ। এমন সময়ই সমালোচনা করলেন পর্তুগিজ তারকা ফার্নান্দেজ। ফুলহামের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর তিনি বলেছেন, ‘এই সময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাইনি। মনে করি খেলোয়াড়, দর্শক ও সকলের জন্যই এটা সেরা সময় নয়। বাচ্চারা স্কুলে থাকবে, লোকজন কাজের মধ্যে থাকবে। লোকদের ক্ষেত্রে খেলা দেখার এটা ভালো সময় নয়।’
ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফার্নান্দেজ আরও বলেছেন, ‘আমরা চাই ফুটবল সবার হোক। প্রত্যেকেই বিশ্বকাপের সঙ্গে জড়িত থাকবে। কেননা বিশ্বকাপ তো বিশ্বের সবার জন্য। একটি বিশ্বকাপ ফুটবলের চেয়েও বড় কিছু। সমর্থক, খেলোয়াড়দের জন্য এটি একটি উৎসব। এটি এমন কিছু যা দেখা আনন্দের। তাই আরও ভালো উপায়ে করা উচিত ছিল।’
সূচি সমালোচনার সঙ্গে আবার যুক্ত হয়েছে সমকামী, মানবাধিকার ও অভিবাসী শ্রমিকদের সঙ্গে বিশ্বকাপ আয়োজকদের বৈষম্য। সব মিলিয়ে এবারের বিশ্বকাপটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়া প্রকাশ্যে কাতারের সমালোচনা করেছে। এ ছাড়া অন্যান্য দলও আয়োজক দেশকে নিয়ে খুশি নয়।
কিছুদিন আগে এই সব সমালোচনা বন্ধের জন্য বিশ্বমঞ্চে সুযোগ পাওয়া ৩২ দলকে অনুরোধ করেছিল ফিফা। ফিফা দলগুলোকে অনুরোধ করেছিল, রাজনীতিকে এক পাশে রেখে বিশ্বকাপে মনোযোগ রাখতে। সংস্থাটির অনুরোধের পরও কাতারের সমালোচনা করা থামেনি।
স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
২ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ভারত-পাকিস্তান ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটের না হলেও ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল বেশি। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন কালেভদ্রে মুখোমুখি হয়, তখন তাদের ম্যাচ মানেই ভিন্ন আবহ। কিন্তু এবার শেষ মুহূর্তে পানি ঢেলে দিয়েছে ভারত চ্যাম্পিয়নস।
২ ঘণ্টা আগেবিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
৪ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
৫ ঘণ্টা আগে