Ajker Patrika

ফায়ার সার্ভিসের সদস্যসহ আহত ১৪  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১১: ৩৬
Thumbnail image

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ১১ সদস্যসহ ১৪ জন আহত হয়েছেন। অন্যদের মধ্যে  বিমান বাহিনী, আনসারের একজন ও একজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।  

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তালহা। 

তালহা বলেন, ‘নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের আট সদস্য ও একজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ 

এদিকে মালামাল উদ্ধার করতে গিয়ে মার্কেটের দোকান কর্মচারী চারজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। 

এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বিভিন্ন সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট। 

প্রসঙ্গগত, শনিবার ভোর সকাল ৫টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের ঘটনা জানতে পারে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত