Ajker Patrika

নিউ সুপার মাকের্টে ভয়াবহ আগুন

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৩: ২৮
নিউ সুপার মাকের্টে ভয়াবহ আগুন

রাজধানীর নিউ মার্কেটের নিউ সুপার মার্কটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে। তাদের সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।

নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট

নিউ সুপার মাকের্টের দক্ষিণ ভবনের দোতলায় আগুন লেগে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারদিকে। ব্যবসায়ীরা মালামাল বের করার চেষ্টা করছেন। 

ঢাকা কলেজের ভেতরের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আপাতত পানির কোনো সমস্যা দেখছেন না কর্মকর্তারা।

দক্ষিণ ভবনের দোতলা থেকে বস্তায় করে মালামাল ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ভেতরে ঢুকতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা।

গাউসিয়া ও নিউ সুপার মার্কেটের মাঝামাঝি সংযোগ ফুটওভার ব্রিজটিতে মানুষের ভিড় বাড়ছে

মালামাল যাতে চুরি না হয়, সে জন্য পাহারা দিচ্ছেন বিজিবির সদস্যরা।  দোতলা মার্কেটের পুরোটাই পোশাকের দোকান।

আগুন ছড়িয়ে পড়ছে। পুরো এলাকায় কালো ধোঁয়া। কান্নায় ভেঙে পড়ছেন ব্যবসায়ীরা। দোকানের ভেতরে যা কিছু পাচ্ছেন, হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি অবস্থান নিয়েছে। সিটি কলেজের সামনে থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের কথা জানতে পারে ফায়ার সার্ভিস।

বস্তায় করে মালামাল নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান শাহজাহান শিকদার জানান, আগুনের খবর পেয়ে চার মিনিটের মধো ঘটনস্থলে যায় তাদের প্রথম ইউনিট। তবে আগুনের ভয়াবহতায় পরে আরো ইউনিট যোগ হয়।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ কী হতে পারে ধারণা করা যাচ্ছে না।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত