ইনস্টাগ্রামের নতুন ফিচার, এখন প্রোফাইলেও বাজবে গান
ব্যবহারকারীদের প্রোফাইলে গান যুক্ত করার সুবিধা নিয়ে এল ইনস্টাগ্রাম। এর আগে শুধু পোস্ট, রিলস ও স্টোরির সঙ্গে গান যুক্ত করার সুবিধা ছিল। এখন প্রোফাইল বায়োতে ৩০ সেকেন্ডের একটি গান যোগ করতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তবে গানটি প্রোফাইলে ঢোকার পর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না, গানটি শোনার জন্য এতে ট্