২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নাটকের যেন শেষ নেই। কারণ আয়োজক পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে এখনো সবুজ সংকেত আসেনি। আইসিসি এমন পরিস্থিতিতে ভেন্যু পরিবর্তনের চিন্তাভাবনা করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাতে চটেছে।
নতুন করে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নাটকীয়তা শুরু হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফের’ প্রতিবেদনে। সংবাদমাধ্যমটি গত রাতে এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল লাহোর থেকে দুবাইয়ে সরানোর চিন্তাভাবনা করছে আইসিসি, যদি ভারত ফাইনালে ওঠে। এমনকি ভারত সেমিফাইনালে উঠলে আবুধাবি, শারজাকেও বিকল্প ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে। আবুধাবি, শারজায় ম্যাচ আয়োজন করতে দ্রুত নোটিশের ব্যবস্থা করা হবে।
আইসিসি আনুষ্ঠানিকভাবে ভেন্যু পরিবর্তনের কথা না বললেও পিসিবি নিজেদের দেশেই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ। ক্রিকেট পাকিস্তানকে পিসিবির এক মুখপাত্র বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল পাকিস্তান থেকে সরবে-এমন প্রতিবেদনের সত্যি কোনো ভিত্তি নেই। টুর্নামেন্ট সামনে রেখে সব রকম নিরাপত্তা নিশ্চিতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমরা আশাবাদী যে পাকিস্তানে স্মরণীয় এক টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব।’
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপিং ও খসড়া সূচি আইসিসি আনুষ্ঠানিকভাবে না জানালেও বিদেশি গণমাধ্যমে সূচি ফাঁস হয়ে গেছে কয়েক মাস আগে। প্রস্তাবিত গ্রুপ অনুসারে ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপটির অপর দল নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব চলবে ২ মার্চ পর্যন্ত। ৫ ও ৬ মার্চ করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে দুটি সেমিফাইনাল। লাহোরে ৯ মার্চ হওয়ার কথা ফাইনাল।
করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি-এই ভেন্যুতেই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের চিন্তাভাবনা চলছে পাকিস্তানের। সেই লক্ষ্যে স্টেডিয়ামগুলোর পুনঃসংস্কার কাজ চলছে পুরোদমে। এমনকি ভারতের সব ম্যাচ লাহোরে আয়োজনেরও চিন্তাভাবনা পাকিস্তানের রয়েছে বলে শোনা গেছে। কারণ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে লাহোরের গাদ্দাফি দূরত্ব ২৯ কিলোমিটার। ভারতীয় সমর্থকদের সংখ্যাও অনেক বেশি থাকবে চ্যাম্পিয়নস ট্রফিতে।
সংযুক্ত আরব আমিরাতে ৩ অক্টোবর শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে ১১ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির এক ব্রিফিংয়ে সংস্থাটির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস দাবি করেছিলেন,পাকিস্তানেই হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির প্রধান নির্বাহী তখন এটাও জানিয়েছিলেন,র্নামেন্টে অংশ নেওয়া দলগুলো পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল সবশেষ সফর করেছে ২০০৮ সালে। সেবার এশিয়া কাপ খেলতে যাওয়া ভারত গত ১৬ বছরে প্রতিবেশী দেশে ক্রিকেট ম্যাচ খেলেনি। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় দল বারবার পাকিস্তান সফর প্রত্যাখ্যান করছে। যার জলজ্যান্ত উদাহরণ ২০২৩ এশিয়া কাপ। পাকিস্তানে পুরোপুরি আয়োজনের কথা থাকলেও হাইব্রিড মডেলে পাকিস্তান, শ্রীলঙ্কা দুই দেশ মিলে হয়েছে। ভারত তাদের ম্যাচগুলো খেলেছে শ্রীলঙ্কার মাঠে।
ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান সফরের জন্য অপেক্ষা করতে হচ্ছে ভারত সরকারের সবুজ সংকেতের ওপর। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।
আরও পড়ুন:
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নাটকের যেন শেষ নেই। কারণ আয়োজক পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে এখনো সবুজ সংকেত আসেনি। আইসিসি এমন পরিস্থিতিতে ভেন্যু পরিবর্তনের চিন্তাভাবনা করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাতে চটেছে।
নতুন করে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নাটকীয়তা শুরু হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফের’ প্রতিবেদনে। সংবাদমাধ্যমটি গত রাতে এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল লাহোর থেকে দুবাইয়ে সরানোর চিন্তাভাবনা করছে আইসিসি, যদি ভারত ফাইনালে ওঠে। এমনকি ভারত সেমিফাইনালে উঠলে আবুধাবি, শারজাকেও বিকল্প ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে। আবুধাবি, শারজায় ম্যাচ আয়োজন করতে দ্রুত নোটিশের ব্যবস্থা করা হবে।
আইসিসি আনুষ্ঠানিকভাবে ভেন্যু পরিবর্তনের কথা না বললেও পিসিবি নিজেদের দেশেই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ। ক্রিকেট পাকিস্তানকে পিসিবির এক মুখপাত্র বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল পাকিস্তান থেকে সরবে-এমন প্রতিবেদনের সত্যি কোনো ভিত্তি নেই। টুর্নামেন্ট সামনে রেখে সব রকম নিরাপত্তা নিশ্চিতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমরা আশাবাদী যে পাকিস্তানে স্মরণীয় এক টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব।’
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপিং ও খসড়া সূচি আইসিসি আনুষ্ঠানিকভাবে না জানালেও বিদেশি গণমাধ্যমে সূচি ফাঁস হয়ে গেছে কয়েক মাস আগে। প্রস্তাবিত গ্রুপ অনুসারে ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপটির অপর দল নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব চলবে ২ মার্চ পর্যন্ত। ৫ ও ৬ মার্চ করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে দুটি সেমিফাইনাল। লাহোরে ৯ মার্চ হওয়ার কথা ফাইনাল।
করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি-এই ভেন্যুতেই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের চিন্তাভাবনা চলছে পাকিস্তানের। সেই লক্ষ্যে স্টেডিয়ামগুলোর পুনঃসংস্কার কাজ চলছে পুরোদমে। এমনকি ভারতের সব ম্যাচ লাহোরে আয়োজনেরও চিন্তাভাবনা পাকিস্তানের রয়েছে বলে শোনা গেছে। কারণ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে লাহোরের গাদ্দাফি দূরত্ব ২৯ কিলোমিটার। ভারতীয় সমর্থকদের সংখ্যাও অনেক বেশি থাকবে চ্যাম্পিয়নস ট্রফিতে।
সংযুক্ত আরব আমিরাতে ৩ অক্টোবর শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে ১১ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির এক ব্রিফিংয়ে সংস্থাটির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস দাবি করেছিলেন,পাকিস্তানেই হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির প্রধান নির্বাহী তখন এটাও জানিয়েছিলেন,র্নামেন্টে অংশ নেওয়া দলগুলো পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল সবশেষ সফর করেছে ২০০৮ সালে। সেবার এশিয়া কাপ খেলতে যাওয়া ভারত গত ১৬ বছরে প্রতিবেশী দেশে ক্রিকেট ম্যাচ খেলেনি। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় দল বারবার পাকিস্তান সফর প্রত্যাখ্যান করছে। যার জলজ্যান্ত উদাহরণ ২০২৩ এশিয়া কাপ। পাকিস্তানে পুরোপুরি আয়োজনের কথা থাকলেও হাইব্রিড মডেলে পাকিস্তান, শ্রীলঙ্কা দুই দেশ মিলে হয়েছে। ভারত তাদের ম্যাচগুলো খেলেছে শ্রীলঙ্কার মাঠে।
ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান সফরের জন্য অপেক্ষা করতে হচ্ছে ভারত সরকারের সবুজ সংকেতের ওপর। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।
আরও পড়ুন:
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৭ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৯ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
৯ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১০ ঘণ্টা আগে