Ajker Patrika

আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য চালু হলো এপিক গেমস স্টোর 

অনলাইন ডেস্ক
Thumbnail image

ইউরোপীয় ইউনিয়নে আইওএস ডিভাইসের জন্য নিজস্ব গেম স্টোর চালু করছে ফোর্টনাইটের নির্মাতা এপিক গেমস। একই সঙ্গে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য বিশ্বজুড়ে এপিক গেমস স্টোর চালু করা হবে। গত শুক্রবার এক ঘোষণার মাধ্যমে এসব তথ্য জানিয়েছে কোম্পানিটি। 

জনপ্রিয় গেম ফোর্টনাইট, রকেট লিগ সাইডসওয়াইপ ও ফল গাইস নিয়ে অ্যাপ স্টোরটি চালু হচ্ছে। কোম্পানিটি বলছে, ভবিষ্যতে এপিক গেম স্টোরে নিজেদের গেমগুলো রাখতে ডেভেলপারদের সঙ্গে কাজ করছে। 

গতকাল কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এপিক গেমস নিজেদের গেমগুলো ‘এএলটিস্টোর পাল’ নামের স্বাধীন মোবাইল স্টোরেও রাখবে। গেমগুলো বিনা মূল্যে খেলা যাবে। ভবিষ্যতে তাদের গেমগুলো ইউরোপীয় ইউনিয়নে অ্যাপটোয়েড আইওএস স্টোর এবং অ্যান্ড্রয়েডে ওয়ান স্টোরে নিয়ে আসার পরিকল্পনা করেছে কোম্পানিটি। ফোর্টনাইটের মতো নিজস্ব গেমের পাশাপাশি স্টোরটিতে অন্যান্য ডেভেলপারের গেমগুলো ডাউনলোড করার সুযোগ থাকবে। 

অ্যাপলের অ্যাপ স্টোর থেকে গেমটি সরিয়ে ফেলার চার বছর পরে আইওএসে ফোর্টনাইট চালু হবে। ২০২০ সাল থেকে এপিক ও অ্যাপলের মধ্যে আইনি লড়াই শুরু হয়। সে সময় মামলার অভিযোগে এপিক বলে, অ্যাপ স্টোরের মাধ্যমে অ্যাপ ইনস্টলে বাধ্য করে গ্রাহকের ও ইন অ্যাপ পারচেজের ক্ষেত্রে ডেভেলপারদের ওপর ৩০ শতাংশ ফি আরোপ করে কোম্পানিটি অ্যান্টিট্রাস্ট আইনের লঙ্ঘন করে। 

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের অধীনে অ্যাপল ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্ট বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। তাই গুগল ও অ্যাপলের অপারেটিং সিস্টেমে থার্ড পার্টি অ্যাপ স্টোর হিসেবে এপিক গেমস চালানোর অনুমতি দিয়েছে কোম্পানি দুটি। স্মার্টফোনের অ্যাপ স্টোর কেন্দ্রিক অ্যাপল ও গুগলের আধিপত্যের বিপরীতে এটি এপিকের জন্য বড় বিজয়। 

এপিক গেমসের সিইও টিম সুইনি এক বিবৃতিতে বলেছেন, ‘মোবাইল ইকোসিস্টেম অবশেষে প্রতিযোগিতার জন্য উন্মুক্ত হচ্ছে। এপিক গেম স্টোর চালু এবং ইউরোপীয় ইউনিয়নে আইওএস ব্যবহারকারীদের কাছে আমাদের গেমগুলো পৌঁছানো সম্ভব করার জন্য ইউরোপীয় কমিশনের কাছে কৃতজ্ঞ আমরা। এখন ইউরোপের  আইওএস ব্যবহারকারী ও সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আমাদের স্টোর এবং গেমগুলোর অ্যাকসেস পাবে। এখনো লড়াই শেষ হয়নি। তবে এই প্রতিযোগিতা ও বাছাইয়ের সুযোগের মাধ্যমে ডেভেলপার ও গ্রাহকেরা উপকৃত হবে।’ 

আইওএস ও অ্যান্ড্রয়েড এপিক গেমস স্টোরটি ইনস্টল করার প্রক্রিয়া দেখানোর জন্য একটি নির্দেশনামূলক ভিডিও প্রকাশ করেছে কোম্পানিটি।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত