ব্যবহারকারীদের প্রোফাইলে গান যুক্ত করার সুবিধা নিয়ে এল ইনস্টাগ্রাম। এর আগে শুধু পোস্ট, রিলস ও স্টোরির সঙ্গে গান যুক্ত করার সুবিধা ছিল। এখন প্রোফাইল বায়োতে ৩০ সেকেন্ডের একটি গান যোগ করতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তবে গানটি প্রোফাইলে ঢোকার পর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না, গানটি শোনার জন্য এতে ট্যাপ করতে হবে।
এই নতুন ফিচারের প্রচারণার জন্য ‘এস্প্রেসো’ গানের গায়িকা সাবরিনা কারপেন্টারের সঙ্গে চুক্তি করেছে ইনস্টাগ্রাম। গত শুক্রবারে এই ফিচারের মাধ্যমে সাবরিনার প্রোফাইলে তার অপ্রকাশিত গানের কিছু অংশ প্রকাশ করা হয়। প্রথমবারের মতো ভক্তদের এই গান শোনার সুযোগ দেবে ফিচারটি।
ইনস্টাগ্রাম বলছে, গানটি পূর্ণ মুক্তির আগে শোনার ভক্তদের একটি বিশেষ সুযোগ প্রদান করবে এই ফিচার।
প্রোফাইলে গান যুক্ত করবেন যেভাবে
ইনস্টাগ্রাম প্রোফাইলে গান যুক্ত করার জন্য আপনার ফোনে অ্যাপটির সর্বশেষ সংস্করণ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। এরপর নিজের প্রোফাইলে ঢুকে ‘এডিট প্রোফাইল’ অপশনে ক্লিক করতে হবে। নিচের দিকে স্ক্রল করে ‘মিউজিক’ সেকশনটি খুঁজে বের করতে হবে। এখন ‘অ্যাড মিউজিক টু ইউওর প্রোফাইল’–এ ট্যাপ করতে হবে ফলে একটি নতুন পেজ চালু হবে। এই পেজ থেকে পছন্দের গান নির্বাচন করুন। এবার ৩০ সেকেন্ডে গানটির কতটুকু অংশ রাখতে চান তা নির্বাচন করুন। গানটি ব্যবহারকারীর প্রোফাইলে থাকবে যতক্ষণ না তারা সেটি মুছে ফেলে বা নতুন গান দিয়ে আপডেট করে।
গত বছর নোটস ও ক্যারাসোল পোস্টে গান যুক্ত করা সুবিধা নিয়ে আসে ইনস্টাগ্রাম।
এ ছাড়া ইনস্টাগ্রামের নোটস ফিচারের এখন রঙের পরিবর্তন দেখা যাবে। অর্থাৎ নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে নোটগুলো লিখলে এতে নোটস ফিচারের রঙের পরিবর্তন দেখা যাবে। বর্তমানে ‘ডেমিউর’, ‘কিউটসি’, ‘কনসিডারেট’ ও ‘মাইন্ডফুল’—এই চারটি শব্দ ব্যবহার করলে নোটসের পরিবর্তন হবে। শব্দগুলো ব্যবহার করলে গোলাপি রঙের বিভিন্ন বর্ণ দেখা যাবে।
এর আগে নোটসে ‘সোনালি’ রং ব্যবহার করেছিল ইনস্টাগ্রাম। পরবর্তীতে ফিচারটি বাতিল করা হয়। তাই নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করে আর ব্যবহারকারীরা নোটসের রং সোনালি করতে পারে না।
ব্যবহারকারীদের প্রোফাইলে গান যুক্ত করার সুবিধা নিয়ে এল ইনস্টাগ্রাম। এর আগে শুধু পোস্ট, রিলস ও স্টোরির সঙ্গে গান যুক্ত করার সুবিধা ছিল। এখন প্রোফাইল বায়োতে ৩০ সেকেন্ডের একটি গান যোগ করতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তবে গানটি প্রোফাইলে ঢোকার পর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না, গানটি শোনার জন্য এতে ট্যাপ করতে হবে।
এই নতুন ফিচারের প্রচারণার জন্য ‘এস্প্রেসো’ গানের গায়িকা সাবরিনা কারপেন্টারের সঙ্গে চুক্তি করেছে ইনস্টাগ্রাম। গত শুক্রবারে এই ফিচারের মাধ্যমে সাবরিনার প্রোফাইলে তার অপ্রকাশিত গানের কিছু অংশ প্রকাশ করা হয়। প্রথমবারের মতো ভক্তদের এই গান শোনার সুযোগ দেবে ফিচারটি।
ইনস্টাগ্রাম বলছে, গানটি পূর্ণ মুক্তির আগে শোনার ভক্তদের একটি বিশেষ সুযোগ প্রদান করবে এই ফিচার।
প্রোফাইলে গান যুক্ত করবেন যেভাবে
ইনস্টাগ্রাম প্রোফাইলে গান যুক্ত করার জন্য আপনার ফোনে অ্যাপটির সর্বশেষ সংস্করণ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। এরপর নিজের প্রোফাইলে ঢুকে ‘এডিট প্রোফাইল’ অপশনে ক্লিক করতে হবে। নিচের দিকে স্ক্রল করে ‘মিউজিক’ সেকশনটি খুঁজে বের করতে হবে। এখন ‘অ্যাড মিউজিক টু ইউওর প্রোফাইল’–এ ট্যাপ করতে হবে ফলে একটি নতুন পেজ চালু হবে। এই পেজ থেকে পছন্দের গান নির্বাচন করুন। এবার ৩০ সেকেন্ডে গানটির কতটুকু অংশ রাখতে চান তা নির্বাচন করুন। গানটি ব্যবহারকারীর প্রোফাইলে থাকবে যতক্ষণ না তারা সেটি মুছে ফেলে বা নতুন গান দিয়ে আপডেট করে।
গত বছর নোটস ও ক্যারাসোল পোস্টে গান যুক্ত করা সুবিধা নিয়ে আসে ইনস্টাগ্রাম।
এ ছাড়া ইনস্টাগ্রামের নোটস ফিচারের এখন রঙের পরিবর্তন দেখা যাবে। অর্থাৎ নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে নোটগুলো লিখলে এতে নোটস ফিচারের রঙের পরিবর্তন দেখা যাবে। বর্তমানে ‘ডেমিউর’, ‘কিউটসি’, ‘কনসিডারেট’ ও ‘মাইন্ডফুল’—এই চারটি শব্দ ব্যবহার করলে নোটসের পরিবর্তন হবে। শব্দগুলো ব্যবহার করলে গোলাপি রঙের বিভিন্ন বর্ণ দেখা যাবে।
এর আগে নোটসে ‘সোনালি’ রং ব্যবহার করেছিল ইনস্টাগ্রাম। পরবর্তীতে ফিচারটি বাতিল করা হয়। তাই নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করে আর ব্যবহারকারীরা নোটসের রং সোনালি করতে পারে না।
আগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
২ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।
৪ ঘণ্টা আগেঅ্যাপলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে মঙ্গলবার রাতে। নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল আলোচিত, নতুন প্রজন্মের ও এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন—আইফোন ১৭ এয়ার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দপ্তরে
৪ ঘণ্টা আগে