Ajker Patrika

পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৮-৭ গোল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। আজ থিম্পুতে নির্ধারিত সময়ের ম্যাচ ২-২ গোলে ড্র হয়। এরপর পেনাল্টি শুটে পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে সাইফুল বারী টিটুর দল। সোমবার একই মাঠে শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 

এ দিন ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলে বাংলাদেশ। শক্তিশালী পাকিস্তানও সুযোগ খুঁজতে থাকে। ম্যাচের ৩২তম মিনিটে তারা কাঙ্ক্ষিত সাফল্যও পেয়ে যায়। বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতায় গোল উদ্‌যাপন করেন পাকিস্তানের শাহাব আহমেদ। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। 

বিরতির পর কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলে ফয়সালরা। তাতেও গোল হজম ঠেকাতে পারেনি। ৬২তম মিনিটে ডি বক্সে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর স্পটকিক থেকে গোল করে পাকিস্তানের ব্যবধান দ্বিগুণ করেন আবদুল রেহমান। দুই গোল হজম করেও আশা ছাড়েনি বাংলাদেশ। 

খানিকটা খোলস ছেড়ে আক্রমণের ধার বাড়ায়। এমন কৌশলই তাদের ম্যাচে ফেরায়। ৭৪তম গোল করেন মিঠু চৌধুরী। তাতেই নতুন করে স্বপ্ন বোনে বাংলাদেশ। এরপর যোগ করা মিনিটে বাংলাদেশের বদলি ফুটবলার মানিক দারুণ এক শটে দলকে সমতায় ফেরান। স্কোরলাইন ২-২ হওয়ায় অনুমিতভাবেই ম্যাচ টাইব্রেকারে গড়ায়। শুরুতে দুই দলই পাঁচটি করে শট নিয়ে সমান পাঁচটি করে গোল আদায় করে নেয়। 

এরপর সাডেন ডেথে যায় ম্যাচ। দ্বিতীয় দফায় আবার নতুন করে শট নেওয়া শুরু করেন দুই দলের খেলোয়াড়রা। সেখানে পাকিস্তানের আট নম্বর শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার নাহিদুল ইসলাম। যার সুবাদে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখায় বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত