পডকাস্ট তৈরি করে দেবে গুগলের জেমিনি
কোড থেকে শুরু করে ছবি ও ভিডিও তৈরি বিভিন্ন কাজ সহজেই করে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার অডিও ওভারভিউ তৈরি করার সুবিধা পাওয়া যাবে গুগলের এআইভিত্তিক জেমিনি অ্যাপে। অর্থাৎ, জেমিনির মাধ্যমে তৈরি করা প্রতিবেদনগুলোকে একটি কথোপকথনমূলক পডকাস্টে পরিণত করতে পারবেন ব্যবহারকারীরা, যেখানে দুটি এআই ‘হোস্ট’...