Ajker Patrika

রূপ বটিকা

আজকের পত্রিকা ডেস্ক
রূপ বটিকা

প্রশ্ন: আমার স্বাস্থ্য বেশ ভালো। মুখের গড়ন গোলগাল। গায়ের রং ফরসা। কোন ধরনের হেয়ার কাটে আমাকে মানাবে। সঙ্গে চুলের রং করার ক্ষেত্রে কোন রং আমার জন্য ভালো হবে?

সোনান ফারুক, দিনাজপুর

উওর: হেয়ার কাটের টাইপ মুখের গড়নের ওপর নির্ভর করে। স্টেইপ কাট নিতে পারেন। লাইট ব্রাউন অথবা বারগেন্ডি রং বেছে নিতে পারেন।

প্রশ্ন: চুল রং করেছি সাত-আট মাস আগে। বারগেন্ডি রং ছিল। শ্যাম্পু করার কারণে চুলের রং ধুয়ে এখন বাদামি হয়ে গেছে। কিন্তু রং করা অংশের চুলগুলো খুব রুক্ষ হয়ে গেছে। কী করণীয়?

পাপিয়া আফরোজ, মুন্সিগঞ্জ

উওর: কালার করার জন্য ভালো মানের কালার ব্যবহার করতে হবে। কালারের পর কালার গার্ড শ্যাম্পু ব্যবহার করুন এবং প্রতিদিন কন্ডিশনার ব্যবহার করবেন।

প্রশ্ন: কিছুদিন আগে চুলে হাইলাইট করেছিলাম। হাইলাইট সম্ভবত বেশি সময় রাখা হয়েছিল। এরপর চুল শুধু জট ধরে যাচ্ছে। কীভাবে চুল আবার ঠিক করতে পারি?

লোপা মল্লিক, বিক্রমপুর  

উওর: প্রতিদিন প্রোটিন শ্যাম্পু এবং হেয়ার মাস্ক চুলে লাগিয়ে ১৫ মিনিট চিরুনি দিয়ে আঁচড়াবেন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলবেন।

পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপ বিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত