ব্যবসায়ীদের মালামাল নামাচ্ছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী
রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন থেকে মালামাল রক্ষা করতে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উদ্ধার করা বিভিন্ন মালামাল নিজেদের ঘাড়ে করে নামাতে দেখা যাচ্ছে দায়িত্বরত পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের।