এক বছরেরও বেশি সময় ধরে স্পেন জাতীয় দলের বাইরে রয়েছেন সার্জিও রামোস। এবার স্পেনের বিশ্বকাপ দলে জায়গা মেলেনি রামোসের। এই ডিফেন্ডারকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করল স্পেন।
রামোসের অনুপস্থিতিতে রক্ষণভাগ খানিকটা দুর্বল হয়ে পড়েছে। রক্ষণভাগে দানি কারভাহালের সঙ্গে থাকছেন জর্দি আলবা, সিজার আজপিলিকুয়েতা, এরিক গার্সিয়ারা। মাঝমাঠে আছেন সার্জিও বুসকেটস, গাভি, কোকে, পেদ্রির মতো তারকা ফুটবলাররা। আক্রমণভাগে থাকছেন ফেরান তোরেস, আনসু ফাতি, আলভারো মোরাতার মতো একঝাঁক তারকা ফুটবলার।
এবারের বিশ্বকাপে ‘ই’ গ্রুপে পড়েছে স্পেন। ২৩ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। ২৭ নভেম্বর জার্মানির বিপক্ষে মাঠে নামবে স্পেন। আর ১ ডিসেম্বর জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২০১০ এর চ্যাম্পিয়নরা।
স্পেনের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: উনাই সিমন (আতলেতিক বিলবাও), রবার্ট সানচেজ (ব্রাইটন), ডেভিড রায়া (ব্রেন্টফোর্ড)
ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), সিজার আজপিলিকুয়েতা (চেলসি), এরিক গার্সিয়া (বার্সেলোনা), হুগো গুইলামন (ভ্যালেন্সিয়া), পাও তোরেস (ভিয়ারিয়াল), অ্যায়মেরিক লাপোর্তে (ম্যানচেস্টার সিটি), জর্দি আলবা (বার্সোলোনা), হোসে গায়া (ভ্যালেন্সিয়া)
মিডফিল্ডার: সার্জিও বুসকেটস (বার্সেলোনা), রড্রিগো (ম্যানচেস্টার সিটি), গাভি (বার্সেলোনা), কার্লোস সোলের (ভ্যালেন্সিয়া), মার্কোস লরিয়েন্তে (আতলেতিকো মাদ্রিদ): পেদ্রি (বার্সেলোনা), কোকে (আতলোতিকো মাদ্রিদ)
আক্রমণভাগ: ফেরান তোরেস (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (আতলেতিক বিলবাও), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল), আলভারো মোরাতা (আতলেতিকো মাদ্রিদ): মার্কো অ্যাসেনসিও (রিয়াল মাদ্রিদ), পাবলো সারাবিয়া (পিএসজি), দানি আলমো (আরবি লাইপজিগ), আনসু ফাতি (বার্সেলোনা)
এক বছরেরও বেশি সময় ধরে স্পেন জাতীয় দলের বাইরে রয়েছেন সার্জিও রামোস। এবার স্পেনের বিশ্বকাপ দলে জায়গা মেলেনি রামোসের। এই ডিফেন্ডারকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করল স্পেন।
রামোসের অনুপস্থিতিতে রক্ষণভাগ খানিকটা দুর্বল হয়ে পড়েছে। রক্ষণভাগে দানি কারভাহালের সঙ্গে থাকছেন জর্দি আলবা, সিজার আজপিলিকুয়েতা, এরিক গার্সিয়ারা। মাঝমাঠে আছেন সার্জিও বুসকেটস, গাভি, কোকে, পেদ্রির মতো তারকা ফুটবলাররা। আক্রমণভাগে থাকছেন ফেরান তোরেস, আনসু ফাতি, আলভারো মোরাতার মতো একঝাঁক তারকা ফুটবলার।
এবারের বিশ্বকাপে ‘ই’ গ্রুপে পড়েছে স্পেন। ২৩ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। ২৭ নভেম্বর জার্মানির বিপক্ষে মাঠে নামবে স্পেন। আর ১ ডিসেম্বর জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২০১০ এর চ্যাম্পিয়নরা।
স্পেনের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: উনাই সিমন (আতলেতিক বিলবাও), রবার্ট সানচেজ (ব্রাইটন), ডেভিড রায়া (ব্রেন্টফোর্ড)
ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), সিজার আজপিলিকুয়েতা (চেলসি), এরিক গার্সিয়া (বার্সেলোনা), হুগো গুইলামন (ভ্যালেন্সিয়া), পাও তোরেস (ভিয়ারিয়াল), অ্যায়মেরিক লাপোর্তে (ম্যানচেস্টার সিটি), জর্দি আলবা (বার্সোলোনা), হোসে গায়া (ভ্যালেন্সিয়া)
মিডফিল্ডার: সার্জিও বুসকেটস (বার্সেলোনা), রড্রিগো (ম্যানচেস্টার সিটি), গাভি (বার্সেলোনা), কার্লোস সোলের (ভ্যালেন্সিয়া), মার্কোস লরিয়েন্তে (আতলেতিকো মাদ্রিদ): পেদ্রি (বার্সেলোনা), কোকে (আতলোতিকো মাদ্রিদ)
আক্রমণভাগ: ফেরান তোরেস (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (আতলেতিক বিলবাও), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল), আলভারো মোরাতা (আতলেতিকো মাদ্রিদ): মার্কো অ্যাসেনসিও (রিয়াল মাদ্রিদ), পাবলো সারাবিয়া (পিএসজি), দানি আলমো (আরবি লাইপজিগ), আনসু ফাতি (বার্সেলোনা)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৩ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৬ ঘণ্টা আগে