স্যামসাং তাদের অ্যান্ড্রয়েড ১৫ভিত্তিক নতুন ইন্টারফেস ওয়ান ইউআই ৭-এর আনুষ্ঠানিক রিলিজের তারিখ ঘোষণা করেছে। গ্যালাক্সি এস২৫ সিরিজের বাইরের ডিভাইসগুলোর জন্য আগামী ৭ এপ্রিল থেকে এই আপডেট রোলআউট শুরু হবে। প্রথম আপডেট পাবে গ্যালাক্সি এস২৪ সিরিজ। এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো গত বছরের শেষে ওয়ান ইউআই ৭ বেটা সংস্করণের আপডেট পেয়েছিল।
প্রাথমিক রিলিজের পর অন্যান্য ডিভাইসের জন্যও এই আপডেট আনবে স্যামসাং। ধীরে ধীরে গ্যালাক্সি জেড ফোল্ড ৬, জেড ফ্লিপ ৬, গ্যালাক্সি এস২৩ সিরিজ, এস২৩ এফই গ্যালাক্সি জেড ফোল্ড ৫, জেড ফ্লিপ ৫, গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজ, গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজ এবং গ্যালাক্সি এস২৪ এফইতে এই আপডেট পৌঁছাবে। তবে অঞ্চল, ক্যারিয়ার ও পরীক্ষা–নিরীক্ষা পর্যায়ের ওপর নির্ভর করে এই মডেলগুলোর জন্য নির্দিষ্ট সময়সূচি পরিবর্তন হতে পারে।
আগামী কয়েক সপ্তাহে যেসব ডিভাইস ওয়ান ইউআই ৭ আপডেট পাবে, সেগুলো হলো—
ওয়ান ইউআই ৭-এর নতুন ফিচার এবং আপডেট
ওয়ান ইউআই ৭-এর মধ্যে অনেক নতুন ফিচার রয়েছে। এতে একটি নতুন হোম স্ক্রিন, আপডেটেড ওয়ান ইউআই উইজেট এবং কাস্টমাইজ যোগ্য লক স্ক্রিন থাকবে। এ ছাড়া একটি নতুন ‘নাও বার’ যোগ করা হয়েছে, যা ফোন আনলক না করেই রিয়েল-টাইম আপডেট দেখাবে। এটি আইফোনের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো। তবে এটি স্ক্রিনের নিচে দিকে অবস্থান করে এবং ব্যবহারকারীদের জন্য আরও সহজলভ্য।
এ ছাড়া, ওয়ান ইউআই ৭-এ গুগল জেমিনি ইন্টিগ্রেশন যোগ করা হয়েছে, যা ভয়েস-ভিত্তিক সার্চ ও কমান্ডের সুবিধা প্রদান করবে।
তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গ্যালাক্সি এস১৪ সিরিজে নতুন ভিডিও রেকর্ডিং ফিচার থাকতে পারে, যা লগারিদমিক ফরম্যাটে ভিডিও ফুটেজ রেকর্ড করতে পারবে। এটি ব্যবহারকারীদের খুব অন্ধকার এবং খুব উজ্জ্বল পরিবেশে উন্নতমানের ভিডিও ধারণ করার সুযোগ দেবে।
গুগলের অ্যান্ড্রয়েড ১৫-এর রোলআউটের পর স্যামসাংয়ের ওয়ান ইউআই ৭ উন্মোচন করেছিল। এটি ২০২৪ সালের শেষের দিকে পিক্সেল ফোনের জন্য প্রকাশিত হয়েছিল।
স্যামসাং তাদের অ্যান্ড্রয়েড ১৫ভিত্তিক নতুন ইন্টারফেস ওয়ান ইউআই ৭-এর আনুষ্ঠানিক রিলিজের তারিখ ঘোষণা করেছে। গ্যালাক্সি এস২৫ সিরিজের বাইরের ডিভাইসগুলোর জন্য আগামী ৭ এপ্রিল থেকে এই আপডেট রোলআউট শুরু হবে। প্রথম আপডেট পাবে গ্যালাক্সি এস২৪ সিরিজ। এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো গত বছরের শেষে ওয়ান ইউআই ৭ বেটা সংস্করণের আপডেট পেয়েছিল।
প্রাথমিক রিলিজের পর অন্যান্য ডিভাইসের জন্যও এই আপডেট আনবে স্যামসাং। ধীরে ধীরে গ্যালাক্সি জেড ফোল্ড ৬, জেড ফ্লিপ ৬, গ্যালাক্সি এস২৩ সিরিজ, এস২৩ এফই গ্যালাক্সি জেড ফোল্ড ৫, জেড ফ্লিপ ৫, গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজ, গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজ এবং গ্যালাক্সি এস২৪ এফইতে এই আপডেট পৌঁছাবে। তবে অঞ্চল, ক্যারিয়ার ও পরীক্ষা–নিরীক্ষা পর্যায়ের ওপর নির্ভর করে এই মডেলগুলোর জন্য নির্দিষ্ট সময়সূচি পরিবর্তন হতে পারে।
আগামী কয়েক সপ্তাহে যেসব ডিভাইস ওয়ান ইউআই ৭ আপডেট পাবে, সেগুলো হলো—
ওয়ান ইউআই ৭-এর নতুন ফিচার এবং আপডেট
ওয়ান ইউআই ৭-এর মধ্যে অনেক নতুন ফিচার রয়েছে। এতে একটি নতুন হোম স্ক্রিন, আপডেটেড ওয়ান ইউআই উইজেট এবং কাস্টমাইজ যোগ্য লক স্ক্রিন থাকবে। এ ছাড়া একটি নতুন ‘নাও বার’ যোগ করা হয়েছে, যা ফোন আনলক না করেই রিয়েল-টাইম আপডেট দেখাবে। এটি আইফোনের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো। তবে এটি স্ক্রিনের নিচে দিকে অবস্থান করে এবং ব্যবহারকারীদের জন্য আরও সহজলভ্য।
এ ছাড়া, ওয়ান ইউআই ৭-এ গুগল জেমিনি ইন্টিগ্রেশন যোগ করা হয়েছে, যা ভয়েস-ভিত্তিক সার্চ ও কমান্ডের সুবিধা প্রদান করবে।
তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গ্যালাক্সি এস১৪ সিরিজে নতুন ভিডিও রেকর্ডিং ফিচার থাকতে পারে, যা লগারিদমিক ফরম্যাটে ভিডিও ফুটেজ রেকর্ড করতে পারবে। এটি ব্যবহারকারীদের খুব অন্ধকার এবং খুব উজ্জ্বল পরিবেশে উন্নতমানের ভিডিও ধারণ করার সুযোগ দেবে।
গুগলের অ্যান্ড্রয়েড ১৫-এর রোলআউটের পর স্যামসাংয়ের ওয়ান ইউআই ৭ উন্মোচন করেছিল। এটি ২০২৪ সালের শেষের দিকে পিক্সেল ফোনের জন্য প্রকাশিত হয়েছিল।
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৫ ঘণ্টা আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
৮ ঘণ্টা আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
১০ ঘণ্টা আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
১২ ঘণ্টা আগে