আমরা কি সত্যিই জিম্মি হয়ে গেলাম?
আপনি একটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে অনেক ঘোরাঘুরি করলেন, পেলেনই না। কিছুদিন পর শুনলেন, কিনতে পারবেন, তবে টাকা গুণতে হবে ঢের বেশি। এখন আপনি বেশি দাম দিয়েই জিনিসটি কিনতে বাধ্য হচ্ছেন। এমনকি তার সঙ্গে হাবিজাবিও কিনতে হচ্ছে আপনাকে প্রয়োজন না থাকলেও। অনেকটা ছিনতাইকারির পেটে ছুরি ধরে টাকা–পয়সা ছিনিয়ে নে