অনলাইন ডেস্ক
স্যামসাং তাদের অ্যান্ড্রয়েড ১৫ভিত্তিক নতুন ইন্টারফেস ওয়ান ইউআই ৭-এর আনুষ্ঠানিক রিলিজের তারিখ ঘোষণা করেছে। গ্যালাক্সি এস২৫ সিরিজের বাইরের ডিভাইসগুলোর জন্য আগামী ৭ এপ্রিল থেকে এই আপডেট রোলআউট শুরু হবে। প্রথম আপডেট পাবে গ্যালাক্সি এস২৪ সিরিজ। এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো গত বছরের শেষে ওয়ান ইউআই ৭ বেটা সংস্করণের আপডেট পেয়েছিল।
প্রাথমিক রিলিজের পর অন্যান্য ডিভাইসের জন্যও এই আপডেট আনবে স্যামসাং। ধীরে ধীরে গ্যালাক্সি জেড ফোল্ড ৬, জেড ফ্লিপ ৬, গ্যালাক্সি এস২৩ সিরিজ, এস২৩ এফই গ্যালাক্সি জেড ফোল্ড ৫, জেড ফ্লিপ ৫, গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজ, গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজ এবং গ্যালাক্সি এস২৪ এফইতে এই আপডেট পৌঁছাবে। তবে অঞ্চল, ক্যারিয়ার ও পরীক্ষা–নিরীক্ষা পর্যায়ের ওপর নির্ভর করে এই মডেলগুলোর জন্য নির্দিষ্ট সময়সূচি পরিবর্তন হতে পারে।
আগামী কয়েক সপ্তাহে যেসব ডিভাইস ওয়ান ইউআই ৭ আপডেট পাবে, সেগুলো হলো—
ওয়ান ইউআই ৭-এর নতুন ফিচার এবং আপডেট
ওয়ান ইউআই ৭-এর মধ্যে অনেক নতুন ফিচার রয়েছে। এতে একটি নতুন হোম স্ক্রিন, আপডেটেড ওয়ান ইউআই উইজেট এবং কাস্টমাইজ যোগ্য লক স্ক্রিন থাকবে। এ ছাড়া একটি নতুন ‘নাও বার’ যোগ করা হয়েছে, যা ফোন আনলক না করেই রিয়েল-টাইম আপডেট দেখাবে। এটি আইফোনের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো। তবে এটি স্ক্রিনের নিচে দিকে অবস্থান করে এবং ব্যবহারকারীদের জন্য আরও সহজলভ্য।
এ ছাড়া, ওয়ান ইউআই ৭-এ গুগল জেমিনি ইন্টিগ্রেশন যোগ করা হয়েছে, যা ভয়েস-ভিত্তিক সার্চ ও কমান্ডের সুবিধা প্রদান করবে।
তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গ্যালাক্সি এস১৪ সিরিজে নতুন ভিডিও রেকর্ডিং ফিচার থাকতে পারে, যা লগারিদমিক ফরম্যাটে ভিডিও ফুটেজ রেকর্ড করতে পারবে। এটি ব্যবহারকারীদের খুব অন্ধকার এবং খুব উজ্জ্বল পরিবেশে উন্নতমানের ভিডিও ধারণ করার সুযোগ দেবে।
গুগলের অ্যান্ড্রয়েড ১৫-এর রোলআউটের পর স্যামসাংয়ের ওয়ান ইউআই ৭ উন্মোচন করেছিল। এটি ২০২৪ সালের শেষের দিকে পিক্সেল ফোনের জন্য প্রকাশিত হয়েছিল।
স্যামসাং তাদের অ্যান্ড্রয়েড ১৫ভিত্তিক নতুন ইন্টারফেস ওয়ান ইউআই ৭-এর আনুষ্ঠানিক রিলিজের তারিখ ঘোষণা করেছে। গ্যালাক্সি এস২৫ সিরিজের বাইরের ডিভাইসগুলোর জন্য আগামী ৭ এপ্রিল থেকে এই আপডেট রোলআউট শুরু হবে। প্রথম আপডেট পাবে গ্যালাক্সি এস২৪ সিরিজ। এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো গত বছরের শেষে ওয়ান ইউআই ৭ বেটা সংস্করণের আপডেট পেয়েছিল।
প্রাথমিক রিলিজের পর অন্যান্য ডিভাইসের জন্যও এই আপডেট আনবে স্যামসাং। ধীরে ধীরে গ্যালাক্সি জেড ফোল্ড ৬, জেড ফ্লিপ ৬, গ্যালাক্সি এস২৩ সিরিজ, এস২৩ এফই গ্যালাক্সি জেড ফোল্ড ৫, জেড ফ্লিপ ৫, গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজ, গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজ এবং গ্যালাক্সি এস২৪ এফইতে এই আপডেট পৌঁছাবে। তবে অঞ্চল, ক্যারিয়ার ও পরীক্ষা–নিরীক্ষা পর্যায়ের ওপর নির্ভর করে এই মডেলগুলোর জন্য নির্দিষ্ট সময়সূচি পরিবর্তন হতে পারে।
আগামী কয়েক সপ্তাহে যেসব ডিভাইস ওয়ান ইউআই ৭ আপডেট পাবে, সেগুলো হলো—
ওয়ান ইউআই ৭-এর নতুন ফিচার এবং আপডেট
ওয়ান ইউআই ৭-এর মধ্যে অনেক নতুন ফিচার রয়েছে। এতে একটি নতুন হোম স্ক্রিন, আপডেটেড ওয়ান ইউআই উইজেট এবং কাস্টমাইজ যোগ্য লক স্ক্রিন থাকবে। এ ছাড়া একটি নতুন ‘নাও বার’ যোগ করা হয়েছে, যা ফোন আনলক না করেই রিয়েল-টাইম আপডেট দেখাবে। এটি আইফোনের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো। তবে এটি স্ক্রিনের নিচে দিকে অবস্থান করে এবং ব্যবহারকারীদের জন্য আরও সহজলভ্য।
এ ছাড়া, ওয়ান ইউআই ৭-এ গুগল জেমিনি ইন্টিগ্রেশন যোগ করা হয়েছে, যা ভয়েস-ভিত্তিক সার্চ ও কমান্ডের সুবিধা প্রদান করবে।
তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গ্যালাক্সি এস১৪ সিরিজে নতুন ভিডিও রেকর্ডিং ফিচার থাকতে পারে, যা লগারিদমিক ফরম্যাটে ভিডিও ফুটেজ রেকর্ড করতে পারবে। এটি ব্যবহারকারীদের খুব অন্ধকার এবং খুব উজ্জ্বল পরিবেশে উন্নতমানের ভিডিও ধারণ করার সুযোগ দেবে।
গুগলের অ্যান্ড্রয়েড ১৫-এর রোলআউটের পর স্যামসাংয়ের ওয়ান ইউআই ৭ উন্মোচন করেছিল। এটি ২০২৪ সালের শেষের দিকে পিক্সেল ফোনের জন্য প্রকাশিত হয়েছিল।
বন্ধু, পরিবার এবং সহকর্মীদের সঙ্গে সহজে সংযুক্ত হওয়ার সুযোগ দেয় বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত কিংবা পেশাগত জীবনে এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আমরা প্রতিদিনই হাজারো গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদান করি। তবে অনেক সময় অসাবধানে কিছু মেসেজ বা পুরো চ্যাট থ্রেড মুছে যায়।
১৩ ঘণ্টা আগেমাত্র ৫ মিনিট চার্জ করলেই চলবে অন্তত ২৫০ মাইল বা ৪০০ কিলোমিটার। এমনটাই দাবি করেছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি। গতকাল সোমবার কোম্পানিটি এই নতুন চার্জিং ব্যবস্থা উন্মোচন করে। এর ফলে, বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার চীনে এরই মধ্যে ব্যাপক প্রতিযোগিতা বেড়েছে এবং প্রতিদ্বন্দ্বী কোম্পানি টে
১ দিন আগেতাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর কোম্পানি মিডিয়াটেকের সঙ্গে চুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে টেক জায়ান্ট গুগল। এই চুক্তি বাস্তবায়িত হলে আগামী বছর থেকে গুগলের ‘টেনসর প্রসেসিং ইউনিট’ভিত্তিক (টিপিইউ) পরবর্তী সংস্করণের এআই চিপ তৈরিতে সাহায্য করবে মিডিয়াটেক।
১ দিন আগেউন্নত ফিচারের জন্য বর্তমানে প্রযুক্তি জগতে বেশ আলোচনা সৃষ্টি করেছে অ্যাপলের আসন্ন আইফোন ১৭ এয়ার। মডেলটি অনেক পাতলা হবে—মাত্র ৫ দশমিক ৫ মিলিমিটার পুরু হবে এবং এতে ৬ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে। তবে এত পাতলা ফোন তৈরির জন্য অ্যাপলকে কিছু বিষয়ে আপোষও করতে হয়েছে। যেমন: সেকেন্ড স্পিকার বাদ দেওয়া...
১ দিন আগে