দীর্ঘ ৬৪ বছর পর আবারও বিশ্বকাপে সুযোগ পেয়েছে ওয়েলস। গতকাল স্বপ্নের কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন দলটির কোচ রবার্ট পেজ। চোটে আক্রান্ত দেশটির দুই তারকা ফুটবলার গ্যারেথ বেল ও জো অ্যালেনকে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন পেজ।
বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন বেল। তবে গ্রুপের সব ম্যাচ সাবেক রিয়াল মাদ্রিদ তারকা খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। কেননা, ফিটনেস সমস্যায় ভুগেছেন তিনি। তবে পেজ সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছেন মিডফিল্ডার অ্যালেনকে স্কোয়াডে নিয়ে। হ্যামস্ট্রিংয়ের চোটে ক্লাব সোয়ানসি সিটির হয়ে শেষ ১০ ম্যাচ খেলতে পারেননি এই অভিজ্ঞ মিডফিল্ডার।
অ্যালেন সব ম্যাচে খেলতে না পারলে মাঝমাঠের নেতৃত্ব দেবেন অ্যারন রামসি-হ্যারি উইলসনরা। বিশ্বকাপে সুযোগ না পাওয়াদের মধ্যে বড় নাম হচ্ছেন ওয়েস বার্নস ও টাইলার রবার্টস। দলটির স্কোয়াডে আর কোনো চমক নেই। সম্ভাব্য সব ফুটবলারই জায়গা পেয়েছেন পেজের স্কোয়াডে।
কাতার বিশ্বকাপে ওয়েলসের দল:
গোলরক্ষক: ড্যানি ওয়ার্ড. অ্যাডাম ডেভিস, ওয়েন হেনেসি।
ডিফেন্ডার: নিকো উইলিয়ামস, ইথান আম্পাদু, বেন কাবাঙ্গো, বেন ডেভিস, ক্রিস গান্টার, টম লকার, কন্নর রবার্টস, জো রোডোন, ক্রিস মেফাম।
মিডফিল্ডার: অ্যারন রামসি, জো অ্যালেন, হ্যারি উইলসন, রুবিন কলউইল, ডিলান লেভিট, জো মোরেল, ম্যাথু স্মিথ, সোরবা থমাস, জনি উইলিয়ামস।
ফরোয়ার্ড: গ্যারেথ বেল, মার্ক হারিস, ড্যান জেমস, ব্রেন্নান জনসন, কিয়েফার মুর।
দীর্ঘ ৬৪ বছর পর আবারও বিশ্বকাপে সুযোগ পেয়েছে ওয়েলস। গতকাল স্বপ্নের কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন দলটির কোচ রবার্ট পেজ। চোটে আক্রান্ত দেশটির দুই তারকা ফুটবলার গ্যারেথ বেল ও জো অ্যালেনকে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন পেজ।
বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন বেল। তবে গ্রুপের সব ম্যাচ সাবেক রিয়াল মাদ্রিদ তারকা খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। কেননা, ফিটনেস সমস্যায় ভুগেছেন তিনি। তবে পেজ সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছেন মিডফিল্ডার অ্যালেনকে স্কোয়াডে নিয়ে। হ্যামস্ট্রিংয়ের চোটে ক্লাব সোয়ানসি সিটির হয়ে শেষ ১০ ম্যাচ খেলতে পারেননি এই অভিজ্ঞ মিডফিল্ডার।
অ্যালেন সব ম্যাচে খেলতে না পারলে মাঝমাঠের নেতৃত্ব দেবেন অ্যারন রামসি-হ্যারি উইলসনরা। বিশ্বকাপে সুযোগ না পাওয়াদের মধ্যে বড় নাম হচ্ছেন ওয়েস বার্নস ও টাইলার রবার্টস। দলটির স্কোয়াডে আর কোনো চমক নেই। সম্ভাব্য সব ফুটবলারই জায়গা পেয়েছেন পেজের স্কোয়াডে।
কাতার বিশ্বকাপে ওয়েলসের দল:
গোলরক্ষক: ড্যানি ওয়ার্ড. অ্যাডাম ডেভিস, ওয়েন হেনেসি।
ডিফেন্ডার: নিকো উইলিয়ামস, ইথান আম্পাদু, বেন কাবাঙ্গো, বেন ডেভিস, ক্রিস গান্টার, টম লকার, কন্নর রবার্টস, জো রোডোন, ক্রিস মেফাম।
মিডফিল্ডার: অ্যারন রামসি, জো অ্যালেন, হ্যারি উইলসন, রুবিন কলউইল, ডিলান লেভিট, জো মোরেল, ম্যাথু স্মিথ, সোরবা থমাস, জনি উইলিয়ামস।
ফরোয়ার্ড: গ্যারেথ বেল, মার্ক হারিস, ড্যান জেমস, ব্রেন্নান জনসন, কিয়েফার মুর।
এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
২ ঘণ্টা আগেছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মতপার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
৩ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
৫ ঘণ্টা আগে