ব্যবহারকারীদের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দেয় হোয়াটসঅ্যাপ। এবার অনাকাঙ্ক্ষিত বার্তা বা স্প্যাম মেসেজ ঠেকাতে নতুন ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে অপরিচিত নম্বর থেকে মেসেজ এলেই তা স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেবে প্ল্যাটফর্মটি।
হোয়াটসঅ্যাপে বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলছে, ফিচারটি ব্যবহারকারীর গোপনীয়তারসুরক্ষা দেবে ও মেসেজিংয়ের ওপর আরও নিয়ন্ত্রণ দেবে। বর্তমানে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪. ১৭.২৪ বেটা সংস্করণে ফিচারটি ব্যবহার করা যাচ্ছে। হোয়াটসঅ্যাপের পরবর্তী আপডেটের সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।
ডাব্লুএবেটাইনফো প্রতিবেদন অনুসারে, ফিচারটি চালু করলে অপরিচিত নম্বর থেকে অনাকাঙ্ক্ষিত বা সম্ভাব্য ক্ষতিকর কনটেন্ট পাঠানো হলে তা স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা হবে। স্প্যাম মেসেজগুলো ডিভাইসের স্টোরে দখল করে। ফলে ফিচারটি ডিভাইসের কার্যক্ষমতাও বৃদ্ধি করবে।
দূষিত ও ক্ষতিকর ডেটা ফিল্টার করতে হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে অ্যালগরিদমের মতো বিভিন্ন টুল ব্যবহার করে। তবে নতুন টুলটি ব্যবহারকারীদের অতিরিক্ত সুরক্ষা দেবে।
প্রতিবেদনে আরও বলা হয়, অপরিচিত নম্বর থেকে প্রচুর পরিমাণে মেসেজ ফিল্টার করার মাধ্যমে হ্যাকিং ও অন্যান্য ক্ষতিকর কনটেন্ট থেকে ডিভাইসকে সুরক্ষিত রাখা যায়।
বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেদের পণ্য বা সেবার প্রচারণার বিভিন্ন কনটেন্ট হোয়াটসঅ্যাপে জমা হয়।। এসব স্প্যাম বার্তার কারণে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। এসব স্প্যাম বার্তার কারণে প্রতারণার শিকারও হন অনেকে। নতুন ফিচারটি চালু হলে হোয়াটসঅ্যাপে স্প্যাম বা ভুয়া বার্তা ঠেকানো আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি অ্যান্ড্রয়েড ফোনে কাস্টম স্টিকার তৈরির সুবিধাও চালু করেছে হোয়াটসঅ্যাপ। ছবি থেকে স্টিকার তৈরির জন্য ‘কাস্টম স্টিকার মেকার’ নামের টুল ব্যবহার করতে হবে। স্মার্টফোনের গ্যালারিতে থাকা যেকোনো ছবির আদলে স্বয়ংক্রিয়ভাবে স্টিকার তৈরি করতে পারবে এই টুল। টুলটি গত বছর চালু করে প্ল্যাটফর্মটি। এত দিন টুলটি শুধু আইফোনে ব্যবহার করা গেলেও এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও ব্যবহার করা যাবে। ফলে এই ধরনের স্টিকার তৈরির জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের প্রয়োজন নেই।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ব্যবহারকারীদের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দেয় হোয়াটসঅ্যাপ। এবার অনাকাঙ্ক্ষিত বার্তা বা স্প্যাম মেসেজ ঠেকাতে নতুন ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে অপরিচিত নম্বর থেকে মেসেজ এলেই তা স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেবে প্ল্যাটফর্মটি।
হোয়াটসঅ্যাপে বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলছে, ফিচারটি ব্যবহারকারীর গোপনীয়তারসুরক্ষা দেবে ও মেসেজিংয়ের ওপর আরও নিয়ন্ত্রণ দেবে। বর্তমানে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪. ১৭.২৪ বেটা সংস্করণে ফিচারটি ব্যবহার করা যাচ্ছে। হোয়াটসঅ্যাপের পরবর্তী আপডেটের সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।
ডাব্লুএবেটাইনফো প্রতিবেদন অনুসারে, ফিচারটি চালু করলে অপরিচিত নম্বর থেকে অনাকাঙ্ক্ষিত বা সম্ভাব্য ক্ষতিকর কনটেন্ট পাঠানো হলে তা স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা হবে। স্প্যাম মেসেজগুলো ডিভাইসের স্টোরে দখল করে। ফলে ফিচারটি ডিভাইসের কার্যক্ষমতাও বৃদ্ধি করবে।
দূষিত ও ক্ষতিকর ডেটা ফিল্টার করতে হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে অ্যালগরিদমের মতো বিভিন্ন টুল ব্যবহার করে। তবে নতুন টুলটি ব্যবহারকারীদের অতিরিক্ত সুরক্ষা দেবে।
প্রতিবেদনে আরও বলা হয়, অপরিচিত নম্বর থেকে প্রচুর পরিমাণে মেসেজ ফিল্টার করার মাধ্যমে হ্যাকিং ও অন্যান্য ক্ষতিকর কনটেন্ট থেকে ডিভাইসকে সুরক্ষিত রাখা যায়।
বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেদের পণ্য বা সেবার প্রচারণার বিভিন্ন কনটেন্ট হোয়াটসঅ্যাপে জমা হয়।। এসব স্প্যাম বার্তার কারণে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। এসব স্প্যাম বার্তার কারণে প্রতারণার শিকারও হন অনেকে। নতুন ফিচারটি চালু হলে হোয়াটসঅ্যাপে স্প্যাম বা ভুয়া বার্তা ঠেকানো আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি অ্যান্ড্রয়েড ফোনে কাস্টম স্টিকার তৈরির সুবিধাও চালু করেছে হোয়াটসঅ্যাপ। ছবি থেকে স্টিকার তৈরির জন্য ‘কাস্টম স্টিকার মেকার’ নামের টুল ব্যবহার করতে হবে। স্মার্টফোনের গ্যালারিতে থাকা যেকোনো ছবির আদলে স্বয়ংক্রিয়ভাবে স্টিকার তৈরি করতে পারবে এই টুল। টুলটি গত বছর চালু করে প্ল্যাটফর্মটি। এত দিন টুলটি শুধু আইফোনে ব্যবহার করা গেলেও এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও ব্যবহার করা যাবে। ফলে এই ধরনের স্টিকার তৈরির জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের প্রয়োজন নেই।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কম্পিউটিং সিস্টেম উন্মোচন করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস। এই প্রযুক্তিটি মার্কিন চিপনির্মাতা এনভিডিয়ার সবচেয়ে উন্নত সিস্টেমকেও টেক্কা দিতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
১৪ মিনিট আগেঅ্যাপটির চুরি হওয়া ছবির মধ্যে ১৩ হাজার সেলফি ও ফটো আইডি রয়েছে, যেগুলো অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য ব্যবহারকারীরা দিয়েছিলেন। এ ছাড়া, পোস্ট, মন্তব্য ও ডাইরেক্ট মেসেজ থেকে সংগৃহীত আরও ৫৯ হাজার ছবি হ্যাকারদের হাতে পড়েছে।
২ ঘণ্টা আগেইউটিউব এখন শুধু বিনোদন নয়; তথ্য, শিক্ষা ও আয়ের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন এখানে হাজার হাজার নতুন ভিডিও প্রকাশিত হচ্ছে। এই প্রতিযোগিতার ভিড়ে একজন কনটেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। আর সেই দৃষ্টি আকর্ষণের প্রথম ধাপ হলো, একটি আকর্ষণীয় ও কার্যকর টাইটেল।
৩ ঘণ্টা আগেচ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
১৯ ঘণ্টা আগে