Ajker Patrika

সিএনজিচালিত বাইক এল ভারতের বাজারে

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ২০: ৩৮
সিএনজিচালিত বাইক এল ভারতের বাজারে

সিএনজিচালিত বাইক আনল বাজাজ। হাইব্রিড এই বাইকটিতে থাকবে দুটি ট্যাংকি—একটিতে পেট্রল, অন্যটিতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)। আজ শুক্রবার ১২৫ সিসির এই বাইক ভারতের বাজারে উন্মুক্ত করেছে বাজাজ।

এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নতুন বাইকটির নাম ‘বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি’। এটি পেট্রলের পাশাপাশি সিএনজিতেও চলবে। দাবি করা হচ্ছে, নতুন এই সংযোজনের ফলে বাইক চালানোর খরচ অনেকাংশে কমে যেতে পারে। 

প্রাথমিকভাবে নতুন বাইকের তিনটি ভ্যারিয়েন্ট ছাড়া হয়েছে বাজারে। এর মধ্যে একটি ৯৫ হাজার রুপিতে বিক্রি হবে (শোরুম প্রাইস)। অন্য দুটি বিক্রি হবে যথাক্রমে ১ লাখ ৫ হাজার ও ১ লাখ ১০ হাজার রুপিতে। ইতিমধ্যে এই বাইকের জন্য ভারতের মহারাষ্ট্র ও গুজরাটে প্রি অর্ডার নেওয়া শুরু হয়েছে। শিগগিরই এটি ভারতের অন্যান্য রাজ্যেও পাওয়া যাবে। 

বাইকটির ৯ দশমিক ৫ হর্সপাওয়ারের ইঞ্জিনের টর্ক হবে ৯ দশমিক ৭ এনএম। দুটি ট্যাংকির একটিতে ২ লিটার পেট্রল রাখা যাবে। অন্যটিতে ২ কেজি পরিমাণ সিএনজি আঁটবে। দুই ট্যাংকির জ্বালানি ব্যবহার করে ৩৩০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেওয়া সম্ভব হবে বলে দাবি করেছে কোম্পানি। চলন্ত অবস্থায়ই গাড়িটির জ্বালানি সরবরাহ লাইন পরিবর্তন করা যাবে। 

বাজাজ আরও দাবি করেছে, সাধারণ পেট্রলচালিত বাইকের তুলনায় নতুন বাইকটি থেকে ২৬ শতাংশ কম কার্বন ডাই–অক্সাইড এবং ৪৩ শতাংশ কম নাইট্রোজেন অক্সাইড নির্গত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত