সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অনেক তথ্য ও ছবি শেয়ার করা হয়। আর এসব তথ্য সুরক্ষিত রাখারও গুরুত্বপূর্ণ। তবে ফেসবুকে ‘প্রোফাইল লক’ নামে ফিচার রয়েছে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করে।
ফেসবুক প্রোফাইল লক কী
ফেসবুক প্রোফাইল লক একটি গোপনীয়তা ফিচার, যা ব্যবহারকারীদের তাঁদের প্রোফাইলের ওপর আরও নিয়ন্ত্রণ দেয়। যখন এই ফিচারটি চালু করা হয়, তখন এটি আপনার ছবি, পোস্ট এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য লক করে। অর্থাৎ শুধু আপনার বন্ধুরাই আপনার পুরো প্রোফাইল ছবি, কভার ফটো, স্টোরিজ এবং নতুন পোস্ট দেখতে পারবে। এর পাশাপাশি, আপনি যেসব পোস্ট আগে পাবলিকভাবে শেয়ার করেছেন, সেগুলো এখন বন্ধুদের জন্য সীমাবদ্ধ হয়ে যাবে।
যাঁরা তাঁদের ব্যক্তিগত তথ্য অপরিচিতদের কাছ থেকে সুরক্ষিত রাখতে চান, তাঁদের জন্য এই ফিচার বিশেষভাবে উপকারী।
স্মার্টফোনের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল কীভাবে লক করবেন
স্মার্টফোনের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল লক করা একটি সহজ প্রক্রিয়া। ফিচারটি চালু করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন—
১. আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে ফেসবুক অ্যাপটি খুলুন এবং আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
২. আপনার প্রোফাইল ছবি অথবা তিনটি অনুভূমিক লাইন (মেনু) ট্যাপ করুন এবং আপনার নাম নির্বাচন করে প্রোফাইল পেজে প্রবেশ করুন।
৩. প্রোফাইল পেজে ‘অ্যাড টু স্টোরি’ বাটনের পাশে তিনটি ডটে (থ্রি ডট) ট্যাপ করুন, যা প্রোফাইল সেটিংস মেনু খুলবে।
৪. এবার ‘লক প্রোফাইল’ অপশন নির্বাচন করুন।
৫. এখন স্ক্রিনে প্রোফাইল লকের ফিচারগুলো ব্যাখ্যা করা হবে। ফিচারটি চালু করতে ‘লক ইউওর প্রোফাইল’ ট্যাপ করুন।
এভাবে আপনার প্রোফাইল লক হয়ে যাবে। এই প্রক্রিয়াটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের জন্যই একই।
ডেস্কটপে ফেসবুক প্রোফাইল কীভাবে লক করবেন যেভাবে
যদি আপনি ডেস্কটপ বা ল্যাপটপে ফেসবুক ব্যবহার করতে পছন্দ করেন। তবে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে আপনার প্রোফাইল লক করতে পারেন—
১. আপনার পছন্দসই ওয়েব ব্রাউজার খুলুন। এরপর ফেসবুকের ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টে লগইন করুন।
২. ওপরের ডান কোনায় থাকা প্রোফাইল ছবি অথবা নামের ওপর ক্লিক করুন। এর ফলে আপনার প্রোফাইল পেজে চালু হবে।
৩. এখন ‘এডিট প্রোফাইল’ বাটনের পাশে তিনটি ডট (থ্রি ডট) ক্লিক করুন, যা একটি ড্রপডাউন মেনু খুলবে।
৪. ড্রপডাউন মেনু থেকে ‘লক প্রোফাইল’ অপশন নির্বাচন করুন।
৫. স্ক্রিনে একটি প্রম্পট আসবে, যা প্রোফাইল লক ফিচারের বিস্তারিত বর্ণনা দেবে। ফিচারটি সক্রিয় করতে ‘লক ইউওর প্রোফাইল’-এ ক্লিক করুন।
এভাবে আপনার প্রোফাইল লক হয়ে যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অনেক তথ্য ও ছবি শেয়ার করা হয়। আর এসব তথ্য সুরক্ষিত রাখারও গুরুত্বপূর্ণ। তবে ফেসবুকে ‘প্রোফাইল লক’ নামে ফিচার রয়েছে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করে।
ফেসবুক প্রোফাইল লক কী
ফেসবুক প্রোফাইল লক একটি গোপনীয়তা ফিচার, যা ব্যবহারকারীদের তাঁদের প্রোফাইলের ওপর আরও নিয়ন্ত্রণ দেয়। যখন এই ফিচারটি চালু করা হয়, তখন এটি আপনার ছবি, পোস্ট এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য লক করে। অর্থাৎ শুধু আপনার বন্ধুরাই আপনার পুরো প্রোফাইল ছবি, কভার ফটো, স্টোরিজ এবং নতুন পোস্ট দেখতে পারবে। এর পাশাপাশি, আপনি যেসব পোস্ট আগে পাবলিকভাবে শেয়ার করেছেন, সেগুলো এখন বন্ধুদের জন্য সীমাবদ্ধ হয়ে যাবে।
যাঁরা তাঁদের ব্যক্তিগত তথ্য অপরিচিতদের কাছ থেকে সুরক্ষিত রাখতে চান, তাঁদের জন্য এই ফিচার বিশেষভাবে উপকারী।
স্মার্টফোনের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল কীভাবে লক করবেন
স্মার্টফোনের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল লক করা একটি সহজ প্রক্রিয়া। ফিচারটি চালু করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন—
১. আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে ফেসবুক অ্যাপটি খুলুন এবং আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
২. আপনার প্রোফাইল ছবি অথবা তিনটি অনুভূমিক লাইন (মেনু) ট্যাপ করুন এবং আপনার নাম নির্বাচন করে প্রোফাইল পেজে প্রবেশ করুন।
৩. প্রোফাইল পেজে ‘অ্যাড টু স্টোরি’ বাটনের পাশে তিনটি ডটে (থ্রি ডট) ট্যাপ করুন, যা প্রোফাইল সেটিংস মেনু খুলবে।
৪. এবার ‘লক প্রোফাইল’ অপশন নির্বাচন করুন।
৫. এখন স্ক্রিনে প্রোফাইল লকের ফিচারগুলো ব্যাখ্যা করা হবে। ফিচারটি চালু করতে ‘লক ইউওর প্রোফাইল’ ট্যাপ করুন।
এভাবে আপনার প্রোফাইল লক হয়ে যাবে। এই প্রক্রিয়াটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের জন্যই একই।
ডেস্কটপে ফেসবুক প্রোফাইল কীভাবে লক করবেন যেভাবে
যদি আপনি ডেস্কটপ বা ল্যাপটপে ফেসবুক ব্যবহার করতে পছন্দ করেন। তবে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে আপনার প্রোফাইল লক করতে পারেন—
১. আপনার পছন্দসই ওয়েব ব্রাউজার খুলুন। এরপর ফেসবুকের ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টে লগইন করুন।
২. ওপরের ডান কোনায় থাকা প্রোফাইল ছবি অথবা নামের ওপর ক্লিক করুন। এর ফলে আপনার প্রোফাইল পেজে চালু হবে।
৩. এখন ‘এডিট প্রোফাইল’ বাটনের পাশে তিনটি ডট (থ্রি ডট) ক্লিক করুন, যা একটি ড্রপডাউন মেনু খুলবে।
৪. ড্রপডাউন মেনু থেকে ‘লক প্রোফাইল’ অপশন নির্বাচন করুন।
৫. স্ক্রিনে একটি প্রম্পট আসবে, যা প্রোফাইল লক ফিচারের বিস্তারিত বর্ণনা দেবে। ফিচারটি সক্রিয় করতে ‘লক ইউওর প্রোফাইল’-এ ক্লিক করুন।
এভাবে আপনার প্রোফাইল লক হয়ে যাবে।
মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১৪ ঘণ্টা আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১৫ ঘণ্টা আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
২ দিন আগে