সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অনেক তথ্য ও ছবি শেয়ার করা হয়। আর এসব তথ্য সুরক্ষিত রাখারও গুরুত্বপূর্ণ। তবে ফেসবুকে ‘প্রোফাইল লক’ নামে ফিচার রয়েছে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করে।
ফেসবুক প্রোফাইল লক কী
ফেসবুক প্রোফাইল লক একটি গোপনীয়তা ফিচার, যা ব্যবহারকারীদের তাঁদের প্রোফাইলের ওপর আরও নিয়ন্ত্রণ দেয়। যখন এই ফিচারটি চালু করা হয়, তখন এটি আপনার ছবি, পোস্ট এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য লক করে। অর্থাৎ শুধু আপনার বন্ধুরাই আপনার পুরো প্রোফাইল ছবি, কভার ফটো, স্টোরিজ এবং নতুন পোস্ট দেখতে পারবে। এর পাশাপাশি, আপনি যেসব পোস্ট আগে পাবলিকভাবে শেয়ার করেছেন, সেগুলো এখন বন্ধুদের জন্য সীমাবদ্ধ হয়ে যাবে।
যাঁরা তাঁদের ব্যক্তিগত তথ্য অপরিচিতদের কাছ থেকে সুরক্ষিত রাখতে চান, তাঁদের জন্য এই ফিচার বিশেষভাবে উপকারী।
স্মার্টফোনের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল কীভাবে লক করবেন
স্মার্টফোনের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল লক করা একটি সহজ প্রক্রিয়া। ফিচারটি চালু করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন—
১. আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে ফেসবুক অ্যাপটি খুলুন এবং আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
২. আপনার প্রোফাইল ছবি অথবা তিনটি অনুভূমিক লাইন (মেনু) ট্যাপ করুন এবং আপনার নাম নির্বাচন করে প্রোফাইল পেজে প্রবেশ করুন।
৩. প্রোফাইল পেজে ‘অ্যাড টু স্টোরি’ বাটনের পাশে তিনটি ডটে (থ্রি ডট) ট্যাপ করুন, যা প্রোফাইল সেটিংস মেনু খুলবে।
৪. এবার ‘লক প্রোফাইল’ অপশন নির্বাচন করুন।
৫. এখন স্ক্রিনে প্রোফাইল লকের ফিচারগুলো ব্যাখ্যা করা হবে। ফিচারটি চালু করতে ‘লক ইউওর প্রোফাইল’ ট্যাপ করুন।
এভাবে আপনার প্রোফাইল লক হয়ে যাবে। এই প্রক্রিয়াটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের জন্যই একই।
ডেস্কটপে ফেসবুক প্রোফাইল কীভাবে লক করবেন যেভাবে
যদি আপনি ডেস্কটপ বা ল্যাপটপে ফেসবুক ব্যবহার করতে পছন্দ করেন। তবে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে আপনার প্রোফাইল লক করতে পারেন—
১. আপনার পছন্দসই ওয়েব ব্রাউজার খুলুন। এরপর ফেসবুকের ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টে লগইন করুন।
২. ওপরের ডান কোনায় থাকা প্রোফাইল ছবি অথবা নামের ওপর ক্লিক করুন। এর ফলে আপনার প্রোফাইল পেজে চালু হবে।
৩. এখন ‘এডিট প্রোফাইল’ বাটনের পাশে তিনটি ডট (থ্রি ডট) ক্লিক করুন, যা একটি ড্রপডাউন মেনু খুলবে।
৪. ড্রপডাউন মেনু থেকে ‘লক প্রোফাইল’ অপশন নির্বাচন করুন।
৫. স্ক্রিনে একটি প্রম্পট আসবে, যা প্রোফাইল লক ফিচারের বিস্তারিত বর্ণনা দেবে। ফিচারটি সক্রিয় করতে ‘লক ইউওর প্রোফাইল’-এ ক্লিক করুন।
এভাবে আপনার প্রোফাইল লক হয়ে যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অনেক তথ্য ও ছবি শেয়ার করা হয়। আর এসব তথ্য সুরক্ষিত রাখারও গুরুত্বপূর্ণ। তবে ফেসবুকে ‘প্রোফাইল লক’ নামে ফিচার রয়েছে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করে।
ফেসবুক প্রোফাইল লক কী
ফেসবুক প্রোফাইল লক একটি গোপনীয়তা ফিচার, যা ব্যবহারকারীদের তাঁদের প্রোফাইলের ওপর আরও নিয়ন্ত্রণ দেয়। যখন এই ফিচারটি চালু করা হয়, তখন এটি আপনার ছবি, পোস্ট এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য লক করে। অর্থাৎ শুধু আপনার বন্ধুরাই আপনার পুরো প্রোফাইল ছবি, কভার ফটো, স্টোরিজ এবং নতুন পোস্ট দেখতে পারবে। এর পাশাপাশি, আপনি যেসব পোস্ট আগে পাবলিকভাবে শেয়ার করেছেন, সেগুলো এখন বন্ধুদের জন্য সীমাবদ্ধ হয়ে যাবে।
যাঁরা তাঁদের ব্যক্তিগত তথ্য অপরিচিতদের কাছ থেকে সুরক্ষিত রাখতে চান, তাঁদের জন্য এই ফিচার বিশেষভাবে উপকারী।
স্মার্টফোনের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল কীভাবে লক করবেন
স্মার্টফোনের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল লক করা একটি সহজ প্রক্রিয়া। ফিচারটি চালু করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন—
১. আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে ফেসবুক অ্যাপটি খুলুন এবং আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
২. আপনার প্রোফাইল ছবি অথবা তিনটি অনুভূমিক লাইন (মেনু) ট্যাপ করুন এবং আপনার নাম নির্বাচন করে প্রোফাইল পেজে প্রবেশ করুন।
৩. প্রোফাইল পেজে ‘অ্যাড টু স্টোরি’ বাটনের পাশে তিনটি ডটে (থ্রি ডট) ট্যাপ করুন, যা প্রোফাইল সেটিংস মেনু খুলবে।
৪. এবার ‘লক প্রোফাইল’ অপশন নির্বাচন করুন।
৫. এখন স্ক্রিনে প্রোফাইল লকের ফিচারগুলো ব্যাখ্যা করা হবে। ফিচারটি চালু করতে ‘লক ইউওর প্রোফাইল’ ট্যাপ করুন।
এভাবে আপনার প্রোফাইল লক হয়ে যাবে। এই প্রক্রিয়াটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের জন্যই একই।
ডেস্কটপে ফেসবুক প্রোফাইল কীভাবে লক করবেন যেভাবে
যদি আপনি ডেস্কটপ বা ল্যাপটপে ফেসবুক ব্যবহার করতে পছন্দ করেন। তবে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে আপনার প্রোফাইল লক করতে পারেন—
১. আপনার পছন্দসই ওয়েব ব্রাউজার খুলুন। এরপর ফেসবুকের ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টে লগইন করুন।
২. ওপরের ডান কোনায় থাকা প্রোফাইল ছবি অথবা নামের ওপর ক্লিক করুন। এর ফলে আপনার প্রোফাইল পেজে চালু হবে।
৩. এখন ‘এডিট প্রোফাইল’ বাটনের পাশে তিনটি ডট (থ্রি ডট) ক্লিক করুন, যা একটি ড্রপডাউন মেনু খুলবে।
৪. ড্রপডাউন মেনু থেকে ‘লক প্রোফাইল’ অপশন নির্বাচন করুন।
৫. স্ক্রিনে একটি প্রম্পট আসবে, যা প্রোফাইল লক ফিচারের বিস্তারিত বর্ণনা দেবে। ফিচারটি সক্রিয় করতে ‘লক ইউওর প্রোফাইল’-এ ক্লিক করুন।
এভাবে আপনার প্রোফাইল লক হয়ে যাবে।
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
৯ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১৪ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
১৮ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১৯ ঘণ্টা আগে