আজকের পত্রিকা ডেস্ক
কোড থেকে শুরু করে ছবি ও ভিডিও তৈরির বিভিন্ন কাজ সহজেই করে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার অডিও ওভারভিউ তৈরি করার সুবিধা পাওয়া যাবে গুগলের এআইভিত্তিক জেমিনি অ্যাপে। অর্থাৎ, জেমিনির মাধ্যমে তৈরি করা প্রতিবেদনগুলো একটি কথোপকথনমূলক পডকাস্টে পরিণত করতে পারবেন ব্যবহারকারীরা, যেখানে দুটি এআই ‘হোস্ট’ অংশগ্রহণ করবে। ফিচারটি ‘ডিপ রিসার্চ’ টুলের ওপর ভিত্তি করে তৈরি।
২০২৩ সালের সেপ্টেম্বরে গুগল তার ‘নোটবুকএলএম’ অ্যাপের মধ্যে অডিও ওভারভিউ ফিচারটি চালু করে গুগল। এরপর থেকে ফিচারটি উন্নত করতে ধারাবাহিকভাবে করছে কোম্পানিটি। নতুন আপডেটের মাধ্যমে এখন হোস্টদের সঙ্গে আরও বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে এআই হোস্টদের আরও ভালোভাবে নির্দেশনা দিতে পারবেন। গত সপ্তাহ থেকে জেমিনি অ্যাপে বিনা মূল্য এই ফিচার ব্যবহার করা যাচ্ছে। এ ছাড়া গুগল অ্যাডভান্স সাবস্ক্রাইবারদের জন্যও ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে স্লাইড ও ডকুমেন্টগুলো পডকাস্টের মতো কথোপকথনে পরিণত করতে পারবেন।
এই ফিচার গুগলের ‘ডিপ রিসার্চ’-এর জন্য বিশেষভাবে উপকারী, যা একটি এআই এজেন্ট ফিচার হিসেবে কাজ করে। এর মাধ্যমে জেমিনিকে একটি নির্দিষ্ট বিষয়ে গভীর অনুসন্ধান করতে বললে, এটি অনলাইন সার্চ করে বিষয়টি জেনে তার ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনটি তৈরি হওয়ার পর ‘জেনারেট অডিও ওভারভিউ’ অপশনটি নির্বাচন করলে সেই গবেষণার ওপর ভিত্তি করে একটি অডিও ওভারভিউ শুনতে পারবেন।
এটি বিশেষভাবে শিক্ষাবিদ, গবেষক ও পেশাদারদের জন্য কার্যকরী হতে পারে, যারা দীর্ঘ ও জটিল প্রতিবেদনগুলো সহজ ও আকর্ষণীয়ভাবে শোনাতে চাইছেন।
এ ছাড়া ‘ক্যানভাস’ নামের একটি ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্মও নিয়ে আসছে গুগল। এর মাধ্যমে ডকুমেন্ট ও কোড তৈরি, খসড়া বা এডিট করতে পারবেন জেমিনি ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে ফিডব্যাক এবং প্রিভিউও প্রদান করবে এই প্ল্যাটফর্ম। ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে ব্যবহারকারীরা পুরো অংশ বা নির্দিষ্ট অংশ পরিবর্তন করতে পারবেন। যেমন: একটি প্রবন্ধ বা বক্তৃতার প্যারাগ্রাফ, এর টোন, দৈর্ঘ্য বা ফরম্যাটিং পরিবর্তন করা যাবে।
এবিআই রিসার্চের বিশ্লেষক জিতেশ উব্রানি বলেছেন, গুগলের এআই আপডেটগুলো ধাপে ধাপে উন্মুক্ত করছে। এটি বর্তমানে অনেক প্রযুক্তি কোম্পানির একধরনের কৌশল।
তিনি আরও বলেন, ‘বিভিন্ন ফিচারের তথ্য ধীরে ধীরে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে গুগল দীর্ঘ সময় ধরে সংবাদ শিরোনামে থাকতে চায়।’ চ্যাটজিপিটি বা অ্যানথ্রপিক অন্যান্য কোম্পানির চেয়ে গুগলের এআই যাত্রা অনেক পরে শুরু হয়েছিল। তবে এমন ধারাবাহিক ঘোষণা গুগলকে ‘জেমিনি’ খুব দ্রুত ব্যবহারকারীদের সঙ্গে পরিচয় করাতে সাহায্য করেছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও সিনেট
কোড থেকে শুরু করে ছবি ও ভিডিও তৈরির বিভিন্ন কাজ সহজেই করে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার অডিও ওভারভিউ তৈরি করার সুবিধা পাওয়া যাবে গুগলের এআইভিত্তিক জেমিনি অ্যাপে। অর্থাৎ, জেমিনির মাধ্যমে তৈরি করা প্রতিবেদনগুলো একটি কথোপকথনমূলক পডকাস্টে পরিণত করতে পারবেন ব্যবহারকারীরা, যেখানে দুটি এআই ‘হোস্ট’ অংশগ্রহণ করবে। ফিচারটি ‘ডিপ রিসার্চ’ টুলের ওপর ভিত্তি করে তৈরি।
২০২৩ সালের সেপ্টেম্বরে গুগল তার ‘নোটবুকএলএম’ অ্যাপের মধ্যে অডিও ওভারভিউ ফিচারটি চালু করে গুগল। এরপর থেকে ফিচারটি উন্নত করতে ধারাবাহিকভাবে করছে কোম্পানিটি। নতুন আপডেটের মাধ্যমে এখন হোস্টদের সঙ্গে আরও বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে এআই হোস্টদের আরও ভালোভাবে নির্দেশনা দিতে পারবেন। গত সপ্তাহ থেকে জেমিনি অ্যাপে বিনা মূল্য এই ফিচার ব্যবহার করা যাচ্ছে। এ ছাড়া গুগল অ্যাডভান্স সাবস্ক্রাইবারদের জন্যও ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে স্লাইড ও ডকুমেন্টগুলো পডকাস্টের মতো কথোপকথনে পরিণত করতে পারবেন।
এই ফিচার গুগলের ‘ডিপ রিসার্চ’-এর জন্য বিশেষভাবে উপকারী, যা একটি এআই এজেন্ট ফিচার হিসেবে কাজ করে। এর মাধ্যমে জেমিনিকে একটি নির্দিষ্ট বিষয়ে গভীর অনুসন্ধান করতে বললে, এটি অনলাইন সার্চ করে বিষয়টি জেনে তার ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনটি তৈরি হওয়ার পর ‘জেনারেট অডিও ওভারভিউ’ অপশনটি নির্বাচন করলে সেই গবেষণার ওপর ভিত্তি করে একটি অডিও ওভারভিউ শুনতে পারবেন।
এটি বিশেষভাবে শিক্ষাবিদ, গবেষক ও পেশাদারদের জন্য কার্যকরী হতে পারে, যারা দীর্ঘ ও জটিল প্রতিবেদনগুলো সহজ ও আকর্ষণীয়ভাবে শোনাতে চাইছেন।
এ ছাড়া ‘ক্যানভাস’ নামের একটি ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্মও নিয়ে আসছে গুগল। এর মাধ্যমে ডকুমেন্ট ও কোড তৈরি, খসড়া বা এডিট করতে পারবেন জেমিনি ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে ফিডব্যাক এবং প্রিভিউও প্রদান করবে এই প্ল্যাটফর্ম। ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে ব্যবহারকারীরা পুরো অংশ বা নির্দিষ্ট অংশ পরিবর্তন করতে পারবেন। যেমন: একটি প্রবন্ধ বা বক্তৃতার প্যারাগ্রাফ, এর টোন, দৈর্ঘ্য বা ফরম্যাটিং পরিবর্তন করা যাবে।
এবিআই রিসার্চের বিশ্লেষক জিতেশ উব্রানি বলেছেন, গুগলের এআই আপডেটগুলো ধাপে ধাপে উন্মুক্ত করছে। এটি বর্তমানে অনেক প্রযুক্তি কোম্পানির একধরনের কৌশল।
তিনি আরও বলেন, ‘বিভিন্ন ফিচারের তথ্য ধীরে ধীরে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে গুগল দীর্ঘ সময় ধরে সংবাদ শিরোনামে থাকতে চায়।’ চ্যাটজিপিটি বা অ্যানথ্রপিক অন্যান্য কোম্পানির চেয়ে গুগলের এআই যাত্রা অনেক পরে শুরু হয়েছিল। তবে এমন ধারাবাহিক ঘোষণা গুগলকে ‘জেমিনি’ খুব দ্রুত ব্যবহারকারীদের সঙ্গে পরিচয় করাতে সাহায্য করেছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও সিনেট
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ দিন আগে