ডোবা জলাশয়ে পানি নেই বিপাকে পাটচাষিরা
পাট নিয়ে বিপাকে পড়েছেন রংপুরের গঙ্গাচড়ার কৃষকেরা। ভরা বর্ষা মৌসুমেও পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না তাঁরা। অধিকাংশ খাল, বিল, ডোবা ও জলাশয়ের কোথাও তেমন পানি নেই। যেটুকু পানি আছে, তা পাট পচানোর জন্য যথেষ্ট নয় বলে জানানরা।