ইন্টেল বা এএমডির চিপসেটের পরিবর্তে নিজস্ব প্রসেসর কিরিন এক্স ৯০ ব্যবহার করে নতুন সিরিজের নোটবুক নিয়ে আসবে হুয়াওয়ে। সম্প্রতি, চীনে নিজেদের প্রথম পিসি প্রসেসরের লাইসেন্স গ্রহণের মাধ্যমে কোম্পানিটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এটি বিশ্বব্যাপী কম্পিউটার বাজারে তাদের স্বাধীনতা ও প্রভাব বাড়াবে। এই পদক্ষেপের মাধ্যমে ম্যাকবুকের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত হবে হুয়াওয়ের ল্যাপটপগুলো।
চীনের তথ্য নিরাপত্তা মূল্যায়ন কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, হুয়াওয়ে কিরিন এক্স ৯০ পিসি প্রসেসরটি এআরএম আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি হবে। শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি অ্যাপলও তাদের ম্যাকবুকের জন্য এআরএম ভিত্তিক এম-সিরিজ চিপসেট ব্যবহার করছে। এসব ম্যাকবুকের দুর্দান্ত কর্মক্ষমতা রয়েছে।
একই ধরনের পদক্ষেপের মাধ্যমে অ্যাপলের ল্যাপটপগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে চায় হুয়াওয়ে। তাদের ল্যাপটপে অ্যাপলের মতো উচ্চ কর্মক্ষমতা এবং উন্নত ব্যাটারি লাইফের নিশ্চয়তা দিতে চায় কোম্পানিটি।
এ ছাড়া, হুয়াওয়ে আরও কিছু চিপসেটের লাইসেন্স পেয়েছে। এর মাধ্যমে নোটবুকগুলোতে জন্য ৫জি মডেম সমর্থন অন্তর্ভুক্ত করবে কোম্পানিটি। তবে এই বিষয়ে কোনো বিস্তারিত প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রকাশ হয়নি। তবে সমস্ত নতুন প্রসেসর এএআরএম আর্কিটেকচারে তৈরি হবে এবং এসএমআইসির ৭ ন্যানোমিটার প্রক্রিয়াতে উৎপাদিত হবে বলে জানা গেছে।
এই খবরে বোঝা যায় যে হুয়াওয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা সত্ত্বেও উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদন করতে পারছে।
হুয়াওয়ে তাদের সফটওয়্যার ইকোসিস্টেমেও একটি বড় পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে। এ জন্য আসন্ন নোটবুকগুলো সম্ভবত উইন্ডোজের পরিবর্তে হুয়াওয়ের নিজস্ব হারমনিওএসনেক্সট অপারেটিং সিস্টেম ব্যবহার করবে। কারণ মাইক্রোসফটের সঙ্গে হুয়াওয়ের সহযোগিতার লাইসেন্স মার্চ মাসের শেষে দিকে শেষ হবে। মার্কিন সরকারের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনার কারণে খুব সম্ভবত তাদের লাইসেন্স নবায়ন হবে না। ফলে, হুয়াওয়ে একটি সম্পূর্ণ স্বতন্ত্র অপারেটিং সিস্টেম চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। হুয়াওয়ের এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর তাদের নির্ভরতা কমাবে।
স্বতন্ত্র এআরএম-ভিত্তিক চিপসেট, সম্ভাব্য ৫জি সংযোগ এবং একটি স্বাধীন সফটওয়্যার প্ল্যাটফর্মের মাধ্যমে এআরএম ল্যাপটপ বাজারে একটি বড় প্রতিযোগী হিসেবে আত্মপ্রকাশ করতে চায় হুয়াওয়ে। তবে, অ্যাপল এবং এক্স ৮৬ ইকোসিস্টেমের সঙ্গে প্রতিযোগিতা করা কোম্পানিটির জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। হুয়াওয়ের কৌশল সফল হবে কি না, তা নির্ভর করবে তাদের নতুন চিপসেটের কর্মক্ষমতা, হারমনিওএস এর সফলতা এবং তাদের ইকোসিস্টেমে ডেভেলপারদের আকৃষ্ট করতে পারছে।
তথ্যসূত্র: উবারগিজমো
ইন্টেল বা এএমডির চিপসেটের পরিবর্তে নিজস্ব প্রসেসর কিরিন এক্স ৯০ ব্যবহার করে নতুন সিরিজের নোটবুক নিয়ে আসবে হুয়াওয়ে। সম্প্রতি, চীনে নিজেদের প্রথম পিসি প্রসেসরের লাইসেন্স গ্রহণের মাধ্যমে কোম্পানিটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এটি বিশ্বব্যাপী কম্পিউটার বাজারে তাদের স্বাধীনতা ও প্রভাব বাড়াবে। এই পদক্ষেপের মাধ্যমে ম্যাকবুকের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত হবে হুয়াওয়ের ল্যাপটপগুলো।
চীনের তথ্য নিরাপত্তা মূল্যায়ন কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, হুয়াওয়ে কিরিন এক্স ৯০ পিসি প্রসেসরটি এআরএম আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি হবে। শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি অ্যাপলও তাদের ম্যাকবুকের জন্য এআরএম ভিত্তিক এম-সিরিজ চিপসেট ব্যবহার করছে। এসব ম্যাকবুকের দুর্দান্ত কর্মক্ষমতা রয়েছে।
একই ধরনের পদক্ষেপের মাধ্যমে অ্যাপলের ল্যাপটপগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে চায় হুয়াওয়ে। তাদের ল্যাপটপে অ্যাপলের মতো উচ্চ কর্মক্ষমতা এবং উন্নত ব্যাটারি লাইফের নিশ্চয়তা দিতে চায় কোম্পানিটি।
এ ছাড়া, হুয়াওয়ে আরও কিছু চিপসেটের লাইসেন্স পেয়েছে। এর মাধ্যমে নোটবুকগুলোতে জন্য ৫জি মডেম সমর্থন অন্তর্ভুক্ত করবে কোম্পানিটি। তবে এই বিষয়ে কোনো বিস্তারিত প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রকাশ হয়নি। তবে সমস্ত নতুন প্রসেসর এএআরএম আর্কিটেকচারে তৈরি হবে এবং এসএমআইসির ৭ ন্যানোমিটার প্রক্রিয়াতে উৎপাদিত হবে বলে জানা গেছে।
এই খবরে বোঝা যায় যে হুয়াওয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা সত্ত্বেও উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদন করতে পারছে।
হুয়াওয়ে তাদের সফটওয়্যার ইকোসিস্টেমেও একটি বড় পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে। এ জন্য আসন্ন নোটবুকগুলো সম্ভবত উইন্ডোজের পরিবর্তে হুয়াওয়ের নিজস্ব হারমনিওএসনেক্সট অপারেটিং সিস্টেম ব্যবহার করবে। কারণ মাইক্রোসফটের সঙ্গে হুয়াওয়ের সহযোগিতার লাইসেন্স মার্চ মাসের শেষে দিকে শেষ হবে। মার্কিন সরকারের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনার কারণে খুব সম্ভবত তাদের লাইসেন্স নবায়ন হবে না। ফলে, হুয়াওয়ে একটি সম্পূর্ণ স্বতন্ত্র অপারেটিং সিস্টেম চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। হুয়াওয়ের এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর তাদের নির্ভরতা কমাবে।
স্বতন্ত্র এআরএম-ভিত্তিক চিপসেট, সম্ভাব্য ৫জি সংযোগ এবং একটি স্বাধীন সফটওয়্যার প্ল্যাটফর্মের মাধ্যমে এআরএম ল্যাপটপ বাজারে একটি বড় প্রতিযোগী হিসেবে আত্মপ্রকাশ করতে চায় হুয়াওয়ে। তবে, অ্যাপল এবং এক্স ৮৬ ইকোসিস্টেমের সঙ্গে প্রতিযোগিতা করা কোম্পানিটির জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। হুয়াওয়ের কৌশল সফল হবে কি না, তা নির্ভর করবে তাদের নতুন চিপসেটের কর্মক্ষমতা, হারমনিওএস এর সফলতা এবং তাদের ইকোসিস্টেমে ডেভেলপারদের আকৃষ্ট করতে পারছে।
তথ্যসূত্র: উবারগিজমো
বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় ৩ শতাংশ বা প্রায় ৬ হাজার কর্মীকে ছাঁটাই করছে। খরচ নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। আর অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল
১৭ মিনিট আগেবর্তমানে ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যবসা, ব্র্যান্ডিং এবং কনটেন্ট প্রচারের অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তাই ফেসবুক পেজ কতজন মানুষের কাছে পৌঁছেছে, কোনো কনটেন্টে দর্শক আগ্রহ প্রকাশ করছে এবং কেন প্রতিক্রিয়া দিচ্ছে—এসব বিশ্লেষণ করা জরুরি হয়ে পড়ে। এই ধরনের তথ্য জানতে সাহায্য করার জ
২ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় এক দশক পর তাদের ‘জি’ লোগোতে পরিবর্তন এনেছে। গতকাল ১২ মে থেকে এই নতুন আইকন ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি।
১৮ ঘণ্টা আগেবিশ্বের প্রথম ৫০০ হার্টজ রিফ্রেশ রেটের ওএলইডি গেমিং মনিটর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে স্যামসাং। ওডিসি ওএলইডি জি৬ নামের এই গেমিং মনিটরটি প্রথম প্রদর্শিত হয়েছিল সিইএস ২০২৫-সম্মেলনে। এবার এটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হয়েছে।
১৯ ঘণ্টা আগে