বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
কয়েক দিন ধরেই লাগামহীন ভোলার বোরহানউদ্দিন উপজেলার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য। মুরগির মাংস ৪০ থেকে ৯০ টাকা পর্যন্ত বেড়েছে। গরুর মাংস ১৫০ টাকা, পটোল কেজিতে ৩০ আর কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। সয়াবিন ২৩০ ও সরিষার তেল ২২০ টাকা করে বিক্রি হচ্ছে।
ঈদের পরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা।
জানা গেছে, অল্প কয়েক দিনের ব্যবধানে সয়াবিনের দাম বেড়েছে কয়েক দফা। এ ছাড়া চাল, ডাল, পেঁয়াজ, মাছ, মাংস, তেল, তরিতরকারি, ফলমূল, চিনি আর লবণসহ সবকিছুই আগের তুলনায় দাম বেড়েছে কয়েক গুণ।
ফলে তেঁতুলিয়া ও মেঘনার ভাঙনকবলিত বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন অঞ্চলের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছে বিপাকে। দ্রুতই পণ্যের বাড়তি দামের লাগাম টেনে না ধরলে খেটে খাওয়া মানুষের সংসার চালাতে নাভিশ্বাস উঠে যাবে।
সরেজমিন বোরহানউদ্দিনের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঈদের আগের দিন বয়লার মুরগি বিক্রি হয়েছে ১৫০ টাকায়, বর্তমানে তা ১৯০ টাকা। এ ছাড়া ২৭০ টাকার সোনালি মুরগি ৩৮০ টাকা, ৫৫০ টাকার গরু মাংস ৭০০-৮০০, ৭০০ টাকার খাসির মাংস ১ হাজার, পটোল ৩০ টাকার পরিবর্তে ৬০, ১৫ টাকার বরবটি ৪০, কাঁচা মরিচ ৬০ টাকার পরিবর্তে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ কোনো কোনো বাজারে ১২০ টাকাও বিক্রি হচ্ছে।
এদিকে মোটা চালের দাম কেজিপ্রতি ৪ টাকা বেড়ে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে বেড়েছে সয়াবিন ও সরিষার তেলের দাম।
সয়াবিন বোতলজাত প্রতি লিটার বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা, পাম তেল ২০০, ১৬০ টাকার সরিষার তেল বিক্রি হচ্ছে ২২০ টাকায়। চিনি ৮০ টাকা, ৭০ টাকার মোটা মসুরির ডাল ৯৫ টাকা, ছোট দানার ১০০ টাকার ডাল ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের বিষয়ে বোরহানগঞ্জ বাজারের খুচরা ব্যবসায়ী সিরাজ বলেন, ‘আমার দোকান। দাম আমি বেশি নিমু; এটা আমার ব্যাপার। কেউ জিনিস না কিনলে কিনবে না।’
এদিকে নিত্যপণ্যের দাম বাড়ার কারণ হিসেবে খুচরা বিক্রেতারা পাইকার আর আড়তদারদের ওপর দোষ চাপাচ্ছেন। পাইকার বা আড়তদারেরা এ অভিযোগ মানতে নারাজ।
এদিকে বাজার যথাযথভাবে তদারকি না করায় ভয়াবহ রূপ নিয়েছে বলে মনে করছেন ভোক্তারা।
সফিকুল ইসলাম নামের এক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি স্কুলের শিক্ষক। বেতন ১৯ হাজার টাকা, কিন্তু সংসার চালাতে খরচ হচ্ছে ২৫-৩০ হাজার টাকা। সংসার চালাতে ঋণ নিতে হচ্ছে। এভাবে চলতে থাকলে দিন দিন ঋণে জর্জড়িত হয়ে যাব।’
দিনমজুর আবুল বশার বলেন, ‘দিনে কামলা দিয়া ২০০ টাকা পাই। তেল নিমু নাকি চাল নিমু? আমাগো এহন মরার পালা।’
রিকশাচালক কাজল বলেন, ‘খেপ মাইরা পাই ১৬০-২৫০ টিয়া। এ দিয়া কেমনে কি করমু? বাচ্চার দুধ নিমু নাকি চাল-ডাল নিমু? বাজারে গেলে জিনিসের দাম শুনে মন চাই বিষ খাই।’
ক্রেতা আশরাফ উদ্দিন খান বলেন, ‘বাড়তি দামের কারণ জানতে চাইলে পাইকারি বিক্রেতা দায় দেন আড়তদারদের। আড়তদাররা বলেন ভিন্ন কথা। তাহলে সব দোষ কী ক্রেতাদের? ক্রেতারা কেন ক্রয় করছে ভাবখানা এমন? সাধারণ ক্রেতাদের মধ্যে অনেকের সঙ্গে কথা বললে তাঁরা বাজারে প্রশাসনের ও ভোক্তা অধিদপ্তরের যথাযথ তদারকি না থাকাকে দায়ী করছেন। এতে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে চলেছেন।’
বেশি দামের কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, ‘আড়তদারেরা যে মূল্য বলেন, তা দিয়েই বিক্রি করি আমরা।’
বোরহানউদ্দিনের উপশহর কুঞ্জের হাটবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, ‘সারা দেশে দ্রব্যের চাহিদার তুলনায় সরবরাহ কম। তাই দাম বেশি রাখা হচ্ছে। শুধু বোরহানউদ্দিনে বাজারে নয়, সব জায়গায় একই অবস্থা।’
তিনি আরও বলেন, ‘যদি কুঞ্জের হাটবাজারে কোনো ভোক্তা হয়রানি হয় বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখা হয়, তাহলে বাজার তদারকি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বোরহানগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি নাগর হাওলাদার বলেন, ‘বাজারে কেউ সিন্ডিকেট করলে তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কয়েক দিন ধরেই লাগামহীন ভোলার বোরহানউদ্দিন উপজেলার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য। মুরগির মাংস ৪০ থেকে ৯০ টাকা পর্যন্ত বেড়েছে। গরুর মাংস ১৫০ টাকা, পটোল কেজিতে ৩০ আর কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। সয়াবিন ২৩০ ও সরিষার তেল ২২০ টাকা করে বিক্রি হচ্ছে।
ঈদের পরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা।
জানা গেছে, অল্প কয়েক দিনের ব্যবধানে সয়াবিনের দাম বেড়েছে কয়েক দফা। এ ছাড়া চাল, ডাল, পেঁয়াজ, মাছ, মাংস, তেল, তরিতরকারি, ফলমূল, চিনি আর লবণসহ সবকিছুই আগের তুলনায় দাম বেড়েছে কয়েক গুণ।
ফলে তেঁতুলিয়া ও মেঘনার ভাঙনকবলিত বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন অঞ্চলের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছে বিপাকে। দ্রুতই পণ্যের বাড়তি দামের লাগাম টেনে না ধরলে খেটে খাওয়া মানুষের সংসার চালাতে নাভিশ্বাস উঠে যাবে।
সরেজমিন বোরহানউদ্দিনের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঈদের আগের দিন বয়লার মুরগি বিক্রি হয়েছে ১৫০ টাকায়, বর্তমানে তা ১৯০ টাকা। এ ছাড়া ২৭০ টাকার সোনালি মুরগি ৩৮০ টাকা, ৫৫০ টাকার গরু মাংস ৭০০-৮০০, ৭০০ টাকার খাসির মাংস ১ হাজার, পটোল ৩০ টাকার পরিবর্তে ৬০, ১৫ টাকার বরবটি ৪০, কাঁচা মরিচ ৬০ টাকার পরিবর্তে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ কোনো কোনো বাজারে ১২০ টাকাও বিক্রি হচ্ছে।
এদিকে মোটা চালের দাম কেজিপ্রতি ৪ টাকা বেড়ে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে বেড়েছে সয়াবিন ও সরিষার তেলের দাম।
সয়াবিন বোতলজাত প্রতি লিটার বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা, পাম তেল ২০০, ১৬০ টাকার সরিষার তেল বিক্রি হচ্ছে ২২০ টাকায়। চিনি ৮০ টাকা, ৭০ টাকার মোটা মসুরির ডাল ৯৫ টাকা, ছোট দানার ১০০ টাকার ডাল ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের বিষয়ে বোরহানগঞ্জ বাজারের খুচরা ব্যবসায়ী সিরাজ বলেন, ‘আমার দোকান। দাম আমি বেশি নিমু; এটা আমার ব্যাপার। কেউ জিনিস না কিনলে কিনবে না।’
এদিকে নিত্যপণ্যের দাম বাড়ার কারণ হিসেবে খুচরা বিক্রেতারা পাইকার আর আড়তদারদের ওপর দোষ চাপাচ্ছেন। পাইকার বা আড়তদারেরা এ অভিযোগ মানতে নারাজ।
এদিকে বাজার যথাযথভাবে তদারকি না করায় ভয়াবহ রূপ নিয়েছে বলে মনে করছেন ভোক্তারা।
সফিকুল ইসলাম নামের এক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি স্কুলের শিক্ষক। বেতন ১৯ হাজার টাকা, কিন্তু সংসার চালাতে খরচ হচ্ছে ২৫-৩০ হাজার টাকা। সংসার চালাতে ঋণ নিতে হচ্ছে। এভাবে চলতে থাকলে দিন দিন ঋণে জর্জড়িত হয়ে যাব।’
দিনমজুর আবুল বশার বলেন, ‘দিনে কামলা দিয়া ২০০ টাকা পাই। তেল নিমু নাকি চাল নিমু? আমাগো এহন মরার পালা।’
রিকশাচালক কাজল বলেন, ‘খেপ মাইরা পাই ১৬০-২৫০ টিয়া। এ দিয়া কেমনে কি করমু? বাচ্চার দুধ নিমু নাকি চাল-ডাল নিমু? বাজারে গেলে জিনিসের দাম শুনে মন চাই বিষ খাই।’
ক্রেতা আশরাফ উদ্দিন খান বলেন, ‘বাড়তি দামের কারণ জানতে চাইলে পাইকারি বিক্রেতা দায় দেন আড়তদারদের। আড়তদাররা বলেন ভিন্ন কথা। তাহলে সব দোষ কী ক্রেতাদের? ক্রেতারা কেন ক্রয় করছে ভাবখানা এমন? সাধারণ ক্রেতাদের মধ্যে অনেকের সঙ্গে কথা বললে তাঁরা বাজারে প্রশাসনের ও ভোক্তা অধিদপ্তরের যথাযথ তদারকি না থাকাকে দায়ী করছেন। এতে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে চলেছেন।’
বেশি দামের কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, ‘আড়তদারেরা যে মূল্য বলেন, তা দিয়েই বিক্রি করি আমরা।’
বোরহানউদ্দিনের উপশহর কুঞ্জের হাটবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, ‘সারা দেশে দ্রব্যের চাহিদার তুলনায় সরবরাহ কম। তাই দাম বেশি রাখা হচ্ছে। শুধু বোরহানউদ্দিনে বাজারে নয়, সব জায়গায় একই অবস্থা।’
তিনি আরও বলেন, ‘যদি কুঞ্জের হাটবাজারে কোনো ভোক্তা হয়রানি হয় বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখা হয়, তাহলে বাজার তদারকি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বোরহানগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি নাগর হাওলাদার বলেন, ‘বাজারে কেউ সিন্ডিকেট করলে তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১০ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১০ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১০ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫