এ বছরের জুলাইয়ে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন বেন স্টোকস। বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্টের পর ইংল্যান্ডের জার্সি আর পরা হয়নি তাঁর। ইংল্যান্ড ছেড়ে সুদূর পাকিস্তানে এলেও অপেক্ষা ফুরোয়নি এই তারকা ক্রিকেটার।
মুলতানে পরশু শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট। সেই টেস্টকে সামনে রেখে ইংল্যান্ড আজ একাদশ ঘোষণা করেছে। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি বলে তাঁকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে ইংল্যান্ড। স্টোকস না থাকায় মুলতানে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ওলি পোপ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে ২ মাসেরও বেশি সময় পর পোশাকে ফিরেছেন জ্যাক ক্রলি। তিনি (ক্রলি) ও স্টোকস দুজনেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন জুলাইয়ে বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
শ্রীলঙ্কা সিরিজে রেকর্ড বই তছনছ করে দেওয়া গাস অ্যাটকিনসন আছেন পাকিস্তানের বিপক্ষে মুলতানে প্রথম টেস্টে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেকের পর থেকে দারুণ ছন্দে তিনি। ক্রলি ফেরায় তাঁকে ওপেনিং করতে দেখা যেতে পারে বেন ডাকেটের সঙ্গে। সেক্ষেত্রে পোপ ও রুট ব্যাটিং করবেন চারে।
মুলতানে স্টোকস না থাকায় আড়াই বছর পর বিদেশের মাঠে টেস্ট খেলতে যাচ্ছেন ক্রিস ওকস। ২০২২-এর মার্চে গ্রেনাদার সেন্ট জর্জেসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ম্যাচটাই বিদেশে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ওকসের শেষ ম্যাচ।
২০২১ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেকের পর ১৯ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলেন ব্রাইডন কার্স। মুলতান টেস্ট দিয়ে কার্সের অভিষেক হচ্ছে ক্রিকেটের রাজকীয় সংস্করণে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে পেস আক্রমণে তাহলে থাকছেন ওকস, অ্যাটকিনসন ও কার্স। জ্যাক লিচ ও শোয়েব বশির এই দুই স্পিনার ইংল্যান্ড রেখেছে মুলতান টেস্টের একাদশে। ব্যাটিং লাইনআপে উইকেটরক্ষক জেমি স্মিথের সঙ্গে থাকছেন হ্যারি ব্রুক।
খেলা-বিয়ে-খেলা—এমন একটা চক্রে পড়তে যাচ্ছিলেন ওলি স্টোন। কারণ মুলতানে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট চলবে ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। সেক্ষেত্রে খেলা শেষ হলে তৎক্ষণাৎ ৫ হাজার মাইল দূরত্ব (৮০৪৭ কিলোমিটার) পাড়ি দিতে হতো। কারণ ১২ অক্টোবর ইংল্যান্ডে স্টোনের বিয়ের অনুষ্ঠান। সেই স্টোনের শেষ পর্যন্ত জায়গাই হলো না মুলতান টেস্টের একাদশে।
মুলতানেই সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তান-ইংল্যান্ড মুখোমুখি হবে ১৫ অক্টোবর। সিরিজের তৃতীয় তখা শেষ টেস্ট সামনে রেখে দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড শেষ টেস্ট।
এ বছরের জুলাই-আগস্টে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এই চোটে পড়েন স্টোকস। সেই টুর্নামেন্টে স্টোকস খেলেছিলেন নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে। এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। তাঁর (স্টোকস) পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন পোপ। ঘরের মাঠে ইংল্যান্ড তিন ম্যাচের এই টেস্ট সিরিজ জেতে ২-১ ব্যবধানে।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্টের একাদশ
ওলি পোপ (অধিনায়ক), জো রুট, শোয়েব বশির, বেন ডাকেট, জ্যাক ক্রলি, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, ক্রিস ওকস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জ্যাক লিচ, গাস অ্যাটকিনসন
এ বছরের জুলাইয়ে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন বেন স্টোকস। বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্টের পর ইংল্যান্ডের জার্সি আর পরা হয়নি তাঁর। ইংল্যান্ড ছেড়ে সুদূর পাকিস্তানে এলেও অপেক্ষা ফুরোয়নি এই তারকা ক্রিকেটার।
মুলতানে পরশু শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট। সেই টেস্টকে সামনে রেখে ইংল্যান্ড আজ একাদশ ঘোষণা করেছে। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি বলে তাঁকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে ইংল্যান্ড। স্টোকস না থাকায় মুলতানে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ওলি পোপ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে ২ মাসেরও বেশি সময় পর পোশাকে ফিরেছেন জ্যাক ক্রলি। তিনি (ক্রলি) ও স্টোকস দুজনেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন জুলাইয়ে বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
শ্রীলঙ্কা সিরিজে রেকর্ড বই তছনছ করে দেওয়া গাস অ্যাটকিনসন আছেন পাকিস্তানের বিপক্ষে মুলতানে প্রথম টেস্টে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেকের পর থেকে দারুণ ছন্দে তিনি। ক্রলি ফেরায় তাঁকে ওপেনিং করতে দেখা যেতে পারে বেন ডাকেটের সঙ্গে। সেক্ষেত্রে পোপ ও রুট ব্যাটিং করবেন চারে।
মুলতানে স্টোকস না থাকায় আড়াই বছর পর বিদেশের মাঠে টেস্ট খেলতে যাচ্ছেন ক্রিস ওকস। ২০২২-এর মার্চে গ্রেনাদার সেন্ট জর্জেসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ম্যাচটাই বিদেশে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ওকসের শেষ ম্যাচ।
২০২১ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেকের পর ১৯ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলেন ব্রাইডন কার্স। মুলতান টেস্ট দিয়ে কার্সের অভিষেক হচ্ছে ক্রিকেটের রাজকীয় সংস্করণে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে পেস আক্রমণে তাহলে থাকছেন ওকস, অ্যাটকিনসন ও কার্স। জ্যাক লিচ ও শোয়েব বশির এই দুই স্পিনার ইংল্যান্ড রেখেছে মুলতান টেস্টের একাদশে। ব্যাটিং লাইনআপে উইকেটরক্ষক জেমি স্মিথের সঙ্গে থাকছেন হ্যারি ব্রুক।
খেলা-বিয়ে-খেলা—এমন একটা চক্রে পড়তে যাচ্ছিলেন ওলি স্টোন। কারণ মুলতানে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট চলবে ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। সেক্ষেত্রে খেলা শেষ হলে তৎক্ষণাৎ ৫ হাজার মাইল দূরত্ব (৮০৪৭ কিলোমিটার) পাড়ি দিতে হতো। কারণ ১২ অক্টোবর ইংল্যান্ডে স্টোনের বিয়ের অনুষ্ঠান। সেই স্টোনের শেষ পর্যন্ত জায়গাই হলো না মুলতান টেস্টের একাদশে।
মুলতানেই সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তান-ইংল্যান্ড মুখোমুখি হবে ১৫ অক্টোবর। সিরিজের তৃতীয় তখা শেষ টেস্ট সামনে রেখে দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড শেষ টেস্ট।
এ বছরের জুলাই-আগস্টে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এই চোটে পড়েন স্টোকস। সেই টুর্নামেন্টে স্টোকস খেলেছিলেন নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে। এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। তাঁর (স্টোকস) পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন পোপ। ঘরের মাঠে ইংল্যান্ড তিন ম্যাচের এই টেস্ট সিরিজ জেতে ২-১ ব্যবধানে।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্টের একাদশ
ওলি পোপ (অধিনায়ক), জো রুট, শোয়েব বশির, বেন ডাকেট, জ্যাক ক্রলি, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, ক্রিস ওকস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জ্যাক লিচ, গাস অ্যাটকিনসন
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসের পর খেলার শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, সাংবাদিক ও গ্যালারির দর্শকেরা
১০ মিনিট আগেসিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ দল। আজ মিরপুরে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের দারুণ সুযোগ স্বাগতিকদের সামনে। লিটনরা যদি জিততে পারেন আজ, তাহলে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার
৪২ মিনিট আগেসূচি অনুযায়ী বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই মিরপুরে হয়েছে বৃষ্টি। তবে মিরপুর শেরেবাংলায় যথাসময়ে ম্যাচ আয়োজন করা যাবে।
৩ ঘণ্টা আগেকীর্তিমানের মৃত্যু নাই—ডিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গ এলে বহুল প্রচলিত এই কথাটা চলে আসে আপনাআপনি। ২০২০-এর নভেম্বরে ম্যারাডোনা না ফেরার দেশে চলে গেলেও তিনি যা করেছেন, তা ভক্ত-সমর্থকেরা এখনো স্মরণ করেন। এবার জানা গেল তাঁর ঐতিহাসিক ম্যাচের একটি জার্সির দাম প্রায় ৫ কোটি টাকা হতে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে