গঙ্গাচড়ার বন্যা পরিস্থিতি
‘এই জায়গায় প্রায় ২০ বছর থাকি আছি। আজ সেই জায়গা ছাড়ি চলি যাওয়া লাগেচোল। মনটা যাবার চায়চোল না। বুকটা ফাটি যায়চোল। এখন কোনটে যায়া বউ-বাচ্চা নিয়া থাকিম, বাচ্চাদের কী খাওয়াইম, কেমন করি পড়ালেখা করাইম, কোনটে বাড়ি করি থাকমো? চিন্তায় বাঁচি না। কী যে হইবে হামারগুলার কপালত, আল্লাহ ভালো জানে।’