সাইবার নিরাপত্তাবিষয়ক ইসরায়েলি কোম্পানি উইজকে ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ২০০ কোটি ডলারে কিনতে যাচ্ছে গুগলের মূল কোম্পানি আলফাবেট। এটি কোম্পানিটির সবচেয়ে বড় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এই চুক্তি সাইবার নিরাপত্তায় তাদের অবকাঠামো আরও শক্তিশালী করবে এবং ক্লাউড কম্পিউটিংয়ে আমাজন ও মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতায় টেক্কা দিতে সাহায্য করবে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এই চুক্তির মাধ্যমে গুগল ক্লাউড ইউনিটে উইজকে অন্তর্ভুক্ত করবে আলফাবেট এবং কোম্পানিটির সাইবার নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করবে।
বড় প্রযুক্তি সংস্থাগুলোর চুক্তিগুলোর ওপর কঠোর নজরদারি অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন। তবে চুক্তির উচ্চমূল্য এবং প্রস্তাবিত বিচ্ছেদ ফি মাধ্যমে বোঝা যায় যে, আলফাবেট মনে করছে, এই চুক্তি হোয়াইট হাউসের নজরদারি ও অনুমোদন পাবে।
গুগলের শেয়ার গত মঙ্গলবার প্রায় ৩ শতাংশ কমেছে। গুগলের শেয়ার এ বছর ১৩ শতাংশ কমেছিল, যার কারণ ছিল চীনের কম খরচের ডিপসিকের উত্থান।
এদিকে গত বছর ২৩ বিলিয়ন ডলার প্রস্তাব দিয়েছিল আলফাবেট। তবে ইসরায়েলি স্টার্টআপ উইজ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তাই অধিগ্রহণটি চূড়ান্ত করতে এবার এত বড় পরিমাণের অর্থের প্রস্তাব করল গুগল।
গত মে মাসে একটি প্রাইভেট ফান্ডিং রাউন্ডে মাধ্যমে উইজের বাজারমূল্য হয় ১২ বিলিয়ন ডলার এবং ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এর বার্ষিক পুনরাবৃত্ত আয় ছিল ৫০০ মিলিয়ন ডলারের বেশি। সূত্রগুলো জানিয়েছে, গত বছর গুগলের প্রস্তাব উইজ প্রত্যাখ্যান করলেও উভয় পক্ষের মধ্যে যোগাযোগ বজায় ছিল। কারণ গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ান উইজের সঙ্গে চুক্তি করার জন্য মনস্থির করেছিলেন।
বিভিন্ন সূত্র জানিয়েছে, গত দুই মাসে আলোচনা ত্বরান্বিত হয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে এসেছেন। ট্রাম্প বলেছেন, তিনি বড় প্রযুক্তি সংস্থাগুলোর ওপর তীব্র নজরদারি চালিয়ে যাবেন, যা তার প্রথম প্রশাসনের সময় শুরু হয়েছিল। যদিও ওয়াল স্ট্রিট আশা করছে, এই প্রেসিডেন্টের অধীনে প্রতিযোগিতার নীতিমালায় কিছু পরিবর্তন আসতে পারে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের কঠোর অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক পরিবেশের কারণে অনেক কোম্পানির পক্ষে বড় চুক্তি সম্পাদন করা কঠিন হয়ে পড়েছিল। তবে ধারণা করা হচ্ছে, কিছু অ্যান্টিট্রাস্ট নীতি বাদ দেবে ট্রাম্প প্রশাসন।
উইজ আমাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), মাইক্রোসফট আজ্যুর এবং গুগল ক্লাউডসহ বিভিন্ন ক্লাউড সেবা প্রদানকারীর সঙ্গে কাজ করে এবং এর গ্রাহকদের মধ্যে মর্গান স্ট্যানলি, বিএমডব্লিউ এবং এলভিএমএইচ কোম্পানি অন্তর্ভুক্ত।
অন্যান্য প্রধান ক্লাউড সেবা প্রদানকারীর মাধ্যমেও উইজের পণ্যগুলো উপলব্ধ থাকবে। আলফাবেট আশা করছে যে, ২০২৬ সালে চুক্তিটি সম্পন্ন হবে। তবে এটি নিয়ন্ত্রক অনুমোদনের ওপর নির্ভর করবে।
গুগল উইজকে অধিগ্রহণ করলেও কোম্পানিটি অন্য ক্লাউড সেবা সরবরাহকারীদের (যেমন: মাইক্রোসফট অ্যাজ্যুর বা আমাজন ওয়েব সার্ভিসেস) সঙ্গে কাজ করতে পারবে, যা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সমস্যা মোকাবিলা করতে সাহায্য করবে। কারণ বেশ কিছু সময় ধরে প্রযুক্তি সেক্টরের জন্য কঠোর নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।
২০২৪ সালে ৪০ বিলিয়ন ডলার আয় করেছে গুগলের ক্লাউড ইউনিট, যা কোম্পানির সার্চ ব্যবসার তুলনায় দ্রুত বেড়েছে। ডি এ ডেভিডসন অ্যানালিস্ট গিল লুরিয়া বলেছেন, উইজের উচ্চ মূল্যায়নটি তার আরেক বছরের ব্যাপক প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে।
তিনি আরও বলেছেন, ‘গুগল যদি মাইক্রোসফট অ্যাজুরের সঙ্গে বড় এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য প্রতিযোগিতা করতে চায়, তাহলে তাদের নিরাপত্তা সফটওয়্যারসহ আরও অন্যান্য সেবার প্যাকেজ দিতে হবে।’
যদি উইজ চুক্তি বাতিল করতে চায়, তবে তাদের ৩ দশমিক ২ বিলিয়ন ডলার বিচ্ছেদ ফি গুগলকে পরিশোধ করতে হবে, যা ইতিহাসের অন্যতম উচ্চতম বিচ্ছেদ ফি হবে।
গত বছরে গ্লোবাল ক্রাউডস্ট্রাইক বিভ্রাটের কারণে বিভিন্ন শিল্পে কার্যক্রম বেশ কিছু সময় বিঘ্নিত ছিল। তাই অনলাইন ডোমেন সুরক্ষিত এবং সাইবার নিরাপত্তা জোরদারে আরও বেশি ব্যয় করতে আগ্রহী হচ্ছে প্রতিষ্ঠানগুলো।
এই চুক্তি আরও একটি ইঙ্গিত যে, ইসরায়েলের সাইবার নিরাপত্তা শিল্প অনেক বেশি শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক। ইসরায়েল-ভিত্তিক বা ইসরায়েলি প্রতিষ্ঠিত একাধিক সুরক্ষা কোম্পানি সিলিকন ভ্যালির বড় বড় সংস্থাগুলো কিনে নিয়েছে। যেমন: ২০২২ সালে সিয়েমপ্লিফি নামের সাইবার নিরাপত্তা কোম্পানিকে আলফাবেট কিনে নেয়।
আবার ২০১৫ সালে উইজের প্রতিষ্ঠাতারা তাঁদের ক্লাউড নিরাপত্তা কোম্পানি অ্যাড্যালমকে মাইক্রোসফটের কাছে বিক্রি করেছিলেন।
তথ্যসূত্র: রয়টার্স
সাইবার নিরাপত্তাবিষয়ক ইসরায়েলি কোম্পানি উইজকে ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ২০০ কোটি ডলারে কিনতে যাচ্ছে গুগলের মূল কোম্পানি আলফাবেট। এটি কোম্পানিটির সবচেয়ে বড় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এই চুক্তি সাইবার নিরাপত্তায় তাদের অবকাঠামো আরও শক্তিশালী করবে এবং ক্লাউড কম্পিউটিংয়ে আমাজন ও মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতায় টেক্কা দিতে সাহায্য করবে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এই চুক্তির মাধ্যমে গুগল ক্লাউড ইউনিটে উইজকে অন্তর্ভুক্ত করবে আলফাবেট এবং কোম্পানিটির সাইবার নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করবে।
বড় প্রযুক্তি সংস্থাগুলোর চুক্তিগুলোর ওপর কঠোর নজরদারি অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন। তবে চুক্তির উচ্চমূল্য এবং প্রস্তাবিত বিচ্ছেদ ফি মাধ্যমে বোঝা যায় যে, আলফাবেট মনে করছে, এই চুক্তি হোয়াইট হাউসের নজরদারি ও অনুমোদন পাবে।
গুগলের শেয়ার গত মঙ্গলবার প্রায় ৩ শতাংশ কমেছে। গুগলের শেয়ার এ বছর ১৩ শতাংশ কমেছিল, যার কারণ ছিল চীনের কম খরচের ডিপসিকের উত্থান।
এদিকে গত বছর ২৩ বিলিয়ন ডলার প্রস্তাব দিয়েছিল আলফাবেট। তবে ইসরায়েলি স্টার্টআপ উইজ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তাই অধিগ্রহণটি চূড়ান্ত করতে এবার এত বড় পরিমাণের অর্থের প্রস্তাব করল গুগল।
গত মে মাসে একটি প্রাইভেট ফান্ডিং রাউন্ডে মাধ্যমে উইজের বাজারমূল্য হয় ১২ বিলিয়ন ডলার এবং ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এর বার্ষিক পুনরাবৃত্ত আয় ছিল ৫০০ মিলিয়ন ডলারের বেশি। সূত্রগুলো জানিয়েছে, গত বছর গুগলের প্রস্তাব উইজ প্রত্যাখ্যান করলেও উভয় পক্ষের মধ্যে যোগাযোগ বজায় ছিল। কারণ গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ান উইজের সঙ্গে চুক্তি করার জন্য মনস্থির করেছিলেন।
বিভিন্ন সূত্র জানিয়েছে, গত দুই মাসে আলোচনা ত্বরান্বিত হয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে এসেছেন। ট্রাম্প বলেছেন, তিনি বড় প্রযুক্তি সংস্থাগুলোর ওপর তীব্র নজরদারি চালিয়ে যাবেন, যা তার প্রথম প্রশাসনের সময় শুরু হয়েছিল। যদিও ওয়াল স্ট্রিট আশা করছে, এই প্রেসিডেন্টের অধীনে প্রতিযোগিতার নীতিমালায় কিছু পরিবর্তন আসতে পারে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের কঠোর অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক পরিবেশের কারণে অনেক কোম্পানির পক্ষে বড় চুক্তি সম্পাদন করা কঠিন হয়ে পড়েছিল। তবে ধারণা করা হচ্ছে, কিছু অ্যান্টিট্রাস্ট নীতি বাদ দেবে ট্রাম্প প্রশাসন।
উইজ আমাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), মাইক্রোসফট আজ্যুর এবং গুগল ক্লাউডসহ বিভিন্ন ক্লাউড সেবা প্রদানকারীর সঙ্গে কাজ করে এবং এর গ্রাহকদের মধ্যে মর্গান স্ট্যানলি, বিএমডব্লিউ এবং এলভিএমএইচ কোম্পানি অন্তর্ভুক্ত।
অন্যান্য প্রধান ক্লাউড সেবা প্রদানকারীর মাধ্যমেও উইজের পণ্যগুলো উপলব্ধ থাকবে। আলফাবেট আশা করছে যে, ২০২৬ সালে চুক্তিটি সম্পন্ন হবে। তবে এটি নিয়ন্ত্রক অনুমোদনের ওপর নির্ভর করবে।
গুগল উইজকে অধিগ্রহণ করলেও কোম্পানিটি অন্য ক্লাউড সেবা সরবরাহকারীদের (যেমন: মাইক্রোসফট অ্যাজ্যুর বা আমাজন ওয়েব সার্ভিসেস) সঙ্গে কাজ করতে পারবে, যা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সমস্যা মোকাবিলা করতে সাহায্য করবে। কারণ বেশ কিছু সময় ধরে প্রযুক্তি সেক্টরের জন্য কঠোর নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।
২০২৪ সালে ৪০ বিলিয়ন ডলার আয় করেছে গুগলের ক্লাউড ইউনিট, যা কোম্পানির সার্চ ব্যবসার তুলনায় দ্রুত বেড়েছে। ডি এ ডেভিডসন অ্যানালিস্ট গিল লুরিয়া বলেছেন, উইজের উচ্চ মূল্যায়নটি তার আরেক বছরের ব্যাপক প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে।
তিনি আরও বলেছেন, ‘গুগল যদি মাইক্রোসফট অ্যাজুরের সঙ্গে বড় এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য প্রতিযোগিতা করতে চায়, তাহলে তাদের নিরাপত্তা সফটওয়্যারসহ আরও অন্যান্য সেবার প্যাকেজ দিতে হবে।’
যদি উইজ চুক্তি বাতিল করতে চায়, তবে তাদের ৩ দশমিক ২ বিলিয়ন ডলার বিচ্ছেদ ফি গুগলকে পরিশোধ করতে হবে, যা ইতিহাসের অন্যতম উচ্চতম বিচ্ছেদ ফি হবে।
গত বছরে গ্লোবাল ক্রাউডস্ট্রাইক বিভ্রাটের কারণে বিভিন্ন শিল্পে কার্যক্রম বেশ কিছু সময় বিঘ্নিত ছিল। তাই অনলাইন ডোমেন সুরক্ষিত এবং সাইবার নিরাপত্তা জোরদারে আরও বেশি ব্যয় করতে আগ্রহী হচ্ছে প্রতিষ্ঠানগুলো।
এই চুক্তি আরও একটি ইঙ্গিত যে, ইসরায়েলের সাইবার নিরাপত্তা শিল্প অনেক বেশি শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক। ইসরায়েল-ভিত্তিক বা ইসরায়েলি প্রতিষ্ঠিত একাধিক সুরক্ষা কোম্পানি সিলিকন ভ্যালির বড় বড় সংস্থাগুলো কিনে নিয়েছে। যেমন: ২০২২ সালে সিয়েমপ্লিফি নামের সাইবার নিরাপত্তা কোম্পানিকে আলফাবেট কিনে নেয়।
আবার ২০১৫ সালে উইজের প্রতিষ্ঠাতারা তাঁদের ক্লাউড নিরাপত্তা কোম্পানি অ্যাড্যালমকে মাইক্রোসফটের কাছে বিক্রি করেছিলেন।
তথ্যসূত্র: রয়টার্স
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
৯ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
৯ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
১১ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
১১ ঘণ্টা আগে