নাজমুল হাসান সাগর, ঢাকা
সময় যত গড়াচ্ছে, ঢাকা সুপার মার্কেটে আগুন তত ছড়িয়ে পড়ছে। তৃতীয় তলার আগুন দ্বিতীয় তলায় ছড়িয়েছে। আগুনের সঙ্গে ধোঁয়ার প্রকোপও বাড়ছে। এই ধোঁয়ায় ভেতরে ঢুকে আগুন নির্বাপণের কাজ করতে অসুবিধা হচ্ছে। এ জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে দেখা গেছে ফায়ার ফাইটারদের।
সকাল ৯টায় ঢাকা সুপার মার্কেটের ৫ নম্বর গলির দরজা দিয়ে দোতলায় প্রবেশ করছিলেন ফায়ার ফাইটাররা। এ সময় একজন ফায়ার ফাইটারকে সিলিন্ডার নিয়ে কাজে যেতে দেখা গেছে। উপস্থিত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ভেতরে অনেক ধোঁয়া। কাজের সময় ব্রিদিং প্রবলেম হচ্ছে। তাই অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে হচ্ছে।’
এদিকে ভেতরে ধোঁয়ার পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া গেছে মালামাল উদ্ধারের কাজে যুক্ত দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে৷ মো. সুমন নামের এক দোকান কর্মচারী বলেন, ‘দোতলার অর্ধেক পর্যন্ত আগুন দেখছি ৷ বাকিডা ধোঁয়া আর ধোঁয়া, ভেতরে কিচ্ছু দেহা যাইতাছে না ভাই। মালামাল বাইর করাও যাইতাছে না৷ খুব খারাপ অবস্থা!’
সুমন বলেন, ‘যা মালামাল, তার কতখানি বাইর করতে পারছি, হেইডা কইতে পারি না ভাই। আগুনের তাপ খুব। আর ধুমায় (ধোঁয়া) সব আন্ধার। কিছুই দেহা যাইতাছিল না। আমরা কয়েকবার ওপরে যাইতে পারছি। এহন আর যাওন সম্ভব না।’
আরও পড়ুন:
সময় যত গড়াচ্ছে, ঢাকা সুপার মার্কেটে আগুন তত ছড়িয়ে পড়ছে। তৃতীয় তলার আগুন দ্বিতীয় তলায় ছড়িয়েছে। আগুনের সঙ্গে ধোঁয়ার প্রকোপও বাড়ছে। এই ধোঁয়ায় ভেতরে ঢুকে আগুন নির্বাপণের কাজ করতে অসুবিধা হচ্ছে। এ জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে দেখা গেছে ফায়ার ফাইটারদের।
সকাল ৯টায় ঢাকা সুপার মার্কেটের ৫ নম্বর গলির দরজা দিয়ে দোতলায় প্রবেশ করছিলেন ফায়ার ফাইটাররা। এ সময় একজন ফায়ার ফাইটারকে সিলিন্ডার নিয়ে কাজে যেতে দেখা গেছে। উপস্থিত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ভেতরে অনেক ধোঁয়া। কাজের সময় ব্রিদিং প্রবলেম হচ্ছে। তাই অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে হচ্ছে।’
এদিকে ভেতরে ধোঁয়ার পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া গেছে মালামাল উদ্ধারের কাজে যুক্ত দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে৷ মো. সুমন নামের এক দোকান কর্মচারী বলেন, ‘দোতলার অর্ধেক পর্যন্ত আগুন দেখছি ৷ বাকিডা ধোঁয়া আর ধোঁয়া, ভেতরে কিচ্ছু দেহা যাইতাছে না ভাই। মালামাল বাইর করাও যাইতাছে না৷ খুব খারাপ অবস্থা!’
সুমন বলেন, ‘যা মালামাল, তার কতখানি বাইর করতে পারছি, হেইডা কইতে পারি না ভাই। আগুনের তাপ খুব। আর ধুমায় (ধোঁয়া) সব আন্ধার। কিছুই দেহা যাইতাছিল না। আমরা কয়েকবার ওপরে যাইতে পারছি। এহন আর যাওন সম্ভব না।’
আরও পড়ুন:
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২৪ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২৬ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৪১ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
২ ঘণ্টা আগে