অনলাইন ডেস্ক
স্মার্টফোনে থাকা গুরুত্বপূর্ণ নম্বর ভুলক্রমে ডিলিট হয়ে যেতে পারে। ফলে কল করার সময় সেই নম্বরগুলো আর কনটাক্ট তালিকায় খুঁজে পাওয়া যায় না। এসব ক্ষেত্রে বিরক্ত হয়ে যান অনেকেই। তবে ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর খুব অল্প সময়ের মধ্যেই খুঁজে পাওয়া যায়। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে।
অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে গুগল অ্যাকাউন্ট যুক্ত থাকলে সহজেই নম্বরগুলো ফিরে পাওয়া যায়। গুগল অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে নম্বরগুলো আপলোড হয়ে যায়। ফলে ডিভাইস পরিবর্তন করলেও যেমন নম্বরগুলো ফিরে পাওয়া যায়, তেমনি ডিলিট করা নম্বরও ৩০ দিনের মধ্যে ফেরত পাওয়া সম্ভব।
ডিলিট হয়ে যাওয়া নম্বরগুলো ফিরে পাওয়া যায় কয়েকটি উপায়ে। নিজের সুবিধা অনুযায়ী যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে নম্বরগুলো ফিরে পাবেন।
পদ্ধতি ১: গুগল কনটাক্ট অ্যাপের মাধ্যমে
১. অ্যান্ড্রয়েড ফোনে গুগল কন্টাক্ট অ্যাপ চালু করুন। অ্যাপটি না থাকলে ইনস্টল করুন এবং নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে এতে লগ ইন করুন।
২. ডান পাশের নিচের কোনায় থাকা অর্গানাইজড ট্যাবে ট্যাপ করুন।
৩. এর ট্র্যাশ আইকোনে ট্যাপ করুন।
৪. যে নম্বরগুলো ৩০ দিনের মধ্যে ডিলিট করেছেন সেগুলো দেখা যাবে। কবে এবং কোন ডিভাইস থেকে নম্বরগুলো ডিলিট করা হয়েছে তা নম্বরগুলোর পাশে দেখা যাবে।
৫. নম্বরগুলোর ওপর চেপে ধরে রাখুন। তাহলে ওপরে ডান পাশের কোনায় একটি তিন ডট মেনু দেখা যাবে। মেনু থেকে ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন।
এর মাধ্যমে ডিলিট করা নম্বরগুলো আবার কন্টাক্ট তালিকায় দেখা যাবে।
পদ্ধতি ২: আনডু ফিচার ব্যবহার করে
১. অ্যান্ড্রয়েড ফোনে গুগল কন্টাক্ট অ্যাপ চালু করুন।
২. ডান পাশের ওপরের কোনায় প্রোফাইল আইকোনে ট্যাপ করুন।
৩. কন্টাক্ট সেটিংসে ট্যাপ করুন।
৪. তালিকার নিচের দিকে থাকা ‘আনডু চেঞ্জেস’ বাটনে ট্যাপ করুন।
৫. যদি আপনি একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, তাহলে কোন অ্যাকাউন্টে নম্বরটি রিস্টোর করবেন তা নির্বাচন করুন।
৬. রিস্টোর বা নম্বর ফিরিয়ে আনার সময়সীমা নির্ধারণ করুন (১০ মিনিট, ১ ঘণ্টা, ১ সপ্তাহ, এভাবে ৩০ দিন পর্যন্ত নির্ধারণ করা যাবে)।
৭. এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন।
পদ্ধতি ৩: ফোনের সেটিংস অ্যাপ ব্যবহার করে
এই পদ্ধতি ব্যবহার করার জন্য ইন্টারনেটের সংযোগ লাগবে।
১. ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে স্ক্রল করুন এবং গুগল অ্যাপ নির্বাচন করুন।
৩. বাঁ পাশের ওপরে ‘অল সার্ভিসেস’ ট্যাবে ট্যাপ করুন।
৪. এরপর ‘ব্যাকআপ অ্যান্ড রিস্টোর’ বা ‘সেটআপ অ্যান্ড রিস্টোর’ বাটনে ট্যাপ করুন।
৫. কোন নম্বরগুলো ফিরে পেতে চান তা নির্বাচন করুন।
৬. কোনো জায়গায় নম্বরগুলো রাখতে চান তা নির্বাচন করুন।
পদ্ধতি ৪: গুগল কন্টাক্টের ওয়েব সংস্করণের মাধ্যমে
১. ব্রাউজার থেকে গুগল কন্টাক্ট ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের জিমেইল দিয়ে লগ ইন করুন।
৩. সাইডবার থেকে ‘বিন’ বাটনে ক্লিক করুন।
৪. অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন ও চেক মার্ক অপশনে টিক দিন।
৫. ডান পাশের ওপরের দিকে থাকা ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন। এর মাধ্যমে মুছে ফেলা সব কন্টাক্ট নম্বর ফোনে ফিরে আসবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
স্মার্টফোনে থাকা গুরুত্বপূর্ণ নম্বর ভুলক্রমে ডিলিট হয়ে যেতে পারে। ফলে কল করার সময় সেই নম্বরগুলো আর কনটাক্ট তালিকায় খুঁজে পাওয়া যায় না। এসব ক্ষেত্রে বিরক্ত হয়ে যান অনেকেই। তবে ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর খুব অল্প সময়ের মধ্যেই খুঁজে পাওয়া যায়। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে।
অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে গুগল অ্যাকাউন্ট যুক্ত থাকলে সহজেই নম্বরগুলো ফিরে পাওয়া যায়। গুগল অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে নম্বরগুলো আপলোড হয়ে যায়। ফলে ডিভাইস পরিবর্তন করলেও যেমন নম্বরগুলো ফিরে পাওয়া যায়, তেমনি ডিলিট করা নম্বরও ৩০ দিনের মধ্যে ফেরত পাওয়া সম্ভব।
ডিলিট হয়ে যাওয়া নম্বরগুলো ফিরে পাওয়া যায় কয়েকটি উপায়ে। নিজের সুবিধা অনুযায়ী যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে নম্বরগুলো ফিরে পাবেন।
পদ্ধতি ১: গুগল কনটাক্ট অ্যাপের মাধ্যমে
১. অ্যান্ড্রয়েড ফোনে গুগল কন্টাক্ট অ্যাপ চালু করুন। অ্যাপটি না থাকলে ইনস্টল করুন এবং নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে এতে লগ ইন করুন।
২. ডান পাশের নিচের কোনায় থাকা অর্গানাইজড ট্যাবে ট্যাপ করুন।
৩. এর ট্র্যাশ আইকোনে ট্যাপ করুন।
৪. যে নম্বরগুলো ৩০ দিনের মধ্যে ডিলিট করেছেন সেগুলো দেখা যাবে। কবে এবং কোন ডিভাইস থেকে নম্বরগুলো ডিলিট করা হয়েছে তা নম্বরগুলোর পাশে দেখা যাবে।
৫. নম্বরগুলোর ওপর চেপে ধরে রাখুন। তাহলে ওপরে ডান পাশের কোনায় একটি তিন ডট মেনু দেখা যাবে। মেনু থেকে ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন।
এর মাধ্যমে ডিলিট করা নম্বরগুলো আবার কন্টাক্ট তালিকায় দেখা যাবে।
পদ্ধতি ২: আনডু ফিচার ব্যবহার করে
১. অ্যান্ড্রয়েড ফোনে গুগল কন্টাক্ট অ্যাপ চালু করুন।
২. ডান পাশের ওপরের কোনায় প্রোফাইল আইকোনে ট্যাপ করুন।
৩. কন্টাক্ট সেটিংসে ট্যাপ করুন।
৪. তালিকার নিচের দিকে থাকা ‘আনডু চেঞ্জেস’ বাটনে ট্যাপ করুন।
৫. যদি আপনি একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, তাহলে কোন অ্যাকাউন্টে নম্বরটি রিস্টোর করবেন তা নির্বাচন করুন।
৬. রিস্টোর বা নম্বর ফিরিয়ে আনার সময়সীমা নির্ধারণ করুন (১০ মিনিট, ১ ঘণ্টা, ১ সপ্তাহ, এভাবে ৩০ দিন পর্যন্ত নির্ধারণ করা যাবে)।
৭. এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন।
পদ্ধতি ৩: ফোনের সেটিংস অ্যাপ ব্যবহার করে
এই পদ্ধতি ব্যবহার করার জন্য ইন্টারনেটের সংযোগ লাগবে।
১. ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে স্ক্রল করুন এবং গুগল অ্যাপ নির্বাচন করুন।
৩. বাঁ পাশের ওপরে ‘অল সার্ভিসেস’ ট্যাবে ট্যাপ করুন।
৪. এরপর ‘ব্যাকআপ অ্যান্ড রিস্টোর’ বা ‘সেটআপ অ্যান্ড রিস্টোর’ বাটনে ট্যাপ করুন।
৫. কোন নম্বরগুলো ফিরে পেতে চান তা নির্বাচন করুন।
৬. কোনো জায়গায় নম্বরগুলো রাখতে চান তা নির্বাচন করুন।
পদ্ধতি ৪: গুগল কন্টাক্টের ওয়েব সংস্করণের মাধ্যমে
১. ব্রাউজার থেকে গুগল কন্টাক্ট ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের জিমেইল দিয়ে লগ ইন করুন।
৩. সাইডবার থেকে ‘বিন’ বাটনে ক্লিক করুন।
৪. অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন ও চেক মার্ক অপশনে টিক দিন।
৫. ডান পাশের ওপরের দিকে থাকা ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন। এর মাধ্যমে মুছে ফেলা সব কন্টাক্ট নম্বর ফোনে ফিরে আসবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১০ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১১ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১১ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
১৪ ঘণ্টা আগে