নগরের সাত খাল খনন শুরু আগামী মাসে
বর্ষা এলেই জলাবদ্ধতা বরিশাল নগরের পরিচিত এক দৃশ্য। মেয়র আসেন মেয়র যান, সাংসদ আসেন সাংসদ যান, ডিসি আসেন ডিসি যান, কিন্তু নগরে জলাবদ্ধতার দুর্ভোগ কাটেই না। এর প্রধান কারণ চারপাশের খালগুলো দখল আর দূষণে রুক্ষ চরে পরিণত হয়েছে। নগরবাসীর এই সমস্যা দূর করতে এখানকার ৭টি খাল খনন হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড