Ajker Patrika

ব্যবসায়ীদের মালামাল নামাচ্ছে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১২: ০১
ব্যবসায়ীদের মালামাল নামাচ্ছে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী

রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন থেকে মালামাল রক্ষা করতে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উদ্ধার করা বিভিন্ন মালামাল নিজেদের ঘাড়ে করে নামাতে দেখা যাচ্ছে দায়িত্বরত পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের। 

আজ শনিবার সকাল ৯টা থেকে নিউ সুপার মার্কেটের ওভারব্রিজের পাশের ভাঙা সিঁড়ি দিয়ে এসব মালামাল নামাতে দেখা গেছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা ঝুঁকি নিয়ে এসব মালামাল অক্ষত রেখে বের করে নিরাপদ স্থানে রাখছেন। 

এদিকে জীবনের ঝুঁকি নিয়ে মালামাল উদ্ধার করতে গিয়ে চার দোকান কর্মচারী অসুস্থ হয়ে গেছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

প্রসঙ্গগত, শনিবার ভোর সকাল ৫টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের ঘটনা জানতে পারে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত