আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: মুখের ত্বকের উজ্জ্বলতায় কোন ধরনের ফেসওয়াশ বা কী কী উপকরণযুক্ত ফেসওয়াশ ব্যবহার করতে পারি?
লীনা ফেরদৌস, কুড়িগ্রাম
আপনার ত্বক তৈলাক্ত নাকি শুষ্ক? ত্বক যদি এমনিতেই খুব শুষ্ক হয়, তাহলে এমন ফেসওয়াশ জেল কিনবেন, যাতে ময়েশ্চারাইজার থাকে। অন্যদিকে তৈলাক্ত বা তেলতেলে ত্বকের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের এমন ধরনের ক্লিনজার কেনা উচিত, যাতে ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল ধুয়ে যায়। মিশ্র ত্বকের ক্ষেত্রে প্রায় যেকোনো ধরনের ফেসওয়াশ জেলই ব্যবহার করা যেতে পারে। তবে প্রয়োজন মনে করলে একবার ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন। এমন ক্লিনজার কিনুন, যা ত্বকের ওপরে জমে থাকা মৃত কোষের আবরণ সরিয়ে দিয়ে ত্বকের সৌন্দর্য বাড়াবে। তবে নিয়মিত এমন ধরনের ক্লিনজার ব্যবহার করবেন না যেন! তাতে করে ত্বকের উপকারের থেকে ক্ষতি হবে বেশি।
প্রশ্ন: শীতে ত্বকের জেল্লা বাড়ায় এমন কয়েকটি প্যাকের জন্য পরামর্শ চাই।
কুসুম রায়হান, ঢাকা
মুখে যদি রোদ থেকে হওয়া পোড়া দাগ থাকে বা মুখ অতিরিক্ত কালো হতে শুরু করে, তাহলে টমেটো আর মধুর প্যাক ব্যবহার করুন। টমেটো এই দাগ খুব ভালোভাবে হালকা করতে পারে। একটি টমেটো ও ৪ চামচ মধু নিন। একটি পাত্রে আগে টমেটো চটকে নিন। তার মধ্যে মধু নিয়ে ভালো করে মেশান। এই প্যাক মুখে মেখে রেখে দিন ২০ মিনিটের মতো। তারপর গরম পানিতে ধুয়ে নিন। মুখ সঙ্গে সঙ্গেই তরতাজা লাগবে।
প্রশ্ন: ঘাড় ও পিঠের রং উন্নত করতে কোন ধরনের প্যাক ব্যবহার করতে হবে? ফর্মুলা জানালে ভালো হয়।
সোনালী ইসলাম, চট্টগ্রাম
এ জন্য একটি অ্যালোভেরার পাতা কেটে জেল বের করে নিন। তারপর আপনার ঘাড়ে জেল লাগিয়ে কয়েক মিনিটের জন্য স্ক্র্যাব করুন। আধা ঘণ্টা এভাবে রেখে পানি দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে গলা ও ঘাড়ের কালচে দাগ দূর হবে।আপেল সিডার ভিনেগার ত্বকে জমা হওয়া মৃত কোষ দূর করতে সাহায্য করে। এ জন্য ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে সামান্য পানি মিশিয়ে একটি তুলার বল ডুবিয়ে ঘাড়ে ব্যবহার করুন। কয়েক মিনিট রেখে দিন, তারপরে ধুয়ে ফেলুন।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
প্রশ্ন: মুখের ত্বকের উজ্জ্বলতায় কোন ধরনের ফেসওয়াশ বা কী কী উপকরণযুক্ত ফেসওয়াশ ব্যবহার করতে পারি?
লীনা ফেরদৌস, কুড়িগ্রাম
আপনার ত্বক তৈলাক্ত নাকি শুষ্ক? ত্বক যদি এমনিতেই খুব শুষ্ক হয়, তাহলে এমন ফেসওয়াশ জেল কিনবেন, যাতে ময়েশ্চারাইজার থাকে। অন্যদিকে তৈলাক্ত বা তেলতেলে ত্বকের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের এমন ধরনের ক্লিনজার কেনা উচিত, যাতে ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল ধুয়ে যায়। মিশ্র ত্বকের ক্ষেত্রে প্রায় যেকোনো ধরনের ফেসওয়াশ জেলই ব্যবহার করা যেতে পারে। তবে প্রয়োজন মনে করলে একবার ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন। এমন ক্লিনজার কিনুন, যা ত্বকের ওপরে জমে থাকা মৃত কোষের আবরণ সরিয়ে দিয়ে ত্বকের সৌন্দর্য বাড়াবে। তবে নিয়মিত এমন ধরনের ক্লিনজার ব্যবহার করবেন না যেন! তাতে করে ত্বকের উপকারের থেকে ক্ষতি হবে বেশি।
প্রশ্ন: শীতে ত্বকের জেল্লা বাড়ায় এমন কয়েকটি প্যাকের জন্য পরামর্শ চাই।
কুসুম রায়হান, ঢাকা
মুখে যদি রোদ থেকে হওয়া পোড়া দাগ থাকে বা মুখ অতিরিক্ত কালো হতে শুরু করে, তাহলে টমেটো আর মধুর প্যাক ব্যবহার করুন। টমেটো এই দাগ খুব ভালোভাবে হালকা করতে পারে। একটি টমেটো ও ৪ চামচ মধু নিন। একটি পাত্রে আগে টমেটো চটকে নিন। তার মধ্যে মধু নিয়ে ভালো করে মেশান। এই প্যাক মুখে মেখে রেখে দিন ২০ মিনিটের মতো। তারপর গরম পানিতে ধুয়ে নিন। মুখ সঙ্গে সঙ্গেই তরতাজা লাগবে।
প্রশ্ন: ঘাড় ও পিঠের রং উন্নত করতে কোন ধরনের প্যাক ব্যবহার করতে হবে? ফর্মুলা জানালে ভালো হয়।
সোনালী ইসলাম, চট্টগ্রাম
এ জন্য একটি অ্যালোভেরার পাতা কেটে জেল বের করে নিন। তারপর আপনার ঘাড়ে জেল লাগিয়ে কয়েক মিনিটের জন্য স্ক্র্যাব করুন। আধা ঘণ্টা এভাবে রেখে পানি দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে গলা ও ঘাড়ের কালচে দাগ দূর হবে।আপেল সিডার ভিনেগার ত্বকে জমা হওয়া মৃত কোষ দূর করতে সাহায্য করে। এ জন্য ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে সামান্য পানি মিশিয়ে একটি তুলার বল ডুবিয়ে ঘাড়ে ব্যবহার করুন। কয়েক মিনিট রেখে দিন, তারপরে ধুয়ে ফেলুন।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
সময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
৩৯ মিনিট আগেশিশুর বয়স ছয় মাস হওয়া পর্যন্ত তেমন ভাবনা নেই। নরম সুতির ফিতে দেওয়া নিমা পরেই দিন পার হয় ছেলে কিংবা মেয়েশিশুর। কিন্তু সে যখন বসে বসে খেলতে শেখে বা একটু হেঁটে বেড়ায়, যখন পুরো ঘরই তার জন্য এক বিস্ময়ের জগৎ। সারা বাড়ি ঘুরে দেখা, এটা-ওটা ধরে খেলা করতে গিয়ে ঘাম হয়...
১ ঘণ্টা আগেবৈশাখের শুরুতে আবহাওয়ার যা মেজাজ দেখা যাচ্ছে, তাতে বলা যায়, গরমে নাভিশ্বাস উঠবে এবার। আবহাওয়া যা-ই হোক, বাইরে যাওয়া তো আর বন্ধ রাখা যাবে না। তাই চট করে তৈরি হয়ে বের হওয়ার জন্য এমন কিছু কাপড় ওয়ার্ডরোবে গুছিয়ে রাখুন, যাতে আরাম ও স্টাইল—দুটোই মেলে। আবার ভাঁজে ভাঁজে...
১ ঘণ্টা আগেবৈশাখের গরমে জীবন ওষ্ঠাগত। তার ওপর প্রতিদিন যাঁদের কাজের জন্য বাইরে যেতে হয়, তাঁদের নাজেহাল অবস্থা। গরম তো আর কমানো সম্ভব নয়, তবে এ সময়ে আরাম পেতে কিছু বিষয় মেনে চলা যেতেই পারে।
১ ঘণ্টা আগে