অনলাইন ডেস্ক
উন্নত ফিচারের জন্য বর্তমানে প্রযুক্তি জগতে বেশ আলোচনা সৃষ্টি করেছে অ্যাপলের আসন্ন আইফোন ১৭ এয়ার। মডেলটি অনেক পাতলা হবে—মাত্র ৫ দশমিক ৫ মিলিমিটার পুরু হবে এবং এতে ৬ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে। তবে এত পাতলা ফোন তৈরির জন্য অ্যাপলকে কিছু বিষয়ে আপসও করতে হয়েছে। যেমন: সেকেন্ড স্পিকার বাদ দেওয়া এবং পেছনে একটি ক্যামেরা ব্যবহার করা।
এদিকে আইফোন ১৭ এয়ার সম্পর্কে বাজারে প্রচলিত একটি গুজব হচ্ছে যে, এই ফোনে কোনো চার্জিং পোর্ট থাকবে না। তবে ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান জানান, পোর্টবিহীন আইফোন ১৭ এয়ার তৈরির কথা প্রথমে বিবেচনা করলেও এই পরিকল্পনা থেকে সরে এসেছে অ্যাপল।
আইফোন ১৭ এয়ারে আইফোন ১৬ প্রোর মতো ক্যামেরা কন্ট্রোল ও প্রোমোশন প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকতে পারে। এতে নতুন সি১ চিপ ব্যবহার করা হবে, যা অ্যাপলের প্রথম ইন-হাউস ৫জি মডেম হিসেবে পরিচিত। আইফোন ১৬ ই-তে এই চিপ ব্যবহার করা হয়েছে।
অ্যাপল তাদের পূর্ববর্তী মডেলগুলোকে এখনো ‘সুপারফাস্ট ৫জি সেলুলার’ হিসেবে প্রচারণা চালালেও আইফোন ১৭ এয়ার এমএমওয়েভ প্রযুক্তি সমর্থন করবে না। আইফোন ১৭ এয়ারে এমএমওয়েভ প্রযুক্তি সমর্থন না করার কারণে তার ৫জি গতি কমে গেলেও অ্যাপল আইফোনের ব্যাটারি লাইফকে অগ্রাধিকার দিতে প্রতিজ্ঞাবদ্ধ।
প্রতিবেদনে বলা হচ্ছে, অ্যাপলের প্রকৌশলী দল ফোনটির ডিসপ্লে এবং অভ্যন্তরীণ উপাদানগুলো পুনরায় ডিজাইন করতে কাজ করছে, যাতে ডিভাইসটি পাতলা হলেও শক্তিশালী হয়।
বিশ্লেষকেরা ধারণা করছেন, আইফোন ১৭ এয়ার ৯০০ ডলার মূল্যে পাওয়া যাবে, যা আইফোন ১৬ প্লাসের সমান মূল্য হতে পারে। যদি এটি সত্যি হয়, তবে এটি ফোনটির বাণিজ্যিক জনপ্রিয়তাকে উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে।
অ্যাপল তাদের আইফোন ১৭ এয়ারকে একটি ‘পোর্ট-ফ্রি’ ডিভাইস হিসেবে বাজারজাত করার বিষয়ে বিবেচনা করেছিল, অর্থাৎ এতে চার্জিং পোর্ট না থাকার পরিকল্পনা ছিল। তবে এই পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হয়। সম্ভবত ইউরোপীয় বিধিনিষেধের কারণে। কারণ ইইউ মোবাইল ডিভাইসের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মাবলি আরোপ করেছে।
এই নতুন ডিভাইসটি অ্যাপলের জন্য একটি বড় পরিবর্তন এবং প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। বে এটি গ্রাহকদের আকৃষ্ট করতে পারে।
উন্নত ফিচারের জন্য বর্তমানে প্রযুক্তি জগতে বেশ আলোচনা সৃষ্টি করেছে অ্যাপলের আসন্ন আইফোন ১৭ এয়ার। মডেলটি অনেক পাতলা হবে—মাত্র ৫ দশমিক ৫ মিলিমিটার পুরু হবে এবং এতে ৬ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে। তবে এত পাতলা ফোন তৈরির জন্য অ্যাপলকে কিছু বিষয়ে আপসও করতে হয়েছে। যেমন: সেকেন্ড স্পিকার বাদ দেওয়া এবং পেছনে একটি ক্যামেরা ব্যবহার করা।
এদিকে আইফোন ১৭ এয়ার সম্পর্কে বাজারে প্রচলিত একটি গুজব হচ্ছে যে, এই ফোনে কোনো চার্জিং পোর্ট থাকবে না। তবে ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান জানান, পোর্টবিহীন আইফোন ১৭ এয়ার তৈরির কথা প্রথমে বিবেচনা করলেও এই পরিকল্পনা থেকে সরে এসেছে অ্যাপল।
আইফোন ১৭ এয়ারে আইফোন ১৬ প্রোর মতো ক্যামেরা কন্ট্রোল ও প্রোমোশন প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকতে পারে। এতে নতুন সি১ চিপ ব্যবহার করা হবে, যা অ্যাপলের প্রথম ইন-হাউস ৫জি মডেম হিসেবে পরিচিত। আইফোন ১৬ ই-তে এই চিপ ব্যবহার করা হয়েছে।
অ্যাপল তাদের পূর্ববর্তী মডেলগুলোকে এখনো ‘সুপারফাস্ট ৫জি সেলুলার’ হিসেবে প্রচারণা চালালেও আইফোন ১৭ এয়ার এমএমওয়েভ প্রযুক্তি সমর্থন করবে না। আইফোন ১৭ এয়ারে এমএমওয়েভ প্রযুক্তি সমর্থন না করার কারণে তার ৫জি গতি কমে গেলেও অ্যাপল আইফোনের ব্যাটারি লাইফকে অগ্রাধিকার দিতে প্রতিজ্ঞাবদ্ধ।
প্রতিবেদনে বলা হচ্ছে, অ্যাপলের প্রকৌশলী দল ফোনটির ডিসপ্লে এবং অভ্যন্তরীণ উপাদানগুলো পুনরায় ডিজাইন করতে কাজ করছে, যাতে ডিভাইসটি পাতলা হলেও শক্তিশালী হয়।
বিশ্লেষকেরা ধারণা করছেন, আইফোন ১৭ এয়ার ৯০০ ডলার মূল্যে পাওয়া যাবে, যা আইফোন ১৬ প্লাসের সমান মূল্য হতে পারে। যদি এটি সত্যি হয়, তবে এটি ফোনটির বাণিজ্যিক জনপ্রিয়তাকে উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে।
অ্যাপল তাদের আইফোন ১৭ এয়ারকে একটি ‘পোর্ট-ফ্রি’ ডিভাইস হিসেবে বাজারজাত করার বিষয়ে বিবেচনা করেছিল, অর্থাৎ এতে চার্জিং পোর্ট না থাকার পরিকল্পনা ছিল। তবে এই পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হয়। সম্ভবত ইউরোপীয় বিধিনিষেধের কারণে। কারণ ইইউ মোবাইল ডিভাইসের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মাবলি আরোপ করেছে।
এই নতুন ডিভাইসটি অ্যাপলের জন্য একটি বড় পরিবর্তন এবং প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। বে এটি গ্রাহকদের আকৃষ্ট করতে পারে।
ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি অনেকের ব্যক্তিগত ডায়েরি বা স্মৃতির ভান্ডার হিসেবেও কাজ করে। প্রতিদিন লাখ লাখ মানুষ ছবি, লেখা, ভিডিও ও নানা তথ্য ফেসবুকে শেয়ার করে থাকেন। তবে কখনো কখনো ভুলবশত কোনো গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে যেতে পারে, তখন এসব পোস্ট ফিরিয়ে আনতে চান অনেকেই।
৪ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
২০ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
২১ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
১ দিন আগে