Ajker Patrika

‘এসির লাইন দিয়া আগুন সারা মার্কেটে ছড়াইছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১১: ২৬
Thumbnail image

‘প্রথমে আগুন দেখছি ফুটওভার ব্রিজের মুখে। তহন অল্প আছিল ৷ তারপর দেখলাম এসির লাইন দিয়া হেই আগুন সারা মার্কেটে ছড়াইছে। একটা এসিও ঠিক নাই। সব বাসটি (ব্রাস্ট) হইছে৷ মনে হয় কারেন্ট থাইকা এই আগুন লাগছে৷’ কথাগুলো বলছিলেন ঢাকা নিউ মার্কেটসংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন ৫ নম্বর গলি লাগোয়া একটি রেস্টুরেন্টের শ্রমিক।  

নিজেকে আগুনের প্রথম দিককার প্রত্যক্ষদর্শী দাবি করে মো. রুবেল নামের এই দোকানকর্মী বলেন, ‘রাতের বেলা সিটি করপোরেশনের লোকেরা ওভারব্রিজ ভাঙ্গার কাম করছে (গাউছিয়া ও ঢাকা সুপার মার্কেটের সংযোগ ফুটওভার) ৷ ব্রিজের যে সিঁড়ি, ওইডার লগে অনেক তার আছিল এই মার্কেটের। আমরা সন্দেহ করি, ওই সিঁড়ি ভাঙার সময় তার প্লাস-মাইনাস (নেগেটিভ-পজেটিভ) হইয়া এই আগুন লাগছে ৷ কারণ, আগুন লাগার লগে লগে সিটি করপোরেশনের লোকেরা ভাগছে ৷ এক মিনিটও দেরি করে নাই।’ 

new-fire-4

কথা হয় চন্দ্রিমা মার্কেটের দোকান কর্মচারী সুজন ও সুপার মার্কেটের পেছনে ফুটপাতে চায়ের দোকানদার রিয়াদের সঙ্গে। তাঁরাও নিজেদের শুরুর দিকের প্রত্যক্ষদর্শী দাবি করে রুবেলের বলা কথার সঙ্গে সহমত জানালেন।

তৃতীয় তলায় বন্ধুর বাবার দোকান আছে তাসফিয়া ফ্যাশন নামে। বন্ধুর ডাকে সেখানকার মালামাল উদ্ধারের সহায়তা করতে এসেছেন মো. সাইফ ৷ তিনি বলেন, ‘আমরা আসতে দেরি করে ফেলেছি ৷ ভেতরে ঢুকে দেখি ভয়াবহ অবস্থা ৷ মালামাল তেমন বের করতে পারি নাই। সব শেষ ওদের, কিছুই বের করতে পারেনি।’ 

new-fire-5

সময় যত গড়াচ্ছে, আগুন তত বড় হচ্ছে। তৃতীয় তলা থেকে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়েছে। উভয় তলা থেকেই দোকানের মালিক ও ব্যবসায়ীরা যাঁর যাঁর মালামাল বের করছেন। মার্কেটের ভেতরে গিয়ে ঘুরে এসে মালামাল বের করার অবস্থা না থাকায় বাইরে এসে কান্নায় ভেঙে পড়ছেন অনেক ব্যবসায়ী। 

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। তাদের সহযোগিতা করছেন সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির সদস্য।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত