আজকের পত্রিকা ডেস্ক
বার্তা আদান–প্রদানের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় যোগাযোগমাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তবে ব্যবহারকারীদের ব্যক্তিত্ব বা অনুভূতির প্রতিফলন হিসেবে অ্যাভাটার বা অবতার তৈরির বিষয়টি হোয়াটসঅ্যাপের এক নতুন সংযোজন। হোয়াটসঅ্যাপে অবতার তৈরির মাধ্যমে নিজের ডিজিটাল চেহারা তৈরি করে তা প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া এটি ইমোজি বা স্টিকারের মতো ব্যবহার করা যাবে।
অবতার ফিচারে বিভিন্ন কাস্টমাইজেশনের অপশন রয়েছে। যেমন: বিভিন্ন চুলের স্টাইল, মুখাবয়বের বৈশিষ্ট্য ও পোশাক।
এসব অবতার দিয়ে মেসেজের মধ্যে বিভিন্ন অনুভূতি প্রকাশ করা যাবে। অবতার দুভাবে তৈরি করা যায়—ম্যানুয়ালি ও নিজের সেলফি তোলার মাধ্যমে।
ম্যানুয়ালি নিজের অবতার তৈরি করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন। আর আইফোনে এই সেটিংস হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে পাবেন।
৩. এখন অ্যাভাটার অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এখন ‘ক্রিয়েট ইউওর অ্যাভাটার’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ক্রিয়েট ম্যানুয়ালি’ অপশন নির্বাচন করুন।
৬. এখন স্ক্রিনে অনেকগুলো ত্বকের রং দেখাবে, সেখান থেকে একটি নির্বাচন করুন। এরপর নেক্সট বাটনে ট্যাপ করুন। এভাবে একে একে চুলের স্টাইল, মুখের আকার ও শরীরের গঠন নির্বাচন করুন।
৭. এবার ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
নিজের চেহারার আদলে অবতার তৈরি করবেন যেভাবে
নিজের ছবি দিয়ে অবতার তৈরির সুযোগ রয়েছে। এভাবে অবতার তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন। আর আইফোনে এই সেটিংস হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে পাবেন।
৩. এখন অবতার অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এখন ‘ক্রিয়েট ইউওর অ্যাভাটার’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ক্রিয়েট ফ্রম সেলফি’ অপশন নির্বাচন করুন।
৬. যদি ক্যামেরা অ্যাকসেসের অনুমতি চাওয়া হয়, তবে ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন; তারপর ‘হোয়াইল ইউজিং দ্য অ্যাপ’ বা ‘অনলি দিস টাইম’ অপশন ট্যাপ করুন।
৭. আপনার মুখ ফ্রেমের মাঝখানে রাখুন এবং ক্যামেরা বাটনে ট্যাপ করুন।
৮. আপনার অবতারের শরীরের আকার সমন্বয় করুন। তারপর ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৯. অবতারের লুক কাস্টমাইজ করতে বিভিন্ন অপশন অনুসরণ করুন।
১০. শেষে ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।
এভাবে আপনি খুব সহজে একটি কাস্টম অবতার তৈরি করতে পারবেন।
বার্তা আদান–প্রদানের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় যোগাযোগমাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তবে ব্যবহারকারীদের ব্যক্তিত্ব বা অনুভূতির প্রতিফলন হিসেবে অ্যাভাটার বা অবতার তৈরির বিষয়টি হোয়াটসঅ্যাপের এক নতুন সংযোজন। হোয়াটসঅ্যাপে অবতার তৈরির মাধ্যমে নিজের ডিজিটাল চেহারা তৈরি করে তা প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া এটি ইমোজি বা স্টিকারের মতো ব্যবহার করা যাবে।
অবতার ফিচারে বিভিন্ন কাস্টমাইজেশনের অপশন রয়েছে। যেমন: বিভিন্ন চুলের স্টাইল, মুখাবয়বের বৈশিষ্ট্য ও পোশাক।
এসব অবতার দিয়ে মেসেজের মধ্যে বিভিন্ন অনুভূতি প্রকাশ করা যাবে। অবতার দুভাবে তৈরি করা যায়—ম্যানুয়ালি ও নিজের সেলফি তোলার মাধ্যমে।
ম্যানুয়ালি নিজের অবতার তৈরি করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন। আর আইফোনে এই সেটিংস হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে পাবেন।
৩. এখন অ্যাভাটার অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এখন ‘ক্রিয়েট ইউওর অ্যাভাটার’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ক্রিয়েট ম্যানুয়ালি’ অপশন নির্বাচন করুন।
৬. এখন স্ক্রিনে অনেকগুলো ত্বকের রং দেখাবে, সেখান থেকে একটি নির্বাচন করুন। এরপর নেক্সট বাটনে ট্যাপ করুন। এভাবে একে একে চুলের স্টাইল, মুখের আকার ও শরীরের গঠন নির্বাচন করুন।
৭. এবার ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
নিজের চেহারার আদলে অবতার তৈরি করবেন যেভাবে
নিজের ছবি দিয়ে অবতার তৈরির সুযোগ রয়েছে। এভাবে অবতার তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন। আর আইফোনে এই সেটিংস হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে পাবেন।
৩. এখন অবতার অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এখন ‘ক্রিয়েট ইউওর অ্যাভাটার’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ক্রিয়েট ফ্রম সেলফি’ অপশন নির্বাচন করুন।
৬. যদি ক্যামেরা অ্যাকসেসের অনুমতি চাওয়া হয়, তবে ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন; তারপর ‘হোয়াইল ইউজিং দ্য অ্যাপ’ বা ‘অনলি দিস টাইম’ অপশন ট্যাপ করুন।
৭. আপনার মুখ ফ্রেমের মাঝখানে রাখুন এবং ক্যামেরা বাটনে ট্যাপ করুন।
৮. আপনার অবতারের শরীরের আকার সমন্বয় করুন। তারপর ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৯. অবতারের লুক কাস্টমাইজ করতে বিভিন্ন অপশন অনুসরণ করুন।
১০. শেষে ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।
এভাবে আপনি খুব সহজে একটি কাস্টম অবতার তৈরি করতে পারবেন।
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৩ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৫ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগে