Ajker Patrika

নিউ সুপার মার্কেটে আগুন: সায়েন্স ল্যাবে ডাইভারশন, আশপাশের সব মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১২: ০০
নিউ সুপার মার্কেটে আগুন: সায়েন্স ল্যাবে ডাইভারশন, আশপাশের সব মার্কেট বন্ধ

নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সায়েন্স ল্যাব মোড়ে ডাইভারশন দিয়ে সড়ক বন্ধ করে দিয়েছে ট্রাফিক পুলিশ। অন্যদিকে সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব মার্কেট ও দোকান বন্ধ রয়েছে। মার্কেটগুলোর সামনে বিক্রয়কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

আজ শনিবার ভোরে রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৯ টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট এখনো কাজ করছে।

ফায়ার সার্ভিসে পরিচালক (অপারেশনস) লে. ক. তাজুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন পুরোপুরি নেভাতে আমাদের কর্মীরা কাজ করছেন। 

সরেজমিনে দেখা গেছে, অগ্নিকাণ্ডের পর সায়েন্স ল্যাব মোড় থেকে ডাইভারশন দিয়েছে ট্রাফিক পুলিশ সব গাড়ি ঘুরিয়ে শাহবাগের দিকে যেতে বলছে। 

ধামরাই, সাভার, মিরপুর থেকে আসা গাড়ি শাহবাগ হয়ে গুলিস্তানের দিকে যাচ্ছে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, আমরা ফায়ার সার্ভিসের সদস্যদের কাজ করার সুবিধার্থে সড়কটি বন্ধ রেখেছি। এ ছাড়া ব্যবসায়ীদের অনেক মালপত্র সড়কে রয়েছে। তা পাহারা দেওয়া হচ্ছে।

new-fire-12

সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব মার্কেট বন্ধ রয়েছে।  নুরজাহান সুপার মার্কেটের জনী প্রিন্টের বিক্রয়কর্মী শাহীন বলেন, আমরা আগুনের খবর পেয়ে ভোরে এসেছি। কিন্তু সব মার্কেট বন্ধ ।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত