অনলাইন ডেস্ক
কোড থেকে শুরু করে ছবি ও ভিডিও তৈরির বিভিন্ন কাজ সহজেই করে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার অডিও ওভারভিউ তৈরি করার সুবিধা পাওয়া যাবে গুগলের এআইভিত্তিক জেমিনি অ্যাপে। অর্থাৎ, জেমিনির মাধ্যমে তৈরি করা প্রতিবেদনগুলো একটি কথোপকথনমূলক পডকাস্টে পরিণত করতে পারবেন ব্যবহারকারীরা, যেখানে দুটি এআই ‘হোস্ট’ অংশগ্রহণ করবে। ফিচারটি ‘ডিপ রিসার্চ’ টুলের ওপর ভিত্তি করে তৈরি।
২০২৩ সালের সেপ্টেম্বরে গুগল তার ‘নোটবুকএলএম’ অ্যাপের মধ্যে অডিও ওভারভিউ ফিচারটি চালু করে গুগল। এরপর থেকে ফিচারটি উন্নত করতে ধারাবাহিকভাবে করছে কোম্পানিটি। নতুন আপডেটের মাধ্যমে এখন হোস্টদের সঙ্গে আরও বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে এআই হোস্টদের আরও ভালোভাবে নির্দেশনা দিতে পারবেন। গত সপ্তাহ থেকে জেমিনি অ্যাপে বিনা মূল্য এই ফিচার ব্যবহার করা যাচ্ছে। এ ছাড়া গুগল অ্যাডভান্স সাবস্ক্রাইবারদের জন্যও ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে স্লাইড ও ডকুমেন্টগুলো পডকাস্টের মতো কথোপকথনে পরিণত করতে পারবেন।
এই ফিচার গুগলের ‘ডিপ রিসার্চ’-এর জন্য বিশেষভাবে উপকারী, যা একটি এআই এজেন্ট ফিচার হিসেবে কাজ করে। এর মাধ্যমে জেমিনিকে একটি নির্দিষ্ট বিষয়ে গভীর অনুসন্ধান করতে বললে, এটি অনলাইন সার্চ করে বিষয়টি জেনে তার ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনটি তৈরি হওয়ার পর ‘জেনারেট অডিও ওভারভিউ’ অপশনটি নির্বাচন করলে সেই গবেষণার ওপর ভিত্তি করে একটি অডিও ওভারভিউ শুনতে পারবেন।
এটি বিশেষভাবে শিক্ষাবিদ, গবেষক ও পেশাদারদের জন্য কার্যকরী হতে পারে, যারা দীর্ঘ ও জটিল প্রতিবেদনগুলো সহজ ও আকর্ষণীয়ভাবে শোনাতে চাইছেন।
এ ছাড়া ‘ক্যানভাস’ নামের একটি ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্মও নিয়ে আসছে গুগল। এর মাধ্যমে ডকুমেন্ট ও কোড তৈরি, খসড়া বা এডিট করতে পারবেন জেমিনি ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে ফিডব্যাক এবং প্রিভিউও প্রদান করবে এই প্ল্যাটফর্ম। ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে ব্যবহারকারীরা পুরো অংশ বা নির্দিষ্ট অংশ পরিবর্তন করতে পারবেন। যেমন: একটি প্রবন্ধ বা বক্তৃতার প্যারাগ্রাফ, এর টোন, দৈর্ঘ্য বা ফরম্যাটিং পরিবর্তন করা যাবে।
এবিআই রিসার্চের বিশ্লেষক জিতেশ উব্রানি বলেছেন, গুগলের এআই আপডেটগুলো ধাপে ধাপে উন্মুক্ত করছে। এটি বর্তমানে অনেক প্রযুক্তি কোম্পানির একধরনের কৌশল।
তিনি আরও বলেন, ‘বিভিন্ন ফিচারের তথ্য ধীরে ধীরে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে গুগল দীর্ঘ সময় ধরে সংবাদ শিরোনামে থাকতে চায়।’ চ্যাটজিপিটি বা অ্যানথ্রপিক অন্যান্য কোম্পানির চেয়ে গুগলের এআই যাত্রা অনেক পরে শুরু হয়েছিল। তবে এমন ধারাবাহিক ঘোষণা গুগলকে ‘জেমিনি’ খুব দ্রুত ব্যবহারকারীদের সঙ্গে পরিচয় করাতে সাহায্য করেছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও সিনেট
কোড থেকে শুরু করে ছবি ও ভিডিও তৈরির বিভিন্ন কাজ সহজেই করে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার অডিও ওভারভিউ তৈরি করার সুবিধা পাওয়া যাবে গুগলের এআইভিত্তিক জেমিনি অ্যাপে। অর্থাৎ, জেমিনির মাধ্যমে তৈরি করা প্রতিবেদনগুলো একটি কথোপকথনমূলক পডকাস্টে পরিণত করতে পারবেন ব্যবহারকারীরা, যেখানে দুটি এআই ‘হোস্ট’ অংশগ্রহণ করবে। ফিচারটি ‘ডিপ রিসার্চ’ টুলের ওপর ভিত্তি করে তৈরি।
২০২৩ সালের সেপ্টেম্বরে গুগল তার ‘নোটবুকএলএম’ অ্যাপের মধ্যে অডিও ওভারভিউ ফিচারটি চালু করে গুগল। এরপর থেকে ফিচারটি উন্নত করতে ধারাবাহিকভাবে করছে কোম্পানিটি। নতুন আপডেটের মাধ্যমে এখন হোস্টদের সঙ্গে আরও বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে এআই হোস্টদের আরও ভালোভাবে নির্দেশনা দিতে পারবেন। গত সপ্তাহ থেকে জেমিনি অ্যাপে বিনা মূল্য এই ফিচার ব্যবহার করা যাচ্ছে। এ ছাড়া গুগল অ্যাডভান্স সাবস্ক্রাইবারদের জন্যও ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে স্লাইড ও ডকুমেন্টগুলো পডকাস্টের মতো কথোপকথনে পরিণত করতে পারবেন।
এই ফিচার গুগলের ‘ডিপ রিসার্চ’-এর জন্য বিশেষভাবে উপকারী, যা একটি এআই এজেন্ট ফিচার হিসেবে কাজ করে। এর মাধ্যমে জেমিনিকে একটি নির্দিষ্ট বিষয়ে গভীর অনুসন্ধান করতে বললে, এটি অনলাইন সার্চ করে বিষয়টি জেনে তার ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনটি তৈরি হওয়ার পর ‘জেনারেট অডিও ওভারভিউ’ অপশনটি নির্বাচন করলে সেই গবেষণার ওপর ভিত্তি করে একটি অডিও ওভারভিউ শুনতে পারবেন।
এটি বিশেষভাবে শিক্ষাবিদ, গবেষক ও পেশাদারদের জন্য কার্যকরী হতে পারে, যারা দীর্ঘ ও জটিল প্রতিবেদনগুলো সহজ ও আকর্ষণীয়ভাবে শোনাতে চাইছেন।
এ ছাড়া ‘ক্যানভাস’ নামের একটি ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্মও নিয়ে আসছে গুগল। এর মাধ্যমে ডকুমেন্ট ও কোড তৈরি, খসড়া বা এডিট করতে পারবেন জেমিনি ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে ফিডব্যাক এবং প্রিভিউও প্রদান করবে এই প্ল্যাটফর্ম। ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে ব্যবহারকারীরা পুরো অংশ বা নির্দিষ্ট অংশ পরিবর্তন করতে পারবেন। যেমন: একটি প্রবন্ধ বা বক্তৃতার প্যারাগ্রাফ, এর টোন, দৈর্ঘ্য বা ফরম্যাটিং পরিবর্তন করা যাবে।
এবিআই রিসার্চের বিশ্লেষক জিতেশ উব্রানি বলেছেন, গুগলের এআই আপডেটগুলো ধাপে ধাপে উন্মুক্ত করছে। এটি বর্তমানে অনেক প্রযুক্তি কোম্পানির একধরনের কৌশল।
তিনি আরও বলেন, ‘বিভিন্ন ফিচারের তথ্য ধীরে ধীরে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে গুগল দীর্ঘ সময় ধরে সংবাদ শিরোনামে থাকতে চায়।’ চ্যাটজিপিটি বা অ্যানথ্রপিক অন্যান্য কোম্পানির চেয়ে গুগলের এআই যাত্রা অনেক পরে শুরু হয়েছিল। তবে এমন ধারাবাহিক ঘোষণা গুগলকে ‘জেমিনি’ খুব দ্রুত ব্যবহারকারীদের সঙ্গে পরিচয় করাতে সাহায্য করেছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও সিনেট
রিয়েলমি আবারও নতুন চমক নিয়ে আসছে। রিয়েলমি ‘সি ৭৫’ লাইনআপের আরও আধুনিক একটি ডিভাইস রিয়েলমি ‘সি ৭৫ এক্স’ দেশের বাজারে আসছে শিগগির।
৭ ঘণ্টা আগেবৈশ্বিক উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল প্রতীক্ষিত নোট ৫০ সিরিজ। এই সিরিজে তিনটি মডেল—নোট ৫০, নোট ৫০ প্রো এবং নোট ৫০ প্রো প্লাস—বিশেষভাবে তরুণ প্রজন্মের জন্য ডিজাইন করা হয়েছে।
১০ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া হিসেবে প্রযুক্তি বিশ্বে একসময় একচ্ছত্র আধিপত্য ছিল ফেসবুকের। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর প্রাসঙ্গিকতা কমছে বলেই মনে করছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তবে ২০২২ সালে ফেসবুকের ব্যবহার বাড়াতে তিনি এক ‘উদ্ভট’ ধারণা দিয়েছিলেন—সবার বন্ধুতালিকা মুছে ফেলা!
১১ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজের গ্রাফিকস কার্ড বাজারে আনার ঘোষণা দিয়েছে এনভিডিয়া। এই সিরিজে তিনটি আলাদা মডেল আসছে, যার মধ্যে আরটিএক্স ৫০৬০ টিআই-এর ১৬ জিবি ও ৮ জিবি সংস্করণ আজ থেকেই বিক্রি করা হবে। অন্যদিকে তুলনামূলক সস্তা আরটিএক্স ৫০৬০ (নন-টিআই) মডেলটি আগামী মে মাসে বাজারে আসবে
১২ ঘণ্টা আগে