টি এইচ মাহির
বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। প্রতিবছর এর নতুন সংস্করণ বাজারে আনা হয়। এ বছর বাজারে আসবে অ্যান্ড্রয়েড ১৫। নতুন এই সংস্করণের নাম ‘ভ্যানিলা আইসক্রিম’। অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষ ১১ এপ্রিল এর প্রথম বেটা সংস্করণ বাজারে ছাড়ে। আর ১৮ জুলাই বাজারে আসে এর চতুর্থ বেটা সংস্করণ। যেকোনো দিন অ্যান্ড্রয়েড ১৫ ‘ফাইনাল রিলিজের’ ঘোষণা আসবে। কী কী সুবিধা থাকছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণে?
স্যাটেলাইট নেটওয়ার্ক
অ্যান্ড্রয়েড ১৫-তে চালু হতে পারে স্যাটেলাইট নেটওয়ার্ক। এর ফলে মোবাইল নেটওয়ার্ক কিংবা ওয়াই-ফাই সংযোগ ছাড়াই বার্তা আদান-প্রদান করা যাবে। মূলত এখানে বার্তা প্রেরণের কাজটি করবে স্যাটেলাইট সংযোগ। তাই নতুন সংস্করণে এসএমএস অ্যাপের মাধ্যমে বার্তা পাঠানো যাবে। গুগলের পিক্সেল নাইনে সবার আগে আসতে পারে এই ফিচার।
নির্দিষ্ট স্ক্রিন শেয়ারিং
স্মার্টফোনে স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিন শেয়ারিংয়ের ক্ষেত্রে আংশিক স্ক্রিন রেকর্ড কিংবা শেয়ারিং করার ফিচার আসবে অ্যান্ড্রয়েড ১৫-তে। অনলাইন মিটিংয়ে স্ক্রিন শেয়ার করার সময় চাইলে পপআপে আসা ব্যক্তিগত মেসেজ কিংবা নোটিফিকেশন চাইলে লুকানো যাবে। স্ক্রিন শেয়ারিংয়ের সময় লগইন ওটিপি এবং পাসওয়ার্ড শেয়ার বন্ধ করা যাবে।
প্রাইভেট স্পেস
অ্যান্ড্রয়েডের নতুন এ সংস্করণে প্রাইভেট স্পেস নামে একটি অপশন যুক্ত হবে স্মার্টফোনে। যেখানে সংবেদনশীল অ্যাপ, যেমন ব্যাংকিং অ্যাপ, স্বাস্থ্য তথ্যের অ্যাপ ইত্যাদি রাখা যাবে। মোবাইল ফোনের বাকি অ্যাপগুলো থেকে পাসওয়ার্ড বা প্যাটার্ন লকের মাধ্যমে আলাদাভাবে এখানে সুরক্ষিত রাখা যাবে ওই অ্যাপগুলো। লক থাকা অবস্থায় অ্যাপগুলোর নোটিফিকেশন, মেসেজ দেখা যাবে না।
অডিও শেয়ারিং
অডিও শেয়ারিং নামে নতুন একটি ফিচার যুক্ত হতে পারে অ্যান্ড্রয়েড ১৫-তে। এই ফিচারের মাধ্যমে মোবাইল ফোনের অডিও শেয়ার করা যাবে ব্লুটুথের মাধ্যমে। ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকা ইয়ারবাড বা মোবাইল ফোনে অডিও শেয়ারিং করা যাবে। কিউআর কোড দিয়েও শেয়ার করা যাবে এটি।
অ্যাপ আর্কাইভ
অব্যবহৃত অ্যাপগুলো ডিলিট না করে আর্কাইভ করে রাখা যাবে অ্যান্ড্রয়েড ১৫-তে। হ্যান্ড সেটে থাকা দীর্ঘদিনের অব্যবহৃত অ্যাপ ডিলিট না করে আর্কাইভ করে রাখা যাবে এ ফিচারের মাধ্যমে। এগুলো ভবিষ্যতে আবারও ব্যবহার করা যাবে।
থিফ প্রোটেকশন
ফোন চুরি ঠেকাতে আরও সুরক্ষিত ফিচার থাকবে অ্যান্ড্রয়েড ১৫-তে। কেউ মোবাইল ফোন চুরি করলে বা কেড়ে নিলে স্বয়ংক্রিয়ভাবে লক চালু হবে। চুরি বা ছিনিয়ে নেওয়া হয়েছে সংকেত পেলে স্বয়ংক্রিয়ভাবে লক চালু হবে মোবাইল ফোনে। আবার দূর থেকেও লক করা যাবে মোবাইল ফোন।
বড় পর্দার মাল্টি টাস্কিং
অ্যান্ড্রয়েড ১৫ দিয়ে ট্যাব, প্যাড বা ভাঁজ করা যায় এমন মোবাইল ফোনগুলোতে মাল্টি টাস্কিং করা যাবে আরও সহজে। একসঙ্গে একাধিক অ্যাপ পেয়ার করে সেভ করে রাখা যাবে পরবর্তী সময়ে কাজের জন্য। আবার টাস্কবারে পিন করেও রাখা যাবে উইন্ডোজের মতো।
এসব ফিচার ছাড়াও আরও কিছু ছোটখাটো ফিচার যুক্ত হবে নতুন অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে। যেমন ফোনের অডিও সামঞ্জস্য রাখতে সিটিএ ২০৭৫ সমর্থিত লাউডনেস কন্ট্রোল। আবার পিডিএফ ব্যবস্থা আরও উন্নত করা হবে এতে। এর মাধ্যমে ব্যাটারির ব্যবহার সম্পর্কে আরও বিশদ তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা।
তথ্যসূত্র: ডেভেলপার ডট অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড অথরিটি ডট কম
বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। প্রতিবছর এর নতুন সংস্করণ বাজারে আনা হয়। এ বছর বাজারে আসবে অ্যান্ড্রয়েড ১৫। নতুন এই সংস্করণের নাম ‘ভ্যানিলা আইসক্রিম’। অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষ ১১ এপ্রিল এর প্রথম বেটা সংস্করণ বাজারে ছাড়ে। আর ১৮ জুলাই বাজারে আসে এর চতুর্থ বেটা সংস্করণ। যেকোনো দিন অ্যান্ড্রয়েড ১৫ ‘ফাইনাল রিলিজের’ ঘোষণা আসবে। কী কী সুবিধা থাকছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণে?
স্যাটেলাইট নেটওয়ার্ক
অ্যান্ড্রয়েড ১৫-তে চালু হতে পারে স্যাটেলাইট নেটওয়ার্ক। এর ফলে মোবাইল নেটওয়ার্ক কিংবা ওয়াই-ফাই সংযোগ ছাড়াই বার্তা আদান-প্রদান করা যাবে। মূলত এখানে বার্তা প্রেরণের কাজটি করবে স্যাটেলাইট সংযোগ। তাই নতুন সংস্করণে এসএমএস অ্যাপের মাধ্যমে বার্তা পাঠানো যাবে। গুগলের পিক্সেল নাইনে সবার আগে আসতে পারে এই ফিচার।
নির্দিষ্ট স্ক্রিন শেয়ারিং
স্মার্টফোনে স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিন শেয়ারিংয়ের ক্ষেত্রে আংশিক স্ক্রিন রেকর্ড কিংবা শেয়ারিং করার ফিচার আসবে অ্যান্ড্রয়েড ১৫-তে। অনলাইন মিটিংয়ে স্ক্রিন শেয়ার করার সময় চাইলে পপআপে আসা ব্যক্তিগত মেসেজ কিংবা নোটিফিকেশন চাইলে লুকানো যাবে। স্ক্রিন শেয়ারিংয়ের সময় লগইন ওটিপি এবং পাসওয়ার্ড শেয়ার বন্ধ করা যাবে।
প্রাইভেট স্পেস
অ্যান্ড্রয়েডের নতুন এ সংস্করণে প্রাইভেট স্পেস নামে একটি অপশন যুক্ত হবে স্মার্টফোনে। যেখানে সংবেদনশীল অ্যাপ, যেমন ব্যাংকিং অ্যাপ, স্বাস্থ্য তথ্যের অ্যাপ ইত্যাদি রাখা যাবে। মোবাইল ফোনের বাকি অ্যাপগুলো থেকে পাসওয়ার্ড বা প্যাটার্ন লকের মাধ্যমে আলাদাভাবে এখানে সুরক্ষিত রাখা যাবে ওই অ্যাপগুলো। লক থাকা অবস্থায় অ্যাপগুলোর নোটিফিকেশন, মেসেজ দেখা যাবে না।
অডিও শেয়ারিং
অডিও শেয়ারিং নামে নতুন একটি ফিচার যুক্ত হতে পারে অ্যান্ড্রয়েড ১৫-তে। এই ফিচারের মাধ্যমে মোবাইল ফোনের অডিও শেয়ার করা যাবে ব্লুটুথের মাধ্যমে। ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকা ইয়ারবাড বা মোবাইল ফোনে অডিও শেয়ারিং করা যাবে। কিউআর কোড দিয়েও শেয়ার করা যাবে এটি।
অ্যাপ আর্কাইভ
অব্যবহৃত অ্যাপগুলো ডিলিট না করে আর্কাইভ করে রাখা যাবে অ্যান্ড্রয়েড ১৫-তে। হ্যান্ড সেটে থাকা দীর্ঘদিনের অব্যবহৃত অ্যাপ ডিলিট না করে আর্কাইভ করে রাখা যাবে এ ফিচারের মাধ্যমে। এগুলো ভবিষ্যতে আবারও ব্যবহার করা যাবে।
থিফ প্রোটেকশন
ফোন চুরি ঠেকাতে আরও সুরক্ষিত ফিচার থাকবে অ্যান্ড্রয়েড ১৫-তে। কেউ মোবাইল ফোন চুরি করলে বা কেড়ে নিলে স্বয়ংক্রিয়ভাবে লক চালু হবে। চুরি বা ছিনিয়ে নেওয়া হয়েছে সংকেত পেলে স্বয়ংক্রিয়ভাবে লক চালু হবে মোবাইল ফোনে। আবার দূর থেকেও লক করা যাবে মোবাইল ফোন।
বড় পর্দার মাল্টি টাস্কিং
অ্যান্ড্রয়েড ১৫ দিয়ে ট্যাব, প্যাড বা ভাঁজ করা যায় এমন মোবাইল ফোনগুলোতে মাল্টি টাস্কিং করা যাবে আরও সহজে। একসঙ্গে একাধিক অ্যাপ পেয়ার করে সেভ করে রাখা যাবে পরবর্তী সময়ে কাজের জন্য। আবার টাস্কবারে পিন করেও রাখা যাবে উইন্ডোজের মতো।
এসব ফিচার ছাড়াও আরও কিছু ছোটখাটো ফিচার যুক্ত হবে নতুন অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে। যেমন ফোনের অডিও সামঞ্জস্য রাখতে সিটিএ ২০৭৫ সমর্থিত লাউডনেস কন্ট্রোল। আবার পিডিএফ ব্যবস্থা আরও উন্নত করা হবে এতে। এর মাধ্যমে ব্যাটারির ব্যবহার সম্পর্কে আরও বিশদ তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা।
তথ্যসূত্র: ডেভেলপার ডট অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড অথরিটি ডট কম
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১০ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১১ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১১ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
১৪ ঘণ্টা আগে