সিএনজিচালিত বাইক আনল বাজাজ। হাইব্রিড এই বাইকটিতে থাকবে দুটি ট্যাংকি—একটিতে পেট্রল, অন্যটিতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)। আজ শুক্রবার ১২৫ সিসির এই বাইক ভারতের বাজারে উন্মুক্ত করেছে বাজাজ।
এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নতুন বাইকটির নাম ‘বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি’। এটি পেট্রলের পাশাপাশি সিএনজিতেও চলবে। দাবি করা হচ্ছে, নতুন এই সংযোজনের ফলে বাইক চালানোর খরচ অনেকাংশে কমে যেতে পারে।
প্রাথমিকভাবে নতুন বাইকের তিনটি ভ্যারিয়েন্ট ছাড়া হয়েছে বাজারে। এর মধ্যে একটি ৯৫ হাজার রুপিতে বিক্রি হবে (শোরুম প্রাইস)। অন্য দুটি বিক্রি হবে যথাক্রমে ১ লাখ ৫ হাজার ও ১ লাখ ১০ হাজার রুপিতে। ইতিমধ্যে এই বাইকের জন্য ভারতের মহারাষ্ট্র ও গুজরাটে প্রি অর্ডার নেওয়া শুরু হয়েছে। শিগগিরই এটি ভারতের অন্যান্য রাজ্যেও পাওয়া যাবে।
বাইকটির ৯ দশমিক ৫ হর্সপাওয়ারের ইঞ্জিনের টর্ক হবে ৯ দশমিক ৭ এনএম। দুটি ট্যাংকির একটিতে ২ লিটার পেট্রল রাখা যাবে। অন্যটিতে ২ কেজি পরিমাণ সিএনজি আঁটবে। দুই ট্যাংকির জ্বালানি ব্যবহার করে ৩৩০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেওয়া সম্ভব হবে বলে দাবি করেছে কোম্পানি। চলন্ত অবস্থায়ই গাড়িটির জ্বালানি সরবরাহ লাইন পরিবর্তন করা যাবে।
বাজাজ আরও দাবি করেছে, সাধারণ পেট্রলচালিত বাইকের তুলনায় নতুন বাইকটি থেকে ২৬ শতাংশ কম কার্বন ডাই–অক্সাইড এবং ৪৩ শতাংশ কম নাইট্রোজেন অক্সাইড নির্গত হবে।
সিএনজিচালিত বাইক আনল বাজাজ। হাইব্রিড এই বাইকটিতে থাকবে দুটি ট্যাংকি—একটিতে পেট্রল, অন্যটিতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)। আজ শুক্রবার ১২৫ সিসির এই বাইক ভারতের বাজারে উন্মুক্ত করেছে বাজাজ।
এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নতুন বাইকটির নাম ‘বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি’। এটি পেট্রলের পাশাপাশি সিএনজিতেও চলবে। দাবি করা হচ্ছে, নতুন এই সংযোজনের ফলে বাইক চালানোর খরচ অনেকাংশে কমে যেতে পারে।
প্রাথমিকভাবে নতুন বাইকের তিনটি ভ্যারিয়েন্ট ছাড়া হয়েছে বাজারে। এর মধ্যে একটি ৯৫ হাজার রুপিতে বিক্রি হবে (শোরুম প্রাইস)। অন্য দুটি বিক্রি হবে যথাক্রমে ১ লাখ ৫ হাজার ও ১ লাখ ১০ হাজার রুপিতে। ইতিমধ্যে এই বাইকের জন্য ভারতের মহারাষ্ট্র ও গুজরাটে প্রি অর্ডার নেওয়া শুরু হয়েছে। শিগগিরই এটি ভারতের অন্যান্য রাজ্যেও পাওয়া যাবে।
বাইকটির ৯ দশমিক ৫ হর্সপাওয়ারের ইঞ্জিনের টর্ক হবে ৯ দশমিক ৭ এনএম। দুটি ট্যাংকির একটিতে ২ লিটার পেট্রল রাখা যাবে। অন্যটিতে ২ কেজি পরিমাণ সিএনজি আঁটবে। দুই ট্যাংকির জ্বালানি ব্যবহার করে ৩৩০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেওয়া সম্ভব হবে বলে দাবি করেছে কোম্পানি। চলন্ত অবস্থায়ই গাড়িটির জ্বালানি সরবরাহ লাইন পরিবর্তন করা যাবে।
বাজাজ আরও দাবি করেছে, সাধারণ পেট্রলচালিত বাইকের তুলনায় নতুন বাইকটি থেকে ২৬ শতাংশ কম কার্বন ডাই–অক্সাইড এবং ৪৩ শতাংশ কম নাইট্রোজেন অক্সাইড নির্গত হবে।
বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
২ ঘণ্টা আগেঅ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
১ দিন আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৪ দিন আগে