আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর। এক বছর ধরে আমার স্বামীর কথাবার্তা আর আচরণে পরিবর্তন বুঝতে পারছি। হঠাৎ একদিন সে জানায়, আমাকে তার আর ভালো লাগছে না, এই সংসার ছেড়ে চলে যাবে। সত্যি সত্যি সে আমাদের ছেড়ে চলে গেছে! আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখছে না। আমাদের একটা সন্তান আছে। সে তার দাদির কাছে থাকে।
ওর বয়স এক বছর। আমি ছেলেকে আমার কাছে আনতে চাই। সন্তানকে ওখানে নিরাপদ মনে করি না। কীভাবে আনব সন্তানকে? এই পরিস্থিতিতে করণীয় কী?
নাম প্রকাশে অনিচ্ছুক, কুড়িগ্রাম
উওর: মুসলিম আইন অনুযায়ী বাবা হচ্ছেন নাবালক সন্তানের স্বাভাবিক ও আইনগত অভিভাবক এবং মা হচ্ছেন তার তত্ত্বাবধায়ক। নাবালক সন্তান ছেলে হলে, বয়স সাত বছর হওয়া পর্যন্ত মা থাকবেন তার তত্ত্বাবধায়ক বা জিম্মাদার। অতএব আপনার এক বছর বয়সের ছেলেসন্তানের আইনগত তত্ত্বাবধায়ক বা জিম্মাদার আপনি। দাদির কাছ থেকে আপনি আপনার সন্তান চান, না পেলে পারিবারিক আদালত আইনের ৫ ধারার অধীনে পারিবারিক আদালতে নাবালক সন্তানের অভিভাবকত্ব ও তত্ত্বাবধান চেয়ে মামলা করতে পারবেন। এ ছাড়া স্বামীকে বিবাদী করে আপনার দেনমোহর এবং আপনার ও সন্তানের জন্য ওই ৫ ধারার অধীনে ভরণপোষণ চাইতে পারেন।
প্রয়োজনে যেকোনো জেলার জজ কোর্টের ‘ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস’ থেকে আপনি বিনা পয়সায় আইনি সহায়তা পেতে পারেন।
প্রশ্ন: আমি সম্প্রতি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনার্স পাস করেছি। যাকে আমি ভালোবাসতাম, সে আমার সহপাঠী। পড়ালেখা শেষ করে আমরা বিয়ে করারও স্বপ্ন দেখি। কিন্তু আমার প্রেমিক অসম্ভব বদমেজাজি। ক্লাস কিংবা ক্লাসের বাইরে অন্য কোনো ছেলের সঙ্গে আমার কথা বলাটা সে পছন্দ করে না। গত কয়েক মাসে তার আচরণে বিরক্ত হয়ে ঠিক করি ওর সঙ্গে সম্পর্ক রাখব না। এ কথা শোনার পর সে আমার গায়ে হাত তোলে। তার কথা হলো, আমি বিয়ে করলে তাকেই করতে হবে। আমি অন্য কাউকে বিয়ে করতে পারব না। এমনকি অন্য কাউকে বিয়ে করলে আমাকে মেরে ফেলার হুমকিও দেয়। এ জন্য আমি তার নামে থানায় জিডি করব, নাকি অভিযোগ করব?
ফাতেমা, পটিয়া
উওর: আপনি আপনার সংশ্লিষ্ট থানায় একটি জিডি করে রাখতে পারেন। ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে এটি তাতে সহায়তা করবে। এ ছাড়া আপনি যদি এখনই কোনো প্রতিকার চান তাহলে ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারার অধীনে সংশ্লিষ্ট বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপনাকে তিনি প্রাণনাশের হুমকি দিয়েছেন এবং গায়ে হাত তোলেন এই মর্মে একটি মামলা দাখিল করতে পারেন। তারপর দুজনের বক্তব্য শুনে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আপনার প্রেমিকের বিপক্ষে অভিযোগ গুরুতর হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের সময় পর্যন্ত জেলহাজতে আটক রাখতে পারেন। আর নাহলে তাঁর কাছ থেকে জামিনদারসহ বা ছাড়া একটি মুচলেকা সম্পাদন করা সাপেক্ষে জামিন দিতে পারেন।
পরামর্শ দিয়েছেন: নিশাত মাহমুদ, ব্যারিস্টার, সুপ্রিম কোর্ট
প্রশ্ন: আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর। এক বছর ধরে আমার স্বামীর কথাবার্তা আর আচরণে পরিবর্তন বুঝতে পারছি। হঠাৎ একদিন সে জানায়, আমাকে তার আর ভালো লাগছে না, এই সংসার ছেড়ে চলে যাবে। সত্যি সত্যি সে আমাদের ছেড়ে চলে গেছে! আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখছে না। আমাদের একটা সন্তান আছে। সে তার দাদির কাছে থাকে।
ওর বয়স এক বছর। আমি ছেলেকে আমার কাছে আনতে চাই। সন্তানকে ওখানে নিরাপদ মনে করি না। কীভাবে আনব সন্তানকে? এই পরিস্থিতিতে করণীয় কী?
নাম প্রকাশে অনিচ্ছুক, কুড়িগ্রাম
উওর: মুসলিম আইন অনুযায়ী বাবা হচ্ছেন নাবালক সন্তানের স্বাভাবিক ও আইনগত অভিভাবক এবং মা হচ্ছেন তার তত্ত্বাবধায়ক। নাবালক সন্তান ছেলে হলে, বয়স সাত বছর হওয়া পর্যন্ত মা থাকবেন তার তত্ত্বাবধায়ক বা জিম্মাদার। অতএব আপনার এক বছর বয়সের ছেলেসন্তানের আইনগত তত্ত্বাবধায়ক বা জিম্মাদার আপনি। দাদির কাছ থেকে আপনি আপনার সন্তান চান, না পেলে পারিবারিক আদালত আইনের ৫ ধারার অধীনে পারিবারিক আদালতে নাবালক সন্তানের অভিভাবকত্ব ও তত্ত্বাবধান চেয়ে মামলা করতে পারবেন। এ ছাড়া স্বামীকে বিবাদী করে আপনার দেনমোহর এবং আপনার ও সন্তানের জন্য ওই ৫ ধারার অধীনে ভরণপোষণ চাইতে পারেন।
প্রয়োজনে যেকোনো জেলার জজ কোর্টের ‘ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস’ থেকে আপনি বিনা পয়সায় আইনি সহায়তা পেতে পারেন।
প্রশ্ন: আমি সম্প্রতি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনার্স পাস করেছি। যাকে আমি ভালোবাসতাম, সে আমার সহপাঠী। পড়ালেখা শেষ করে আমরা বিয়ে করারও স্বপ্ন দেখি। কিন্তু আমার প্রেমিক অসম্ভব বদমেজাজি। ক্লাস কিংবা ক্লাসের বাইরে অন্য কোনো ছেলের সঙ্গে আমার কথা বলাটা সে পছন্দ করে না। গত কয়েক মাসে তার আচরণে বিরক্ত হয়ে ঠিক করি ওর সঙ্গে সম্পর্ক রাখব না। এ কথা শোনার পর সে আমার গায়ে হাত তোলে। তার কথা হলো, আমি বিয়ে করলে তাকেই করতে হবে। আমি অন্য কাউকে বিয়ে করতে পারব না। এমনকি অন্য কাউকে বিয়ে করলে আমাকে মেরে ফেলার হুমকিও দেয়। এ জন্য আমি তার নামে থানায় জিডি করব, নাকি অভিযোগ করব?
ফাতেমা, পটিয়া
উওর: আপনি আপনার সংশ্লিষ্ট থানায় একটি জিডি করে রাখতে পারেন। ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে এটি তাতে সহায়তা করবে। এ ছাড়া আপনি যদি এখনই কোনো প্রতিকার চান তাহলে ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারার অধীনে সংশ্লিষ্ট বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপনাকে তিনি প্রাণনাশের হুমকি দিয়েছেন এবং গায়ে হাত তোলেন এই মর্মে একটি মামলা দাখিল করতে পারেন। তারপর দুজনের বক্তব্য শুনে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আপনার প্রেমিকের বিপক্ষে অভিযোগ গুরুতর হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের সময় পর্যন্ত জেলহাজতে আটক রাখতে পারেন। আর নাহলে তাঁর কাছ থেকে জামিনদারসহ বা ছাড়া একটি মুচলেকা সম্পাদন করা সাপেক্ষে জামিন দিতে পারেন।
পরামর্শ দিয়েছেন: নিশাত মাহমুদ, ব্যারিস্টার, সুপ্রিম কোর্ট
প্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
২ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৩ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৪ দিন আগেআমি কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিই। সে জন্য তিনটি নোটিশ পাঠাই তাকে। কিন্তু সে প্রবাসে থাকে বলে স্বাক্ষর নেই। এখন অনেক জায়গা থেকে শুনছি, এই তালাক নাকি হয়নি। আমার বিয়ের বয়স চার বছর। বিয়ের প্রথম সপ্তাহেই আমার স্বামী প্রবাসে চলে যায়। প্রথম এক বছর আমার সঙ্গে তার যোগাযোগ ছিল।
৪ দিন আগে