টেস্টে গত পাঁচ ইনিংসে তৃতীয় বারের মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁলেন জো রুট। হ্যারি ব্রুকের সঙ্গে উদযাপনটা করলেন পরিমিত। ৩৫ তম টেস্ট সেঞ্চুরির আগে করেছেন দারুণ এক অর্জন। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রুট।
রুট পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টের তৃতীয় দিন আজ লাঞ্চের একটু আগ পেছনে ফেলেছেন অ্যালিস্টার কুককে। কুকের চেয়ে ৭০ রান পেছনে থেকে এই টেস্ট শুরু করেছিলেন তিনি। সব মিলিয়ে টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় ৫ নম্বরে আছেন ৩৩ বছর বয়সী রুট।
টেস্টে ২৯১ ইনিংস ১২ হাজার ৪৭২ রান নিয়ে এতদিন ইংল্যান্ডের হয়ে শীর্ষে ছিলেন কুক। তাঁকে ছাড়িয়ে যেতে রুটের লাগল ২৬৮ ইনিংস। কম খেলেছেন ২৩ ইনিংস। কুকের ৩৩ সেঞ্চুরি ছাপিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান আগেই হয়ে গেছেন রুট (৩৫)। সেঞ্চুরিতে রুট ও কুকের পরে আছেন কেভিন পিটারসেন (২৩)।
ইংল্যান্ডের হয়ে ৮ হাজার ৯০০ রান নিয়ে তিনে আছেন গ্রাহাম গুচ, ৮ হাজার ৪৬৩ রান নিয়ে চারে অ্যালেক স্টুয়ার্ট এবং পাঁচে থাকা ডেভিড গাওয়ারের রান ৮ হাজার ২৩১। এছাড়া ৮ হাজার রান করেছেন কেভিন পিটারসেন ও জেফ বয়কট।
৩৫ সেঞ্চুরির পাশাপাশি রুটের আছে ৬৪ ফিফটি। এত ফিফটির বিবেচনায় তিন অঙ্কের সংখ্যাটা আরও বেশি হওয়ার সুযোগ ছল রুটের। একটা সময় সাবেকদের সমালোচনাও শুনতে হয়েছে তাঁকে। তবে নিজেকে শুধরে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রুট।
সব মিলিয়ে টেস্টে রুটের ওপরে আছেন আর কেবল চার ব্যাটার। তাঁরা সবাই এখন সাবেক। খুব দ্রুতই তাঁদের তাড়া করছেন এই ইংলিশ ব্যাটার। ১৩২৮৮ রান নিয়ে তালিকায় ৪ নম্বরে আছেন ভারতের রাহুল দ্রাবিড়। ১৩২৮৯ রান নিয়ে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস আছেন ৩ নম্বরে। দুই নম্বরে থাকা রিকি পন্টিংয়ের ১৩৩৭৮ রান।। শীর্ষে থাকা গ্রেট শচীন টেন্ডুলকারের রান ১৫৯২১।
টেস্টে গত পাঁচ ইনিংসে তৃতীয় বারের মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁলেন জো রুট। হ্যারি ব্রুকের সঙ্গে উদযাপনটা করলেন পরিমিত। ৩৫ তম টেস্ট সেঞ্চুরির আগে করেছেন দারুণ এক অর্জন। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রুট।
রুট পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টের তৃতীয় দিন আজ লাঞ্চের একটু আগ পেছনে ফেলেছেন অ্যালিস্টার কুককে। কুকের চেয়ে ৭০ রান পেছনে থেকে এই টেস্ট শুরু করেছিলেন তিনি। সব মিলিয়ে টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় ৫ নম্বরে আছেন ৩৩ বছর বয়সী রুট।
টেস্টে ২৯১ ইনিংস ১২ হাজার ৪৭২ রান নিয়ে এতদিন ইংল্যান্ডের হয়ে শীর্ষে ছিলেন কুক। তাঁকে ছাড়িয়ে যেতে রুটের লাগল ২৬৮ ইনিংস। কম খেলেছেন ২৩ ইনিংস। কুকের ৩৩ সেঞ্চুরি ছাপিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান আগেই হয়ে গেছেন রুট (৩৫)। সেঞ্চুরিতে রুট ও কুকের পরে আছেন কেভিন পিটারসেন (২৩)।
ইংল্যান্ডের হয়ে ৮ হাজার ৯০০ রান নিয়ে তিনে আছেন গ্রাহাম গুচ, ৮ হাজার ৪৬৩ রান নিয়ে চারে অ্যালেক স্টুয়ার্ট এবং পাঁচে থাকা ডেভিড গাওয়ারের রান ৮ হাজার ২৩১। এছাড়া ৮ হাজার রান করেছেন কেভিন পিটারসেন ও জেফ বয়কট।
৩৫ সেঞ্চুরির পাশাপাশি রুটের আছে ৬৪ ফিফটি। এত ফিফটির বিবেচনায় তিন অঙ্কের সংখ্যাটা আরও বেশি হওয়ার সুযোগ ছল রুটের। একটা সময় সাবেকদের সমালোচনাও শুনতে হয়েছে তাঁকে। তবে নিজেকে শুধরে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রুট।
সব মিলিয়ে টেস্টে রুটের ওপরে আছেন আর কেবল চার ব্যাটার। তাঁরা সবাই এখন সাবেক। খুব দ্রুতই তাঁদের তাড়া করছেন এই ইংলিশ ব্যাটার। ১৩২৮৮ রান নিয়ে তালিকায় ৪ নম্বরে আছেন ভারতের রাহুল দ্রাবিড়। ১৩২৮৯ রান নিয়ে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস আছেন ৩ নম্বরে। দুই নম্বরে থাকা রিকি পন্টিংয়ের ১৩৩৭৮ রান।। শীর্ষে থাকা গ্রেট শচীন টেন্ডুলকারের রান ১৫৯২১।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
২৭ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১২ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে