Ajker Patrika

‘যন্ত্রণা’ থেকে মুক্তি খুঁজছে পাকিস্তান

‘যন্ত্রণা’ থেকে মুক্তি খুঁজছে পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজে পাকিস্তান স্কোয়াডে ছিলেন আমির জামাল। তবে ফিটনেসজনিত সমস্যার কারণে সে সিরিজে মাঠে নামা হয়নি তাঁর। তবে ইংল্যান্ডের বিপক্ষে আজ থেকে শুরু মুলতান টেস্টে ২৮ বছর বয়সী এই অলরাউন্ডারকে নিয়েই খেলবে পাকিস্তান।

আমির জামালকে রেখেই আগের দিনই মুলতান টেস্টের একাদশ দিয়েছে পাকিস্তান। জামালের পাশাপাশি একাদশে আছেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ছিলেন না এই দুই বিশেষজ্ঞ পেসারও।

এই তিনজনকে একাদশে জায়গা করে দিতে বাদ পড়েছেন বাংলাদেশ সিরিজে খেলা মোহাম্মদ আলী, মির হামজা ও খুররম শাহজাদ। প্রথম টেস্টের পাকিস্তান একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন আবরার আহমেদ।

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সেই সিরিজে ধবলধোলাই হয়েছিল পাকিস্তান। সেই যন্ত্রণার ক্ষতের উপশমের প্রলেপ পাকিস্তান খুঁজে পেতে চায় এই সিরিজে। আগের দিন সংবাদ সম্মেলনে দল নির্বাচনে ধারাবাহিকতা প্রসঙ্গে বলতে গিয়ে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বললেন, ‘২০২৪ সালটা পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো বছর নয়। আমরা আমাদের ভক্তদের খুশি দেখতে চাই।

এখানে ধর্মের পরই ক্রিকেটের অবস্থান, সবাই ক্রিকেট দল সম্পর্কে খবর রাখে, তাই আমরা যন্ত্রণা পাচ্ছি। (এ যন্ত্রণা থেকে) মুক্তির উপায় হলো ইতিবাচক থাকা। আমরা অতীত নিয়ে আর ভাবছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত