টমেটোর রস দাগ হালকা করে
আপনার ত্বক তৈলাক্ত নাকি শুষ্ক? ত্বক যদি এমনিতেই খুব শুষ্ক হয়, তাহলে এমন ফেসওয়াশ জেল কিনবেন, যাতে ময়েশ্চারাইজার থাকে। অন্যদিকে তৈলাক্ত বা তেলতেলে ত্বকের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের এমন ধরনের ক্লিনজার কেনা উচিত, যাতে ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল ধুয়ে যায়।