কৃষকদের উদ্যোগে খাল খনন
হাওরের খাল ভরাট হওয়ায় তিন ফসলের স্থলে ফলন হয় এক ফসলের। বিন্ন্যার হাওরে শতাধিক পরিবার পানির সংকটের কারণে বঞ্চিত হচ্ছেন তিন ফসল থেকে। এ সংকট নিরসনে কৃষকেরা নিজ উদ্যোগে হাওরে খাল খনন শুরু করেছেন। এ খনন প্রক্রিয়ায় সহযোগিতা করছে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা প্রশ