Ajker Patrika

বিশ্বকাপকে পরোয়া করেন না প্রিমিয়ার লিগের কোচ

বিশ্বকাপকে পরোয়া করেন না প্রিমিয়ার লিগের কোচ

এক সপ্তাহ পরেই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। ইতিমধ্যে প্রায় বিশ্বমঞ্চে সুযোগ পাওয়া ৩২ দল স্কোয়াডও ঘোষণা করেছে। ফলে নিজেদের পছন্দের দলগুলোকে নিয়ে উন্মাদনাও শুরু করে দিয়েছে সমর্থকেরা। আর ফুটবল বিশ্লেষকেরা দলগুলোর শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে কাটাছেঁড়া বিশ্লেষণ করছেন বিভিন্ন সংবাদমাধ্যমে। এমনকি ফুটবল যাঁদের পছন্দ নয় তাঁরাও বিশ্বকাপ নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছেন। 

যেখানে একজন নিছক সমর্থকও বিশ্বকাপের রোমাঞ্চে ডুবে থাকেন সেখানে একজন ফুটবল কোচ নাকি বিশ্বকাপের উন্মাদনায় আচ্ছন্ন থাকেন না। যা সত্যি অবাক করার মতো ঘটনা। বিস্মিত করার ব্যক্তিটি হচ্ছেন লিডসের কোচ হেসে মার্শ। তিনি আবার কোচিং করাচ্ছেন ফুটবলের জনপ্রিয় লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে। মার্শ জানিয়েছেন, বিশ্বকাপকে পরোয়া করেন না তিনি। 

বিশ্বকাপের বিরতিতে যাওয়ার আগে লিডসের শেষ ম্যাচে এমনটিই জানিয়েছেন দলটির কোচ মার্শ। তিনি বলেছেন, ‘বিশ্বকাপকে পরোয়া করি না। তাই কে জিতল না জিতল তার খোঁজ রাখি না। আন্তর্জাতিক ফুটবল আকর্ষণীয় কিন্তু আমি পুরোপুরি ক্লাব ফুটবলে নিমগ্ন। আমার কাছে, দুটি আলাদা খেলা মনে হয়। তবে বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে আমাদের ছেলেরা ভালো খেলুক।’ 

মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে দুটি ম্যাচ খেলছেন মার্শ। আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘায়িত করতে না পারলেও ক্লাব ফুটবলের ক্যারিয়ার বেশ দীর্ঘ ছিল সাবেক এই মিডফিল্ডারের। দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ার ৩২১ ম্যাচ খেলে ৩১ গোল করেছেন তিনি। 

মার্শের অধীনে বর্তমানে পয়েন্ট তালিকায় ১২ নম্বরে আছে লিডস। দলটি রেলিগেশন থেকে মাত্র ৩ পয়েন্ট ওপরে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত