নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের রাজনীতি বর্তমানে গুন্ডা পান্ডাদের আখড়ায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘এই সরকারের সংকীর্ণতা সবাই দেখেছে। একজন তিন বারের প্রধানমন্ত্রী এবং একজন নোবেল প্রাপ্ত বিশিষ্ট নাগরিক সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য অশোভন হয়েছে।’
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ সব কথা বলেন তিনি।
জনগণের টাকায় পদ্মা সেতু করা হয়েছে উল্লেখ করে নুর বলেন, ‘পদ্মা সেতু করা হয়েছে জনগণের ভ্যাট ও ট্যাক্সের টাকায়। এত বড় একটা কাজ করায় প্রধানমন্ত্রী ধন্যবাদ পেতে পারে। কিন্তু ১০ হাজার কোটি টাকার কাজে ৪০ হাজার কোটি টাকা খরচ করার হিসাব তাকে দিতে হবে। কাকে কত পার্সেন্ট চাঁদা দেওয়া হয়েছে আর কত টাকা এখান থেকে লুটপাট হয়েছে এ হিসাবও দিতে হবে।’
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনের প্রতিবাদ করে ডাকসুর সাবেক এ ভিপি বলেন ছাত্রলীগ যারা করে তারা অধিকাংশই মাদকাসক্ত, আমার কাছে এর প্রমাণ আছে। ছাত্রলীগের বিরুদ্ধে সাধারণ ছাত্ররা রুখে দাঁড়ালে তারা ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির উদ্দ্যেশ্যে নুর বলেন, ‘বিদেশিদের অপেক্ষায় বসে থাকবেন না। তারা কখনোই কাউকে ক্ষমতায় বসাবে না। এ সরকারকে হঠাতে জনগণকে সংগঠিত করে রাস্তায় নামাতে হবে।’
জনগণ এ সরকারের বিচার করবে উল্লেখ করে নুর বলেন, ‘২ কোটি টাকা তছরুপের মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে অথচ সেই টাকা এখনো ব্যাংকেই রয়েছে। এই সরকার দেশের ১১ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণ শিগগিরই তাদের বিচার করবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মালেক ফরাজী এবং গণ অধিকার ও পেশাজীবী অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দেশের রাজনীতি বর্তমানে গুন্ডা পান্ডাদের আখড়ায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘এই সরকারের সংকীর্ণতা সবাই দেখেছে। একজন তিন বারের প্রধানমন্ত্রী এবং একজন নোবেল প্রাপ্ত বিশিষ্ট নাগরিক সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য অশোভন হয়েছে।’
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ সব কথা বলেন তিনি।
জনগণের টাকায় পদ্মা সেতু করা হয়েছে উল্লেখ করে নুর বলেন, ‘পদ্মা সেতু করা হয়েছে জনগণের ভ্যাট ও ট্যাক্সের টাকায়। এত বড় একটা কাজ করায় প্রধানমন্ত্রী ধন্যবাদ পেতে পারে। কিন্তু ১০ হাজার কোটি টাকার কাজে ৪০ হাজার কোটি টাকা খরচ করার হিসাব তাকে দিতে হবে। কাকে কত পার্সেন্ট চাঁদা দেওয়া হয়েছে আর কত টাকা এখান থেকে লুটপাট হয়েছে এ হিসাবও দিতে হবে।’
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনের প্রতিবাদ করে ডাকসুর সাবেক এ ভিপি বলেন ছাত্রলীগ যারা করে তারা অধিকাংশই মাদকাসক্ত, আমার কাছে এর প্রমাণ আছে। ছাত্রলীগের বিরুদ্ধে সাধারণ ছাত্ররা রুখে দাঁড়ালে তারা ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির উদ্দ্যেশ্যে নুর বলেন, ‘বিদেশিদের অপেক্ষায় বসে থাকবেন না। তারা কখনোই কাউকে ক্ষমতায় বসাবে না। এ সরকারকে হঠাতে জনগণকে সংগঠিত করে রাস্তায় নামাতে হবে।’
জনগণ এ সরকারের বিচার করবে উল্লেখ করে নুর বলেন, ‘২ কোটি টাকা তছরুপের মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে অথচ সেই টাকা এখনো ব্যাংকেই রয়েছে। এই সরকার দেশের ১১ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণ শিগগিরই তাদের বিচার করবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মালেক ফরাজী এবং গণ অধিকার ও পেশাজীবী অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩৭ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩৮ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে