Ajker Patrika

নিয়ন্ত্রণে ভরসা ঢাকা কলেজের একমাত্র পুকুর   

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৬: ১৪
নিয়ন্ত্রণে ভরসা ঢাকা কলেজের একমাত্র পুকুর   

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ লড়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শনিবার সকাল ৫টা ৪০ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে একে একে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট যোগ দিয়েছে। 

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মূল হাতিয়ার পানি। আর এর জোগান আসছে ঢাকা কলেজের একমাত্র পুকুরটি থেকে। 

ঢাকা কলেজের একমাত্র পুকুরটি থেকে নেওয়া হচ্ছে পানিসকাল সাড়ে ৯টার দিকে গিয়ে দেখা যায় পুকুরের পূর্ব পাড়ে ফায়ার সার্ভিসের ১২টি পানির পাম্প বসানো হয়েছে। নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ করতে প্রতিটি পাম্প একটু পরপর চেক করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কোনোটিতে তেল শেষ হলে দ্রুত তেল দিচ্ছেন। পাশাপাশি ওয়ারলেসের মাধ্যমে আসা নির্দেশনা পালন করছেন। 

প্রতিটি পাম্প মিনিটে ২৫০ থেকে ৩০০ লিটার পানি সরবরাহ করতে সক্ষম বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত