দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
নির্মাণকাজ শেষ করার ১০ দিনের মাথায় ধসে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফসল রক্ষা বাঁধ। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে খাসিয়ামারা নদীর তীরবর্তী এ বাঁধটি ধসে যায়। তবে গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হয়েছে।
পাউবো সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে খাসিয়ামারা নদীর ডানতীরে ৩০৩ মিটার ফসলরক্ষা বাঁধের মেরামত শুরু করে পাউবো। বাঁধটি ২৮ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) অন্তর্ভুক্ত। এর ব্যয় ধরা হয় ১৯ দশমিক ৪৯ লাখ টাকা। গত ২০ মার্চ বাঁধের কাজ সম্পন্ন হয়।
গত বৃহস্পতিবার বাঁধে গিয়ে দেখা যায়, রাবার ড্যামের পশ্চিম পাশ থেকে হয়ে বাঁধটির কাজ শেষ হয়েছে টিলাগাঁও গ্রাম পর্যন্ত। টিলাগাঁওয়ের অংশে প্রায় ১৮ মিটার ফসলরক্ষা বাঁধ খাসিয়ামারা নদীতে ধসে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা জানান, খাসিয়ামারা নদীর ডানতীরের ২৮ নম্বর পিআইসির কাজ হচ্ছে সুরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টিলাগাঁও গ্রামে। অথচ এই পিআইসি সভাপতি, সদস্যসচিব ও সদস্যদের সবাই বহিরাগত। স্থানীয় একজন কৃষককেও রাখা হয়নি। যাঁদের রাখা হয়েছে, তাঁরা অন্য ওয়ার্ডের শান্তিপুর, গিরিশনগর, আজবপুর, খৈয়াজুরি গ্রামের বাসিন্দা।
এই ফসলরক্ষা বাঁধের আওতায় ২৮ নম্বর পিআইসির কারোরই জমি নেই। ফলে দায়সারাভাবে মাটি ফেলে বাঁধের কাজ করা হয়েছে।
২৮ নম্বর পিআইসির সভাপতি মো. মোশারফ হোসেন ফরাজী বলেন, ‘স্থানীয় কৃষকদের নিয়েই বাঁধের কাজ করা হয়েছে। বাঁধের কাজ শেষে ঘাস লাগানো হয়েছে। বাঁধটি নদীর পার্শ্ববর্তী হওয়ায় স্রোতে ও বৃষ্টির পানিতে সামান্য অংশ দেবে গেছে। দেবে যাওয়া অংশের মেরামত করা হচ্ছে।’
সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিন বলেন, দায়সারা কাজের কারণে এখন পুরো বাঁধ ধসের মুখে। বাঁধ ভেঙে পানি প্রবেশ করলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।
হাওর বাঁচাও আন্দোলনের সুরমা ইউনিয়ন কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ‘প্রত্যেকটি পিআইসির বাঁধের বেহাল অবস্থা। দায়সারাভাবে যে কাজ করেছে, তাতে আমরা উদ্বিগ্ন। এবার কৃষকের ফসলহানি ঘটলে দুর্নীতিবাজ পাউবো, প্রশাসন ও তাদের স্থানীয় সিন্ডিকেট কাউকেই ছাড় দেওয়া হবে না।’
দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও বাপাউবোর উপসহকারী প্রকৌশলী আবু সায়েম শাফিউল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যাঁদের পিআইসিতে রাখা হয়েছে, সবার জমি আছে হাওরে। গণশুনানির মাধ্যমেই তাঁদের পিআইসিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাঁধের সামান্য অংশ দেবে যাওয়ার খবর পেয়ে ওই অংশ মেরামতের নির্দেশ দিয়েছি।’
এ বিষয়ে ইউএনও দেবাংশু কুমার সিংহ জানান, শুক্রবার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হয়েছে।
নির্মাণকাজ শেষ করার ১০ দিনের মাথায় ধসে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফসল রক্ষা বাঁধ। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে খাসিয়ামারা নদীর তীরবর্তী এ বাঁধটি ধসে যায়। তবে গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হয়েছে।
পাউবো সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে খাসিয়ামারা নদীর ডানতীরে ৩০৩ মিটার ফসলরক্ষা বাঁধের মেরামত শুরু করে পাউবো। বাঁধটি ২৮ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) অন্তর্ভুক্ত। এর ব্যয় ধরা হয় ১৯ দশমিক ৪৯ লাখ টাকা। গত ২০ মার্চ বাঁধের কাজ সম্পন্ন হয়।
গত বৃহস্পতিবার বাঁধে গিয়ে দেখা যায়, রাবার ড্যামের পশ্চিম পাশ থেকে হয়ে বাঁধটির কাজ শেষ হয়েছে টিলাগাঁও গ্রাম পর্যন্ত। টিলাগাঁওয়ের অংশে প্রায় ১৮ মিটার ফসলরক্ষা বাঁধ খাসিয়ামারা নদীতে ধসে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা জানান, খাসিয়ামারা নদীর ডানতীরের ২৮ নম্বর পিআইসির কাজ হচ্ছে সুরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টিলাগাঁও গ্রামে। অথচ এই পিআইসি সভাপতি, সদস্যসচিব ও সদস্যদের সবাই বহিরাগত। স্থানীয় একজন কৃষককেও রাখা হয়নি। যাঁদের রাখা হয়েছে, তাঁরা অন্য ওয়ার্ডের শান্তিপুর, গিরিশনগর, আজবপুর, খৈয়াজুরি গ্রামের বাসিন্দা।
এই ফসলরক্ষা বাঁধের আওতায় ২৮ নম্বর পিআইসির কারোরই জমি নেই। ফলে দায়সারাভাবে মাটি ফেলে বাঁধের কাজ করা হয়েছে।
২৮ নম্বর পিআইসির সভাপতি মো. মোশারফ হোসেন ফরাজী বলেন, ‘স্থানীয় কৃষকদের নিয়েই বাঁধের কাজ করা হয়েছে। বাঁধের কাজ শেষে ঘাস লাগানো হয়েছে। বাঁধটি নদীর পার্শ্ববর্তী হওয়ায় স্রোতে ও বৃষ্টির পানিতে সামান্য অংশ দেবে গেছে। দেবে যাওয়া অংশের মেরামত করা হচ্ছে।’
সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিন বলেন, দায়সারা কাজের কারণে এখন পুরো বাঁধ ধসের মুখে। বাঁধ ভেঙে পানি প্রবেশ করলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।
হাওর বাঁচাও আন্দোলনের সুরমা ইউনিয়ন কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ‘প্রত্যেকটি পিআইসির বাঁধের বেহাল অবস্থা। দায়সারাভাবে যে কাজ করেছে, তাতে আমরা উদ্বিগ্ন। এবার কৃষকের ফসলহানি ঘটলে দুর্নীতিবাজ পাউবো, প্রশাসন ও তাদের স্থানীয় সিন্ডিকেট কাউকেই ছাড় দেওয়া হবে না।’
দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও বাপাউবোর উপসহকারী প্রকৌশলী আবু সায়েম শাফিউল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যাঁদের পিআইসিতে রাখা হয়েছে, সবার জমি আছে হাওরে। গণশুনানির মাধ্যমেই তাঁদের পিআইসিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাঁধের সামান্য অংশ দেবে যাওয়ার খবর পেয়ে ওই অংশ মেরামতের নির্দেশ দিয়েছি।’
এ বিষয়ে ইউএনও দেবাংশু কুমার সিংহ জানান, শুক্রবার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪