আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: মুখের ত্বকের উজ্জ্বলতায় কোন ধরনের ফেসওয়াশ বা কী কী উপকরণযুক্ত ফেসওয়াশ ব্যবহার করতে পারি?
লীনা ফেরদৌস, কুড়িগ্রাম
আপনার ত্বক তৈলাক্ত নাকি শুষ্ক? ত্বক যদি এমনিতেই খুব শুষ্ক হয়, তাহলে এমন ফেসওয়াশ জেল কিনবেন, যাতে ময়েশ্চারাইজার থাকে। অন্যদিকে তৈলাক্ত বা তেলতেলে ত্বকের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের এমন ধরনের ক্লিনজার কেনা উচিত, যাতে ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল ধুয়ে যায়। মিশ্র ত্বকের ক্ষেত্রে প্রায় যেকোনো ধরনের ফেসওয়াশ জেলই ব্যবহার করা যেতে পারে। তবে প্রয়োজন মনে করলে একবার ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন। এমন ক্লিনজার কিনুন, যা ত্বকের ওপরে জমে থাকা মৃত কোষের আবরণ সরিয়ে দিয়ে ত্বকের সৌন্দর্য বাড়াবে। তবে নিয়মিত এমন ধরনের ক্লিনজার ব্যবহার করবেন না যেন! তাতে করে ত্বকের উপকারের থেকে ক্ষতি হবে বেশি।
প্রশ্ন: শীতে ত্বকের জেল্লা বাড়ায় এমন কয়েকটি প্যাকের জন্য পরামর্শ চাই।
কুসুম রায়হান, ঢাকা
মুখে যদি রোদ থেকে হওয়া পোড়া দাগ থাকে বা মুখ অতিরিক্ত কালো হতে শুরু করে, তাহলে টমেটো আর মধুর প্যাক ব্যবহার করুন। টমেটো এই দাগ খুব ভালোভাবে হালকা করতে পারে। একটি টমেটো ও ৪ চামচ মধু নিন। একটি পাত্রে আগে টমেটো চটকে নিন। তার মধ্যে মধু নিয়ে ভালো করে মেশান। এই প্যাক মুখে মেখে রেখে দিন ২০ মিনিটের মতো। তারপর গরম পানিতে ধুয়ে নিন। মুখ সঙ্গে সঙ্গেই তরতাজা লাগবে।
প্রশ্ন: ঘাড় ও পিঠের রং উন্নত করতে কোন ধরনের প্যাক ব্যবহার করতে হবে? ফর্মুলা জানালে ভালো হয়।
সোনালী ইসলাম, চট্টগ্রাম
এ জন্য একটি অ্যালোভেরার পাতা কেটে জেল বের করে নিন। তারপর আপনার ঘাড়ে জেল লাগিয়ে কয়েক মিনিটের জন্য স্ক্র্যাব করুন। আধা ঘণ্টা এভাবে রেখে পানি দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে গলা ও ঘাড়ের কালচে দাগ দূর হবে।আপেল সিডার ভিনেগার ত্বকে জমা হওয়া মৃত কোষ দূর করতে সাহায্য করে। এ জন্য ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে সামান্য পানি মিশিয়ে একটি তুলার বল ডুবিয়ে ঘাড়ে ব্যবহার করুন। কয়েক মিনিট রেখে দিন, তারপরে ধুয়ে ফেলুন।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
প্রশ্ন: মুখের ত্বকের উজ্জ্বলতায় কোন ধরনের ফেসওয়াশ বা কী কী উপকরণযুক্ত ফেসওয়াশ ব্যবহার করতে পারি?
লীনা ফেরদৌস, কুড়িগ্রাম
আপনার ত্বক তৈলাক্ত নাকি শুষ্ক? ত্বক যদি এমনিতেই খুব শুষ্ক হয়, তাহলে এমন ফেসওয়াশ জেল কিনবেন, যাতে ময়েশ্চারাইজার থাকে। অন্যদিকে তৈলাক্ত বা তেলতেলে ত্বকের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের এমন ধরনের ক্লিনজার কেনা উচিত, যাতে ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল ধুয়ে যায়। মিশ্র ত্বকের ক্ষেত্রে প্রায় যেকোনো ধরনের ফেসওয়াশ জেলই ব্যবহার করা যেতে পারে। তবে প্রয়োজন মনে করলে একবার ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন। এমন ক্লিনজার কিনুন, যা ত্বকের ওপরে জমে থাকা মৃত কোষের আবরণ সরিয়ে দিয়ে ত্বকের সৌন্দর্য বাড়াবে। তবে নিয়মিত এমন ধরনের ক্লিনজার ব্যবহার করবেন না যেন! তাতে করে ত্বকের উপকারের থেকে ক্ষতি হবে বেশি।
প্রশ্ন: শীতে ত্বকের জেল্লা বাড়ায় এমন কয়েকটি প্যাকের জন্য পরামর্শ চাই।
কুসুম রায়হান, ঢাকা
মুখে যদি রোদ থেকে হওয়া পোড়া দাগ থাকে বা মুখ অতিরিক্ত কালো হতে শুরু করে, তাহলে টমেটো আর মধুর প্যাক ব্যবহার করুন। টমেটো এই দাগ খুব ভালোভাবে হালকা করতে পারে। একটি টমেটো ও ৪ চামচ মধু নিন। একটি পাত্রে আগে টমেটো চটকে নিন। তার মধ্যে মধু নিয়ে ভালো করে মেশান। এই প্যাক মুখে মেখে রেখে দিন ২০ মিনিটের মতো। তারপর গরম পানিতে ধুয়ে নিন। মুখ সঙ্গে সঙ্গেই তরতাজা লাগবে।
প্রশ্ন: ঘাড় ও পিঠের রং উন্নত করতে কোন ধরনের প্যাক ব্যবহার করতে হবে? ফর্মুলা জানালে ভালো হয়।
সোনালী ইসলাম, চট্টগ্রাম
এ জন্য একটি অ্যালোভেরার পাতা কেটে জেল বের করে নিন। তারপর আপনার ঘাড়ে জেল লাগিয়ে কয়েক মিনিটের জন্য স্ক্র্যাব করুন। আধা ঘণ্টা এভাবে রেখে পানি দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে গলা ও ঘাড়ের কালচে দাগ দূর হবে।আপেল সিডার ভিনেগার ত্বকে জমা হওয়া মৃত কোষ দূর করতে সাহায্য করে। এ জন্য ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে সামান্য পানি মিশিয়ে একটি তুলার বল ডুবিয়ে ঘাড়ে ব্যবহার করুন। কয়েক মিনিট রেখে দিন, তারপরে ধুয়ে ফেলুন।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
জুতা ডিজাইনে আলিম লতিফের রয়েছে ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি। আলিম লতিফ বিশ্বাস করেন, জুতা কখনোই লৈঙ্গিকভিত্ত ছিল না। রাজা চতুর্দশ লুই থেকে শুরু করে গ্ল্যাম রকের যুগ পর্যন্ত, পুরুষেরা প্ল্যাটফর্ম জুতা (উঁচু হিলযুক্ত) পরতেন। কিন্তু হঠাৎ করে কেন তা হারিয়ে গেল? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি তাঁর ব্র্যান্ড
২ ঘণ্টা আগেকত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগে