টি এইচ মাহির
বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। প্রতিবছর এর নতুন সংস্করণ বাজারে আনা হয়। এ বছর বাজারে আসবে অ্যান্ড্রয়েড ১৫। নতুন এই সংস্করণের নাম ‘ভ্যানিলা আইসক্রিম’। অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষ ১১ এপ্রিল এর প্রথম বেটা সংস্করণ বাজারে ছাড়ে। আর ১৮ জুলাই বাজারে আসে এর চতুর্থ বেটা সংস্করণ। যেকোনো দিন অ্যান্ড্রয়েড ১৫ ‘ফাইনাল রিলিজের’ ঘোষণা আসবে। কী কী সুবিধা থাকছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণে?
স্যাটেলাইট নেটওয়ার্ক
অ্যান্ড্রয়েড ১৫-তে চালু হতে পারে স্যাটেলাইট নেটওয়ার্ক। এর ফলে মোবাইল নেটওয়ার্ক কিংবা ওয়াই-ফাই সংযোগ ছাড়াই বার্তা আদান-প্রদান করা যাবে। মূলত এখানে বার্তা প্রেরণের কাজটি করবে স্যাটেলাইট সংযোগ। তাই নতুন সংস্করণে এসএমএস অ্যাপের মাধ্যমে বার্তা পাঠানো যাবে। গুগলের পিক্সেল নাইনে সবার আগে আসতে পারে এই ফিচার।
নির্দিষ্ট স্ক্রিন শেয়ারিং
স্মার্টফোনে স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিন শেয়ারিংয়ের ক্ষেত্রে আংশিক স্ক্রিন রেকর্ড কিংবা শেয়ারিং করার ফিচার আসবে অ্যান্ড্রয়েড ১৫-তে। অনলাইন মিটিংয়ে স্ক্রিন শেয়ার করার সময় চাইলে পপআপে আসা ব্যক্তিগত মেসেজ কিংবা নোটিফিকেশন চাইলে লুকানো যাবে। স্ক্রিন শেয়ারিংয়ের সময় লগইন ওটিপি এবং পাসওয়ার্ড শেয়ার বন্ধ করা যাবে।
প্রাইভেট স্পেস
অ্যান্ড্রয়েডের নতুন এ সংস্করণে প্রাইভেট স্পেস নামে একটি অপশন যুক্ত হবে স্মার্টফোনে। যেখানে সংবেদনশীল অ্যাপ, যেমন ব্যাংকিং অ্যাপ, স্বাস্থ্য তথ্যের অ্যাপ ইত্যাদি রাখা যাবে। মোবাইল ফোনের বাকি অ্যাপগুলো থেকে পাসওয়ার্ড বা প্যাটার্ন লকের মাধ্যমে আলাদাভাবে এখানে সুরক্ষিত রাখা যাবে ওই অ্যাপগুলো। লক থাকা অবস্থায় অ্যাপগুলোর নোটিফিকেশন, মেসেজ দেখা যাবে না।
অডিও শেয়ারিং
অডিও শেয়ারিং নামে নতুন একটি ফিচার যুক্ত হতে পারে অ্যান্ড্রয়েড ১৫-তে। এই ফিচারের মাধ্যমে মোবাইল ফোনের অডিও শেয়ার করা যাবে ব্লুটুথের মাধ্যমে। ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকা ইয়ারবাড বা মোবাইল ফোনে অডিও শেয়ারিং করা যাবে। কিউআর কোড দিয়েও শেয়ার করা যাবে এটি।
অ্যাপ আর্কাইভ
অব্যবহৃত অ্যাপগুলো ডিলিট না করে আর্কাইভ করে রাখা যাবে অ্যান্ড্রয়েড ১৫-তে। হ্যান্ড সেটে থাকা দীর্ঘদিনের অব্যবহৃত অ্যাপ ডিলিট না করে আর্কাইভ করে রাখা যাবে এ ফিচারের মাধ্যমে। এগুলো ভবিষ্যতে আবারও ব্যবহার করা যাবে।
থিফ প্রোটেকশন
ফোন চুরি ঠেকাতে আরও সুরক্ষিত ফিচার থাকবে অ্যান্ড্রয়েড ১৫-তে। কেউ মোবাইল ফোন চুরি করলে বা কেড়ে নিলে স্বয়ংক্রিয়ভাবে লক চালু হবে। চুরি বা ছিনিয়ে নেওয়া হয়েছে সংকেত পেলে স্বয়ংক্রিয়ভাবে লক চালু হবে মোবাইল ফোনে। আবার দূর থেকেও লক করা যাবে মোবাইল ফোন।
বড় পর্দার মাল্টি টাস্কিং
অ্যান্ড্রয়েড ১৫ দিয়ে ট্যাব, প্যাড বা ভাঁজ করা যায় এমন মোবাইল ফোনগুলোতে মাল্টি টাস্কিং করা যাবে আরও সহজে। একসঙ্গে একাধিক অ্যাপ পেয়ার করে সেভ করে রাখা যাবে পরবর্তী সময়ে কাজের জন্য। আবার টাস্কবারে পিন করেও রাখা যাবে উইন্ডোজের মতো।
এসব ফিচার ছাড়াও আরও কিছু ছোটখাটো ফিচার যুক্ত হবে নতুন অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে। যেমন ফোনের অডিও সামঞ্জস্য রাখতে সিটিএ ২০৭৫ সমর্থিত লাউডনেস কন্ট্রোল। আবার পিডিএফ ব্যবস্থা আরও উন্নত করা হবে এতে। এর মাধ্যমে ব্যাটারির ব্যবহার সম্পর্কে আরও বিশদ তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা।
তথ্যসূত্র: ডেভেলপার ডট অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড অথরিটি ডট কম
বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। প্রতিবছর এর নতুন সংস্করণ বাজারে আনা হয়। এ বছর বাজারে আসবে অ্যান্ড্রয়েড ১৫। নতুন এই সংস্করণের নাম ‘ভ্যানিলা আইসক্রিম’। অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষ ১১ এপ্রিল এর প্রথম বেটা সংস্করণ বাজারে ছাড়ে। আর ১৮ জুলাই বাজারে আসে এর চতুর্থ বেটা সংস্করণ। যেকোনো দিন অ্যান্ড্রয়েড ১৫ ‘ফাইনাল রিলিজের’ ঘোষণা আসবে। কী কী সুবিধা থাকছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণে?
স্যাটেলাইট নেটওয়ার্ক
অ্যান্ড্রয়েড ১৫-তে চালু হতে পারে স্যাটেলাইট নেটওয়ার্ক। এর ফলে মোবাইল নেটওয়ার্ক কিংবা ওয়াই-ফাই সংযোগ ছাড়াই বার্তা আদান-প্রদান করা যাবে। মূলত এখানে বার্তা প্রেরণের কাজটি করবে স্যাটেলাইট সংযোগ। তাই নতুন সংস্করণে এসএমএস অ্যাপের মাধ্যমে বার্তা পাঠানো যাবে। গুগলের পিক্সেল নাইনে সবার আগে আসতে পারে এই ফিচার।
নির্দিষ্ট স্ক্রিন শেয়ারিং
স্মার্টফোনে স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিন শেয়ারিংয়ের ক্ষেত্রে আংশিক স্ক্রিন রেকর্ড কিংবা শেয়ারিং করার ফিচার আসবে অ্যান্ড্রয়েড ১৫-তে। অনলাইন মিটিংয়ে স্ক্রিন শেয়ার করার সময় চাইলে পপআপে আসা ব্যক্তিগত মেসেজ কিংবা নোটিফিকেশন চাইলে লুকানো যাবে। স্ক্রিন শেয়ারিংয়ের সময় লগইন ওটিপি এবং পাসওয়ার্ড শেয়ার বন্ধ করা যাবে।
প্রাইভেট স্পেস
অ্যান্ড্রয়েডের নতুন এ সংস্করণে প্রাইভেট স্পেস নামে একটি অপশন যুক্ত হবে স্মার্টফোনে। যেখানে সংবেদনশীল অ্যাপ, যেমন ব্যাংকিং অ্যাপ, স্বাস্থ্য তথ্যের অ্যাপ ইত্যাদি রাখা যাবে। মোবাইল ফোনের বাকি অ্যাপগুলো থেকে পাসওয়ার্ড বা প্যাটার্ন লকের মাধ্যমে আলাদাভাবে এখানে সুরক্ষিত রাখা যাবে ওই অ্যাপগুলো। লক থাকা অবস্থায় অ্যাপগুলোর নোটিফিকেশন, মেসেজ দেখা যাবে না।
অডিও শেয়ারিং
অডিও শেয়ারিং নামে নতুন একটি ফিচার যুক্ত হতে পারে অ্যান্ড্রয়েড ১৫-তে। এই ফিচারের মাধ্যমে মোবাইল ফোনের অডিও শেয়ার করা যাবে ব্লুটুথের মাধ্যমে। ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকা ইয়ারবাড বা মোবাইল ফোনে অডিও শেয়ারিং করা যাবে। কিউআর কোড দিয়েও শেয়ার করা যাবে এটি।
অ্যাপ আর্কাইভ
অব্যবহৃত অ্যাপগুলো ডিলিট না করে আর্কাইভ করে রাখা যাবে অ্যান্ড্রয়েড ১৫-তে। হ্যান্ড সেটে থাকা দীর্ঘদিনের অব্যবহৃত অ্যাপ ডিলিট না করে আর্কাইভ করে রাখা যাবে এ ফিচারের মাধ্যমে। এগুলো ভবিষ্যতে আবারও ব্যবহার করা যাবে।
থিফ প্রোটেকশন
ফোন চুরি ঠেকাতে আরও সুরক্ষিত ফিচার থাকবে অ্যান্ড্রয়েড ১৫-তে। কেউ মোবাইল ফোন চুরি করলে বা কেড়ে নিলে স্বয়ংক্রিয়ভাবে লক চালু হবে। চুরি বা ছিনিয়ে নেওয়া হয়েছে সংকেত পেলে স্বয়ংক্রিয়ভাবে লক চালু হবে মোবাইল ফোনে। আবার দূর থেকেও লক করা যাবে মোবাইল ফোন।
বড় পর্দার মাল্টি টাস্কিং
অ্যান্ড্রয়েড ১৫ দিয়ে ট্যাব, প্যাড বা ভাঁজ করা যায় এমন মোবাইল ফোনগুলোতে মাল্টি টাস্কিং করা যাবে আরও সহজে। একসঙ্গে একাধিক অ্যাপ পেয়ার করে সেভ করে রাখা যাবে পরবর্তী সময়ে কাজের জন্য। আবার টাস্কবারে পিন করেও রাখা যাবে উইন্ডোজের মতো।
এসব ফিচার ছাড়াও আরও কিছু ছোটখাটো ফিচার যুক্ত হবে নতুন অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে। যেমন ফোনের অডিও সামঞ্জস্য রাখতে সিটিএ ২০৭৫ সমর্থিত লাউডনেস কন্ট্রোল। আবার পিডিএফ ব্যবস্থা আরও উন্নত করা হবে এতে। এর মাধ্যমে ব্যাটারির ব্যবহার সম্পর্কে আরও বিশদ তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা।
তথ্যসূত্র: ডেভেলপার ডট অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড অথরিটি ডট কম
আগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৪৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
২ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।
৪ ঘণ্টা আগেঅ্যাপলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে মঙ্গলবার রাতে। নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল আলোচিত, নতুন প্রজন্মের ও এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন—আইফোন ১৭ এয়ার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দপ্তরে
৪ ঘণ্টা আগে