স্যামসাং তাদের অ্যান্ড্রয়েড ১৫ভিত্তিক নতুন ইন্টারফেস ওয়ান ইউআই ৭-এর আনুষ্ঠানিক রিলিজের তারিখ ঘোষণা করেছে। গ্যালাক্সি এস২৫ সিরিজের বাইরের ডিভাইসগুলোর জন্য আগামী ৭ এপ্রিল থেকে এই আপডেট রোলআউট শুরু হবে। প্রথম আপডেট পাবে গ্যালাক্সি এস২৪ সিরিজ। এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো গত বছরের শেষে ওয়ান ইউআই ৭ বেটা সংস্করণের আপডেট পেয়েছিল।
প্রাথমিক রিলিজের পর অন্যান্য ডিভাইসের জন্যও এই আপডেট আনবে স্যামসাং। ধীরে ধীরে গ্যালাক্সি জেড ফোল্ড ৬, জেড ফ্লিপ ৬, গ্যালাক্সি এস২৩ সিরিজ, এস২৩ এফই গ্যালাক্সি জেড ফোল্ড ৫, জেড ফ্লিপ ৫, গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজ, গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজ এবং গ্যালাক্সি এস২৪ এফইতে এই আপডেট পৌঁছাবে। তবে অঞ্চল, ক্যারিয়ার ও পরীক্ষা–নিরীক্ষা পর্যায়ের ওপর নির্ভর করে এই মডেলগুলোর জন্য নির্দিষ্ট সময়সূচি পরিবর্তন হতে পারে।
আগামী কয়েক সপ্তাহে যেসব ডিভাইস ওয়ান ইউআই ৭ আপডেট পাবে, সেগুলো হলো—
ওয়ান ইউআই ৭-এর নতুন ফিচার এবং আপডেট
ওয়ান ইউআই ৭-এর মধ্যে অনেক নতুন ফিচার রয়েছে। এতে একটি নতুন হোম স্ক্রিন, আপডেটেড ওয়ান ইউআই উইজেট এবং কাস্টমাইজ যোগ্য লক স্ক্রিন থাকবে। এ ছাড়া একটি নতুন ‘নাও বার’ যোগ করা হয়েছে, যা ফোন আনলক না করেই রিয়েল-টাইম আপডেট দেখাবে। এটি আইফোনের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো। তবে এটি স্ক্রিনের নিচে দিকে অবস্থান করে এবং ব্যবহারকারীদের জন্য আরও সহজলভ্য।
এ ছাড়া, ওয়ান ইউআই ৭-এ গুগল জেমিনি ইন্টিগ্রেশন যোগ করা হয়েছে, যা ভয়েস-ভিত্তিক সার্চ ও কমান্ডের সুবিধা প্রদান করবে।
তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গ্যালাক্সি এস১৪ সিরিজে নতুন ভিডিও রেকর্ডিং ফিচার থাকতে পারে, যা লগারিদমিক ফরম্যাটে ভিডিও ফুটেজ রেকর্ড করতে পারবে। এটি ব্যবহারকারীদের খুব অন্ধকার এবং খুব উজ্জ্বল পরিবেশে উন্নতমানের ভিডিও ধারণ করার সুযোগ দেবে।
গুগলের অ্যান্ড্রয়েড ১৫-এর রোলআউটের পর স্যামসাংয়ের ওয়ান ইউআই ৭ উন্মোচন করেছিল। এটি ২০২৪ সালের শেষের দিকে পিক্সেল ফোনের জন্য প্রকাশিত হয়েছিল।
স্যামসাং তাদের অ্যান্ড্রয়েড ১৫ভিত্তিক নতুন ইন্টারফেস ওয়ান ইউআই ৭-এর আনুষ্ঠানিক রিলিজের তারিখ ঘোষণা করেছে। গ্যালাক্সি এস২৫ সিরিজের বাইরের ডিভাইসগুলোর জন্য আগামী ৭ এপ্রিল থেকে এই আপডেট রোলআউট শুরু হবে। প্রথম আপডেট পাবে গ্যালাক্সি এস২৪ সিরিজ। এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো গত বছরের শেষে ওয়ান ইউআই ৭ বেটা সংস্করণের আপডেট পেয়েছিল।
প্রাথমিক রিলিজের পর অন্যান্য ডিভাইসের জন্যও এই আপডেট আনবে স্যামসাং। ধীরে ধীরে গ্যালাক্সি জেড ফোল্ড ৬, জেড ফ্লিপ ৬, গ্যালাক্সি এস২৩ সিরিজ, এস২৩ এফই গ্যালাক্সি জেড ফোল্ড ৫, জেড ফ্লিপ ৫, গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজ, গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজ এবং গ্যালাক্সি এস২৪ এফইতে এই আপডেট পৌঁছাবে। তবে অঞ্চল, ক্যারিয়ার ও পরীক্ষা–নিরীক্ষা পর্যায়ের ওপর নির্ভর করে এই মডেলগুলোর জন্য নির্দিষ্ট সময়সূচি পরিবর্তন হতে পারে।
আগামী কয়েক সপ্তাহে যেসব ডিভাইস ওয়ান ইউআই ৭ আপডেট পাবে, সেগুলো হলো—
ওয়ান ইউআই ৭-এর নতুন ফিচার এবং আপডেট
ওয়ান ইউআই ৭-এর মধ্যে অনেক নতুন ফিচার রয়েছে। এতে একটি নতুন হোম স্ক্রিন, আপডেটেড ওয়ান ইউআই উইজেট এবং কাস্টমাইজ যোগ্য লক স্ক্রিন থাকবে। এ ছাড়া একটি নতুন ‘নাও বার’ যোগ করা হয়েছে, যা ফোন আনলক না করেই রিয়েল-টাইম আপডেট দেখাবে। এটি আইফোনের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো। তবে এটি স্ক্রিনের নিচে দিকে অবস্থান করে এবং ব্যবহারকারীদের জন্য আরও সহজলভ্য।
এ ছাড়া, ওয়ান ইউআই ৭-এ গুগল জেমিনি ইন্টিগ্রেশন যোগ করা হয়েছে, যা ভয়েস-ভিত্তিক সার্চ ও কমান্ডের সুবিধা প্রদান করবে।
তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গ্যালাক্সি এস১৪ সিরিজে নতুন ভিডিও রেকর্ডিং ফিচার থাকতে পারে, যা লগারিদমিক ফরম্যাটে ভিডিও ফুটেজ রেকর্ড করতে পারবে। এটি ব্যবহারকারীদের খুব অন্ধকার এবং খুব উজ্জ্বল পরিবেশে উন্নতমানের ভিডিও ধারণ করার সুযোগ দেবে।
গুগলের অ্যান্ড্রয়েড ১৫-এর রোলআউটের পর স্যামসাংয়ের ওয়ান ইউআই ৭ উন্মোচন করেছিল। এটি ২০২৪ সালের শেষের দিকে পিক্সেল ফোনের জন্য প্রকাশিত হয়েছিল।
টিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
১ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
২ ঘণ্টা আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
৩ ঘণ্টা আগেসৌদি কোম্পানি হিউমেইনকে ১৮ হাজারেরও বেশি সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ সরবরাহ করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সৌদি-আমেরিকান বিনিয়োগ ফোরামে এই ঘোষণা দেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ চিপগুলো সৌদি আরবে বৃহৎ পরিসরে
৪ ঘণ্টা আগে