Ajker Patrika

নিউ সুপার মার্কেটের আগুন ছড়িয়ে পড়ছে, সেনা-নৌ-বিমান বাহিনী ও বিজিবি মোতায়েন

শাহরিয়ার হাসান, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১১: ০৯
Thumbnail image

নিউ  সুপার মার্কেটের আগুন আরও বাড়ছে। পুরো এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সিটি কলেজের সামনে থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত আট প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল যুক্ত হয়েছে  ও বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। পাশাপাশি নৌবাহিনীও এতে যুক্ত হয়েছে।

গাউসিয়া ও নিউ সুপার মার্কেটের মাঝামাঝি সংযোগ ফুটওভার ব্রিজটিতে মানুষের ভিড় বাড়ছে

নিউ মার্কেটের যে অংশে আগুন লেগেছে, সেটা পুরোপুরি পোশাকের দোকানে ঠাসা। একটু আগে সেখানে দেখা গেছে, লোকজন মার্কেটের দোতলা থেকে বস্তায় করে মালামাল নিচে ছুড়ে ফেলে দিচ্ছেন। মার্কেটের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ভেতরে ঢুকতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে মালামাল চুরি যাতে না হয় সে কারণে রাস্তায় পাহারা বসিয়েছেন বিজিবির সদস্যরা।

অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়ছেন। তাঁরা দোকানের ভেতরে যা কিছু পাচ্ছেন, হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন।

বস্তায় করে মালামাল নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, তাঁরা ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছেন। আপাতত পানির কোনো সমস্যা দেখছে না বলে জনিয়েছেন কর্মকর্তারা। তবে পরিস্থিতি ভয়াবহ বলছেন তাঁরা। তিনতলা নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনের পুরো অংশে আগুন ছড়েয়ে পড়েছে। আগুনের বেগ দেখা না গেলেও ভেতর থেকে কালো ধোঁয়ো বের হতে দেখা যাচ্ছে।

এদিকে গাউসিয়া ও নিউ সুপার মার্কেটের মাঝামাঝি সংযোগ ফুটওভার ব্রিজটিতে মানুষের ভিড় বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ অমান্য করে ঝুকিপূর্ণ এই ফুটওভার ব্রিজে জড়ো হচ্ছে মানুষ। এতে যেকোনো সময় এটা ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত