পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে থাকছে বাংলাদেশও
আইসিসি ইভেন্টসহ বিশ্বের বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এখন পরিচিত চিত্র। বাংলাদেশের এই আম্পায়ার কখনোবা মাঠের আম্পায়ার, কখনোবা টিভি, চতুর্থ আম্পায়ার হিসেবেও কাজ করেন। এবার পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজে থাকছেন সৈকত।