ব্যবহারকারীদের প্রোফাইলে গান যুক্ত করার সুবিধা নিয়ে এল ইনস্টাগ্রাম। এর আগে শুধু পোস্ট, রিলস ও স্টোরির সঙ্গে গান যুক্ত করার সুবিধা ছিল। এখন প্রোফাইল বায়োতে ৩০ সেকেন্ডের একটি গান যোগ করতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তবে গানটি প্রোফাইলে ঢোকার পর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না, গানটি শোনার জন্য এতে ট্যাপ করতে হবে।
এই নতুন ফিচারের প্রচারণার জন্য ‘এস্প্রেসো’ গানের গায়িকা সাবরিনা কারপেন্টারের সঙ্গে চুক্তি করেছে ইনস্টাগ্রাম। গত শুক্রবারে এই ফিচারের মাধ্যমে সাবরিনার প্রোফাইলে তার অপ্রকাশিত গানের কিছু অংশ প্রকাশ করা হয়। প্রথমবারের মতো ভক্তদের এই গান শোনার সুযোগ দেবে ফিচারটি।
ইনস্টাগ্রাম বলছে, গানটি পূর্ণ মুক্তির আগে শোনার ভক্তদের একটি বিশেষ সুযোগ প্রদান করবে এই ফিচার।
প্রোফাইলে গান যুক্ত করবেন যেভাবে
ইনস্টাগ্রাম প্রোফাইলে গান যুক্ত করার জন্য আপনার ফোনে অ্যাপটির সর্বশেষ সংস্করণ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। এরপর নিজের প্রোফাইলে ঢুকে ‘এডিট প্রোফাইল’ অপশনে ক্লিক করতে হবে। নিচের দিকে স্ক্রল করে ‘মিউজিক’ সেকশনটি খুঁজে বের করতে হবে। এখন ‘অ্যাড মিউজিক টু ইউওর প্রোফাইল’–এ ট্যাপ করতে হবে ফলে একটি নতুন পেজ চালু হবে। এই পেজ থেকে পছন্দের গান নির্বাচন করুন। এবার ৩০ সেকেন্ডে গানটির কতটুকু অংশ রাখতে চান তা নির্বাচন করুন। গানটি ব্যবহারকারীর প্রোফাইলে থাকবে যতক্ষণ না তারা সেটি মুছে ফেলে বা নতুন গান দিয়ে আপডেট করে।
গত বছর নোটস ও ক্যারাসোল পোস্টে গান যুক্ত করা সুবিধা নিয়ে আসে ইনস্টাগ্রাম।
এ ছাড়া ইনস্টাগ্রামের নোটস ফিচারের এখন রঙের পরিবর্তন দেখা যাবে। অর্থাৎ নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে নোটগুলো লিখলে এতে নোটস ফিচারের রঙের পরিবর্তন দেখা যাবে। বর্তমানে ‘ডেমিউর’, ‘কিউটসি’, ‘কনসিডারেট’ ও ‘মাইন্ডফুল’—এই চারটি শব্দ ব্যবহার করলে নোটসের পরিবর্তন হবে। শব্দগুলো ব্যবহার করলে গোলাপি রঙের বিভিন্ন বর্ণ দেখা যাবে।
এর আগে নোটসে ‘সোনালি’ রং ব্যবহার করেছিল ইনস্টাগ্রাম। পরবর্তীতে ফিচারটি বাতিল করা হয়। তাই নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করে আর ব্যবহারকারীরা নোটসের রং সোনালি করতে পারে না।
ব্যবহারকারীদের প্রোফাইলে গান যুক্ত করার সুবিধা নিয়ে এল ইনস্টাগ্রাম। এর আগে শুধু পোস্ট, রিলস ও স্টোরির সঙ্গে গান যুক্ত করার সুবিধা ছিল। এখন প্রোফাইল বায়োতে ৩০ সেকেন্ডের একটি গান যোগ করতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তবে গানটি প্রোফাইলে ঢোকার পর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না, গানটি শোনার জন্য এতে ট্যাপ করতে হবে।
এই নতুন ফিচারের প্রচারণার জন্য ‘এস্প্রেসো’ গানের গায়িকা সাবরিনা কারপেন্টারের সঙ্গে চুক্তি করেছে ইনস্টাগ্রাম। গত শুক্রবারে এই ফিচারের মাধ্যমে সাবরিনার প্রোফাইলে তার অপ্রকাশিত গানের কিছু অংশ প্রকাশ করা হয়। প্রথমবারের মতো ভক্তদের এই গান শোনার সুযোগ দেবে ফিচারটি।
ইনস্টাগ্রাম বলছে, গানটি পূর্ণ মুক্তির আগে শোনার ভক্তদের একটি বিশেষ সুযোগ প্রদান করবে এই ফিচার।
প্রোফাইলে গান যুক্ত করবেন যেভাবে
ইনস্টাগ্রাম প্রোফাইলে গান যুক্ত করার জন্য আপনার ফোনে অ্যাপটির সর্বশেষ সংস্করণ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। এরপর নিজের প্রোফাইলে ঢুকে ‘এডিট প্রোফাইল’ অপশনে ক্লিক করতে হবে। নিচের দিকে স্ক্রল করে ‘মিউজিক’ সেকশনটি খুঁজে বের করতে হবে। এখন ‘অ্যাড মিউজিক টু ইউওর প্রোফাইল’–এ ট্যাপ করতে হবে ফলে একটি নতুন পেজ চালু হবে। এই পেজ থেকে পছন্দের গান নির্বাচন করুন। এবার ৩০ সেকেন্ডে গানটির কতটুকু অংশ রাখতে চান তা নির্বাচন করুন। গানটি ব্যবহারকারীর প্রোফাইলে থাকবে যতক্ষণ না তারা সেটি মুছে ফেলে বা নতুন গান দিয়ে আপডেট করে।
গত বছর নোটস ও ক্যারাসোল পোস্টে গান যুক্ত করা সুবিধা নিয়ে আসে ইনস্টাগ্রাম।
এ ছাড়া ইনস্টাগ্রামের নোটস ফিচারের এখন রঙের পরিবর্তন দেখা যাবে। অর্থাৎ নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে নোটগুলো লিখলে এতে নোটস ফিচারের রঙের পরিবর্তন দেখা যাবে। বর্তমানে ‘ডেমিউর’, ‘কিউটসি’, ‘কনসিডারেট’ ও ‘মাইন্ডফুল’—এই চারটি শব্দ ব্যবহার করলে নোটসের পরিবর্তন হবে। শব্দগুলো ব্যবহার করলে গোলাপি রঙের বিভিন্ন বর্ণ দেখা যাবে।
এর আগে নোটসে ‘সোনালি’ রং ব্যবহার করেছিল ইনস্টাগ্রাম। পরবর্তীতে ফিচারটি বাতিল করা হয়। তাই নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করে আর ব্যবহারকারীরা নোটসের রং সোনালি করতে পারে না।
সরকারি নির্দেশনায় জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কথা উল্লেখ করে ভারতে অন্তত চারটি বাংলাদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইউটিউব। চ্যানেলগুলো হলো—যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি। ভারত থেকে এই চ্যানেলগুলো দেখতে গেলে ইউটিউবে একটি বার্তা দেখা যাচ্ছে—‘জাতীয় নিরাপত্তা বা...
৭ ঘণ্টা আগেতথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন শুধু এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) গ্রহণ করতে চায় না, নেতৃত্ব দিতেও প্রস্তুত। আজ বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ এআই সামিটে ও হ্যাকাথনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
১ দিন আগেভারতে মুসলমানদের সংবাদভিত্তিক জনপ্রিয় ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ বন্ধ করেছে মেটা। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইনস্টাগ্রামে জনপ্রিয় মুসলিম পেজ ‘@Muslim’—এ ভারতী ব্যবহারকারীরা আর প্রবেশ করতে পারছেন না।
২ দিন আগেডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা ক্রমেই জটিল হয়ে উঠছে। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে প্রায় প্রতিদিনই অসংখ্য পরিচিত-অপরিচিত মানুষের মেসেজ আসে। তবে আপনি চাইলে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন, কে আপনাকে মেসেজ পাঠাতে পারবে, আর কার মেসেজ সরাসরি ইনবক্সে না এসে মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে যাবে বা একেবারেই
২ দিন আগে