গঙ্গাচড়া প্রতিনিধি
‘এই জায়গায় প্রায় ২০ বছর থাকি আছি। আজ সেই জায়গা ছাড়ি চলি যাওয়া লাগেচোল। মনটা যাবার চায়চোল না। বুকটা ফাটি যায়চোল। এখন কোনটে যায়া বউ-বাচ্চা নিয়া থাকিম, বাচ্চাদের কী খাওয়াইম, কেমন করি পড়ালেখা করাইম, কোনটে বাড়ি করি থাকমো? চিন্তায় বাঁচি না। কী যে হইবে হামারগুলার কপালত, আল্লাহ ভালো জানে।’
তিস্তা নদীর ভাঙনে ভিটামাটি হারিয়ে করুণ কণ্ঠে কথাগুলো বলছিলেন গঙ্গাচড়ার চর শংকরদহ গ্রামের আব্দুল খালেক।
উপজেলায় খালেকের মতো প্রায় ৫০টি পরিবার চলমান বন্যায় ইতিমধ্যে বসতভিটা হারিয়েছেন। তাঁদের মধ্যে অনেকে ঘরবাড়ি সরিয়ে নিয়ে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। কেউ কেউ আবার অন্যের জমিতে ঘর দাঁড় করাচ্ছেন।
উপজেলায় সরেজমিনে দেখা গেছে, পশ্চিম ইচলি, চর শংকরদহ, বাগেরহাট, কেল্লারপার ও বিনবিনা গ্রামে তিস্তার পানি বৃদ্ধি ও ভাঙনের হুমকির কারণে লোকজন বাড়িঘর সরিয়ে নিচ্ছেন।
এ সময় কথা হয় পশ্চিম ইচলি গ্রামের শামসুল হুদার সঙ্গে। তিনি বলেন, ‘অনেক কষ্ট করি তামাক-ভুট্টা বিক্রি করি একটা ঘর তুলছিনুং। অনেক আশা ছিল, চরবাড়িত চাষাবাদ করি বাচ্চাদের পড়ালেখা করানুং হয়। সেই আশা বানের পানি বাসে নিয়া গেল। ১০ বছর থাকি এত কষ্ট করি গাছপালা বড় করি, সে গাছপালা এখন বানের পানি ভাসে দিয়া যাওয়া লাগেচোল। চোখের সামনে কষ্ট করি তৈরি করা বাড়িঘর ভাঙি গেইলে মন মানে? এখন বাগেরহাটে এক আত্মীয়ের বাড়ি নিয়া ঘরের জিনিসপত্র রাখা লাগবে। তারপর দেখি কী করা যায়।’
একেই গ্রামের শফিকুল ইসলাম বলেন, ‘নদীর পানিতে সবকিছু ডুবি গেইছে। হামার থাকার ঘরটাও পানিত গেইছে। মাজার কমিটিক কয়া কবরহাটিত একনা চালা করি একটা নাতিসহ বউ-বেটিক নিয়া আছুং। নাই কোনো খাবার, নাই কিছু। এক সপ্তাহ থাকি কোনো কাজকাম নাই। কীভাবে যে দিনগুলা পার হয়চোল একমাত্র ওপরওয়ালা জানে। সোমবার খালি একনা চাউল দিয়া গেইছে চেয়ারম্যান।’
একই কথা বলেন ইচলি গ্রামের মনোয়ারা বেগম। তিনি জানান, সোমবার বিকেলে পানি এমনভাবে বাড়িতে ঢোকা শুরু করেছিল যে উপায় না পেয়ে বাড়ির সবকিছু নৌকাতে করে নিয়ে বাঁধের ওপর আসছেন।
যোগাযোগ করা হলে কোলকোন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, তার ইউনিয়ের মটুকপুর, উত্তর চিলাখাল, মধ্য চিলাখাল, বিনবিনা, খলাইর চর, শখের বাজার, আবুলিয়া, সাউদপাড়া ও আলেকিশামত গ্রামে প্রায় ৪৫০টি পরিবার বন্যায় আক্রান্ত হয়েছে।
অন্যদিকে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী জানান, তাঁর ইউনিয়নে বাগেরহাট, পূর্ব ইচলি, পশ্চিম ইচলি ও জয়রামওঝা গ্রামের ৫০০ পরিবার এখনো পানিবন্দী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দিন বলেন, ‘৭০০ থেকে ৮০০ পরিবার পানিবন্দী। নতুন করে কেউ পানিবন্দী হয়নি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নিচ্ছি। আমাদের শুকনো খাবার সরবরাহ অব্যাহত রয়েছে।’
ঘরবাড়ির ভাঙনের শিকার হওয়া বিষয় জানতে চাইলে ইউএনও জানান, ভাঙনের হুমকিতে থাকায় কিছু ঘরবাড়ি সরিয়ে নিয়েছে লোকজন।
‘এই জায়গায় প্রায় ২০ বছর থাকি আছি। আজ সেই জায়গা ছাড়ি চলি যাওয়া লাগেচোল। মনটা যাবার চায়চোল না। বুকটা ফাটি যায়চোল। এখন কোনটে যায়া বউ-বাচ্চা নিয়া থাকিম, বাচ্চাদের কী খাওয়াইম, কেমন করি পড়ালেখা করাইম, কোনটে বাড়ি করি থাকমো? চিন্তায় বাঁচি না। কী যে হইবে হামারগুলার কপালত, আল্লাহ ভালো জানে।’
তিস্তা নদীর ভাঙনে ভিটামাটি হারিয়ে করুণ কণ্ঠে কথাগুলো বলছিলেন গঙ্গাচড়ার চর শংকরদহ গ্রামের আব্দুল খালেক।
উপজেলায় খালেকের মতো প্রায় ৫০টি পরিবার চলমান বন্যায় ইতিমধ্যে বসতভিটা হারিয়েছেন। তাঁদের মধ্যে অনেকে ঘরবাড়ি সরিয়ে নিয়ে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। কেউ কেউ আবার অন্যের জমিতে ঘর দাঁড় করাচ্ছেন।
উপজেলায় সরেজমিনে দেখা গেছে, পশ্চিম ইচলি, চর শংকরদহ, বাগেরহাট, কেল্লারপার ও বিনবিনা গ্রামে তিস্তার পানি বৃদ্ধি ও ভাঙনের হুমকির কারণে লোকজন বাড়িঘর সরিয়ে নিচ্ছেন।
এ সময় কথা হয় পশ্চিম ইচলি গ্রামের শামসুল হুদার সঙ্গে। তিনি বলেন, ‘অনেক কষ্ট করি তামাক-ভুট্টা বিক্রি করি একটা ঘর তুলছিনুং। অনেক আশা ছিল, চরবাড়িত চাষাবাদ করি বাচ্চাদের পড়ালেখা করানুং হয়। সেই আশা বানের পানি বাসে নিয়া গেল। ১০ বছর থাকি এত কষ্ট করি গাছপালা বড় করি, সে গাছপালা এখন বানের পানি ভাসে দিয়া যাওয়া লাগেচোল। চোখের সামনে কষ্ট করি তৈরি করা বাড়িঘর ভাঙি গেইলে মন মানে? এখন বাগেরহাটে এক আত্মীয়ের বাড়ি নিয়া ঘরের জিনিসপত্র রাখা লাগবে। তারপর দেখি কী করা যায়।’
একেই গ্রামের শফিকুল ইসলাম বলেন, ‘নদীর পানিতে সবকিছু ডুবি গেইছে। হামার থাকার ঘরটাও পানিত গেইছে। মাজার কমিটিক কয়া কবরহাটিত একনা চালা করি একটা নাতিসহ বউ-বেটিক নিয়া আছুং। নাই কোনো খাবার, নাই কিছু। এক সপ্তাহ থাকি কোনো কাজকাম নাই। কীভাবে যে দিনগুলা পার হয়চোল একমাত্র ওপরওয়ালা জানে। সোমবার খালি একনা চাউল দিয়া গেইছে চেয়ারম্যান।’
একই কথা বলেন ইচলি গ্রামের মনোয়ারা বেগম। তিনি জানান, সোমবার বিকেলে পানি এমনভাবে বাড়িতে ঢোকা শুরু করেছিল যে উপায় না পেয়ে বাড়ির সবকিছু নৌকাতে করে নিয়ে বাঁধের ওপর আসছেন।
যোগাযোগ করা হলে কোলকোন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, তার ইউনিয়ের মটুকপুর, উত্তর চিলাখাল, মধ্য চিলাখাল, বিনবিনা, খলাইর চর, শখের বাজার, আবুলিয়া, সাউদপাড়া ও আলেকিশামত গ্রামে প্রায় ৪৫০টি পরিবার বন্যায় আক্রান্ত হয়েছে।
অন্যদিকে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী জানান, তাঁর ইউনিয়নে বাগেরহাট, পূর্ব ইচলি, পশ্চিম ইচলি ও জয়রামওঝা গ্রামের ৫০০ পরিবার এখনো পানিবন্দী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দিন বলেন, ‘৭০০ থেকে ৮০০ পরিবার পানিবন্দী। নতুন করে কেউ পানিবন্দী হয়নি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নিচ্ছি। আমাদের শুকনো খাবার সরবরাহ অব্যাহত রয়েছে।’
ঘরবাড়ির ভাঙনের শিকার হওয়া বিষয় জানতে চাইলে ইউএনও জানান, ভাঙনের হুমকিতে থাকায় কিছু ঘরবাড়ি সরিয়ে নিয়েছে লোকজন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪